1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারে কি রেয়াল মাদ্রিদ?

২০ মার্চ ২০১৪

জার্মানির যেমন বায়ার্ন, স্পেনের তেমনি বার্সেলোনা৷ এই দুই ফুটবল জায়ান্টের মধ্যে মিলটা হলো, তারা প্রত্যেকেই এক মরসুমে তাদের দেশের লিগ সহ তিনটি কাপ জিতেছে৷ এবার কি রেয়াল সে দলে যোগ দিতে পারবে?

UEFA Champions League Real Madrid - FC Schalke 04
ছবি: picture-alliance/dpa

২০০৯ সালে বার্সেলোনা একমাত্র দল হিসেবে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ কিংস কাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল৷ এবার রেয়ালও সেই রেকর্ড গড়তে পারে বলে মনে করছেন অনেকে৷ তাদের এই মনে হওয়ার পেছনে একটা শক্ত যুক্তি হচ্ছে রোনাল্ডোর পারফরম্যান্স৷ সঙ্গে রয়েছে তাঁকে সহায়তাকারী করিম বেনজেমা আর গ্যারেথ বেল৷ এই ত্রয়ীর অবদানে গত ৩১টি ম্যাচে অপরাজিত আছে রেয়াল৷ শেষবার তারা ম্যাচ হেরেছিল বার্সার কাছে, গত বছর অক্টোবরে৷

রেয়ালের এই পারফরম্যান্সে সবচেয়ে বড় অবদান রোনাল্ডোর৷ এই মরসুমে তিনি ৩৭ ম্যাচে ৪১ গোল করেছেন৷ আর চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল সংখ্যা ১৩৷ আর একটা গোল হলেই তিনি মেসিকে ছুঁয়ে ফেলবেন৷ চ্যাম্পিয়নস লিগের ২০১১-১২ মরসুমে ১৪টি গোল করে রেকর্ড গড়েছিলেন মেসি৷

ক্রিস্টিয়ানো রোনাল্ডো...ছবি: DPA

লা লিগায় ৭০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষ রয়েছে রেয়াল৷ তার চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷ বার্সার অবস্থান তিন নম্বরে৷ কারণ কয়েকটি ম্যাচে হারের কারণে বার্সা রেয়ালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে৷

এই পরিস্থিতিতে রবিবার লিগের খেলায় বার্সার মুখোমুখি হবে রেয়াল৷ এছাড়া চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের যে ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার, সেখানেও রেয়ালের প্রতিপক্ষ হিসেবে উঠতে পারে বার্সার নাম৷ এর বাইরে, আগামী মাসে কিংস কাপের ফাইনালে মুখোমুখি হবে রেয়াল আর বার্সা৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ