1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনাকে ফিফার শাস্তি

৩ এপ্রিল ২০১৪

অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের সঙ্গে চুক্তি করার অপরাধে বার্সেলোনা ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন আরএফইএফ-কে শাস্তি দিয়েছে ফিফা৷ বুধবারে দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা এ কথা জানায়৷

Camp Nou Stadion in Barcelona Archiv
ছবি: picture alliance/Back Page Images

এর ফলে দুটো ‘ট্রান্সফার উইন্ডো', অর্থাৎ আগামী এক বছর কোনো ফুটবলার কেনা বা বিক্রি করতে পারবে না স্প্যানিশ এই ফুটবল জায়ান্টটি৷ এছাড়া তাদের ৩৬৯,০০০ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে৷

বুধবারের বিবৃতিতে ফিফা জানায়, তাদের চালানো তদন্তে দেখা গেছে বার্সেলোনা ১০ জন ‘মাইনর' বা অপ্রাপ্তবয়স্ক ফুটবলারকে চুক্তিবদ্ধ করেছে, যা আইনসিদ্ধ নয়৷ এই দশজনের মধ্যে কয়েকজনকে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের আওতায় বার্সেলোনা কিনেছে৷ আর কয়েকজন নন-স্প্যানিশ নাবালককে প্রথমবারের মতো দলের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে৷

এই কাজের সঙ্গে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টতাও খুঁজে পেয়েছে বিশ্ব ফুটবলের এই সংস্থাটি৷ তাই আরএফইএফকেও পাঁচ লক্ষ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে৷ এছাড়া অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের ইন্টারন্যাশনাল ট্রান্সফার সম্পর্কিত নিয়মকানুনে পরিবর্তন আনতে আরএফইএফকে এক বছর সময় দিয়েছে ফিফা৷

আঠার বছরের কম বয়সিদের ফিফা ‘মাইনর' বলে আখ্যায়িত করে৷ ফুটবলের এই বিশ্ব সংস্থাটি মনে করে, ইন্টারন্যাশনাল ট্রান্সফার একজন ফুটবলারের জন্য আর্থিকভাবে লাভজনক হলেও বিষয়টা তাঁদের (যেহেতু তাঁরা নাবালক) ক্ষতি করতে পারে৷

ফিফা ট্রান্সফার ম্যাচিং সিস্টেম গত বছর এই তদন্ত চালায়৷ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বার্সেলোনা যত খেলোয়াড় চুক্তিবদ্ধ করেছে সেগুলোর বিষয়ে তদন্ত চালায় ফিফা৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ