1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনার আকর্ষণ লা রামব্লা

আন্টিয়ে বিন্ডার/এসবি১৫ জুলাই ২০১৫

বার্সেলোনা অনেক পর্যটকেরই স্বপ্ন৷ স্পেনের ক্যাটালোনিয়া রাজ্যের রাজধানীর নানা আকর্ষণের মধ্যে একটি হলো ‘লা রামব্লা' সড়ক৷ সঙ্গে রয়েছে অসাধারণ একটি বাজার৷

Spanien Straße La Rambla in Barcelona
ছবি: Michael Regan/Getty Images

বার্সেলোনা শহরের ‘লা রামব্লা' সড়ক এক কিলোমিটারের চেয়ে একটু বেশি বড়৷ প্লাসা দে কাটালুনিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এটি বিস্তৃত৷ পথের শেষে কলম্বাসের বিখ্যাত মূর্তি শোভা পাচ্ছে৷ গোটা সড়কটি পাঁচটি ভাগে বিভক্ত৷ প্রত্যেকটির নিজস্ব একটি করে নাম রয়েছে৷ তাই সড়কের স্প্যানিশ নামটিই বহুবচনে রাখা হয়েছে৷

জন্ম থেকেই বার্সেলোনা শহরে বসবাস করছেন খুয়ান বায়েন৷ তাঁর পছন্দের জায়গা ‘রামব্লা সান জুসেপ'৷ অনেক ফুলের দোকান থাকায় জায়গাটিকে আদর করে ‘রামব্লা দে লাস ফ্লোরেস'-ও বলা হয়৷ খুয়ান বলেন, ‘‘এই লা রামব্লা-ই হলো ক্যাটালোনিয়ার প্রথম জায়গা, যেখানে ফুল বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল৷ তাই আজও ছোট-ছোট স্টলগুলিতেও এই রীতি চালু আছে৷ তারা এখনো পুরনো আমলের ঐতিহ্য অটুট রেখেছে৷ এটা সত্যি সুন্দর৷''

‘লা রামব্লা’ সড়কের একাংশ...ছবি: DW

এর নাম ‘লা রামব্লা'৷ এখানকার ক্যাফে-গুলি ইতিহাসের সাক্ষী৷ আজ সেখানে মূলত পর্যটকদেরই ভিড় দেখা যায়৷ সারা বছর ধরেই তাদের সমাগম ঘটে৷ ফলে পকেটমারদের পোয়াবারো৷ শিল্পীরাও পর্যটকদের আমোদ দিয়ে দু'পয়সা কামিয়ে নেন৷ কেউ বলেন, ‘‘সবুজ, খোলা, সুন্দর – কিন্তু চরম ব্যস্ততায় ভরা৷ ভালো লাগে৷'' এক বলেন, ‘‘কিছুটা প্যারিসের শঁজেলিজের কথা মনে পড়ে৷ খুবই খাঁটি পরিবেশ, বিশেষ করে ‘লা বোকেরিয়া' নামের পিছনের ছোট্ট বাজারটি৷ অসাধারণ৷''

‘ফন দে কানালেটেস' ফোয়ারা খুয়ান বায়েনের প্রিয় জায়গাগুলির অন্যতম৷ তিনি বলেন, ‘‘এই জল – সত্যি অসাধারণ৷ একটি কিংবদন্তি অনুযায়ী যে এই ফোয়ারার পানি খাবে, সে চিরকালের জন্য বার্সেলোনায় থেকে যাবে৷'

অনেক পর্যটকই বার্সেলোনায় থেকে যেতে এবং ‘লা রামব্লা'-য় হেঁটে বেড়াতে আপত্তি করবেন না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ