বার্সেলোনায় শিশুদের নিরাপদে স্কুলে পাঠাতে অভিনব ব্যবস্থা
৪ মার্চ ২০২২
বড় শহরে পথেঘাটে শিশুদের বিপদ কম নয়৷ স্কুলের পথে দুর্ঘটনা এড়াতে বার্সেলোনা শহরে অভিনব এক উদ্যোগ জনপ্রিয় হচ্ছে৷ পৌর কর্তৃপক্ষও এক সার্বিক সমাধানসূত্রের লক্ষ্যে কাজ করছে৷
বিজ্ঞাপন
লিয়াম গ্রান্টের কাছে সকালটি স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ শুক্রবার স্কুলে যাবার সময়ে আর সাইকেলে মায়ের পেছনে বসতে হবে না৷ অন্য অনেক শিশুর মতো চার বছর বয়সি লিয়ামও ‘বিসিবাস’ ব্যবহার করতে পারবে৷ বার্সেলোনা শহরে ছোট শিশুদের স্কুলে যাবার এমন ব্যবস্থা করা হয়েছে৷ লিয়ামের মা সেলিয়া বলেন, যে শিশুরা এটা খুব ভালোবাসে৷ স্বাধীনতার অনুভূতি পায়৷ তাদের কাছে এটা নতুন অভিজ্ঞতা৷
এ যেন পথ চলতি পার্টি! গানবাজনা, শিশুদের জন্য হাততালি৷ গোটা পথটা তাদের নিজস্ব হয়ে যায়৷ হাজার হাজার গাড়ি না থাকায় তাদের ভয়ের কারণ দূর হয়৷ সেটা তাদের মোটেই পছন্দ নয়৷
প্রতি শুক্রবার এক ঘণ্টার জন্য স্কুলের এই পথ গাড়ির জন্য নিষিদ্ধ থাকে৷ ফলে শিশুরা বিনা বিপদে সাইকেল চালাতে পারে৷ পরিবর্তনকামী কিছু বাবা-মায়ের উদ্যোগেই ‘বিসিবাস’ প্রকল্প শুরু হয়েছে৷ রদরিগো গোমেস তাঁদেরই একজন৷ তিনি বলেন, ‘‘এই পথ এবং ভবিষ্যতে শহরের অন্যান্য সড়কে শান্তি আনাই হলো আইডিয়া৷ সাইকেলের জন্য আলাদা পথ আছে বটে৷ কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে সেই ট্র্যাকে একেবারে সোজা সাইকেল চালানো কঠিন৷ তাছাড়া সেই পথে অনেক স্কুটারও চলে, অনেকে বেশ দ্রুত গতিতে চালান৷ সেটা ছোটদের জন্য প্রায়ই বিপজ্জনক৷’’
শিশুদের স্কুল যাওয়া নিরাপদ করতে অভিনব উদ্যোগ
03:35
স্থানীয় জনপ্রতিনিধি পাউ গনাসলেস এই উদ্যোগে সহায়তা করছেন৷ তিনি ‘বিসিবাস’-এর আরও একটি রুটের ব্যবস্থা করেছেন৷ তিনি বলেন, ‘‘ছোট ছেলেমেয়েদের জন্য শহরে বৈরি পরিবেশ বিরাজ করছে৷ এভাবে সাইকেলে চড়ে শিশুদের স্কুলে যাবার জায়গা করছি৷’’
পরিবারগুলি পুলিশের সাহায্য ছাড়াই পথে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে তাঁর আশা৷ কার্বন নির্গমন কমাতে বাবা-মায়েরাও ভবিষ্যতে রাজপথে আরও কম গাড়ি দেখতে চান৷ তবে শিশুদের নিরাপত্তা তাঁদের কাছে বেশি জরুরি৷ বার্সেলোনা পৌর কর্তৃপক্ষ শহরে সাইকেলের পথ বাড়াচ্ছে ও উন্নত করছে৷ বায়ু দূষণ কমানো তাদের জন্যও জরুরি৷
তবে পৌর কর্তৃপক্ষকে সব পক্ষের স্বার্থের কথা ভাবতে হয়৷ পথচারী ও গাড়ি চালকদেরও উপেক্ষা করলে চলে না৷ বার্সেলোনার ডেপুটি মেয়র লাইয়া বোনেট বলেন, ‘‘বাসা থেকে স্কুলের পথে এখন পায়ে হেঁটে যেতে কোনো সমস্যা নেই৷ শিশুদের জন্য সাইকেলও একটি বিকল্প৷ সে কারণে আমরা স্কুলের আশেপাশের পরিবেশের উন্নতি করছি এবং সাইকেলের পথের সম্প্রসারণ করছি৷’’
আরও পরিবার-বান্ধব এবং প্রশস্ত সাইকেলের পথ তৈরি হচ্ছে বটে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে৷ বিসিবাস প্রকল্পের সহ উদ্যোক্তা রোসা সুরিনাচ বলেন, ‘‘পরিকল্পনা সঠিক দিশা নিলেও এবং পৌর কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও ফল পেতে বেশ সময় লাগছে৷’’
ততদিন পর্যন্ত সাইকেল পার্টি চলতে থাকবে৷ শুক্রবারের এই আয়োজনে শিশুদের সংখ্যাও বেড়ে চলেছে৷ ‘বিসিবাস’ সত্যি বেশ জনপ্রিয় হচ্ছে৷
নিকোল রিস/এসবি
২০১৯ সালের ছবিঘরটি দেখুন...
সাইকেল চালাতে গিয়ে মৃত্যু
পোল্যান্ডে রোড সাইক্লিংয়ে অংশ নিতে গিয়ে মারা গেছেন এক তরুণ সাইক্লিস্ট৷ এমন প্রতিযোগিতায় প্রতিযোগীর মৃত্যু নতুন কিছু নয়৷ মৃত্যুর মিছিল ইতিমধ্যে বেশ দীর্ঘ হয়েছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/dpa/S. Gruchalski
ঝুঁকিপূর্ণ খেলা
‘রোড সাইক্লিং’ শুনলে মনে হয় রাস্তা দিয়ে নিরাপদে সাইকেল চালানো৷ মোটেই তা নয়৷ উঁচু-নীচু, এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে চালাতে হয় সাইকেল৷ ফলে দুর্ঘটনা ঘটে অনেক৷ ১৮৯৪ সাল থেকে এ পর্যন্ত মোট কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে৷
ছবি: picture-alliance/Augenklick/Roth
স্ট্যান ওকার্স
বেলজিয়ামের এই সাইক্লিস্ট খ্যাতির শিখরে উঠেছিলেন ১৯৫৫ সালে৷ তার বয়স তখন ৩৫ বছর৷ সে বছর আরডেনেস ক্লাসিকস, লিগে বাস্তোনের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছিলেন৷ ঠিক পরের বছরই এন্টোয়ার্পে ট্র্যাক থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন৷ দুদিন পর হাসপাতালে মৃত্যু হয় তার৷
ছবি: picture-alliance/AP
ক্নুড এনেমার্ক জেনসেন
১৯৬০ সালে অলিম্পিক রোড রেসের সময় রোমে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ ডেনমার্কের ক্নুড এনেমার্ক জেনসেন হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাইকেল থেকে পড়ে যান৷ হাসপাতালে মৃত্যু হয় তারও৷
ছবি: picture-alliance/AP
জোয়াকিম আগোস্টিনো
পর্তুগালের জোয়াকিম আগোস্টিনোর মৃত্যুটা বেশ অস্বাভাবিক৷ ১৯৮৪ সালে আলগার্ভে ট্যুর চলার সময় হঠাৎ একটি কুকুর সামনে এসে পড়ে৷ গতি কমাতে না পারায় কুকুরে্র সঙ্গেই সংঘর্ষের ফলে পড়ে গিয়ে চোট পান মাথায়৷ আর সুস্থ হননি৷
ছবি: picture-alliance/dpa
ফাবিও কাসারটেলি
ইটালিয়ান সাইক্লিস্ট ফাবিও কাসারটেলিও ব্যথা পেয়েছিলেন মাথায়৷ ১৯৯৫ সালে টুর ডি ফ্রান্সে পাওয়া সেই ব্যথা আর বাঁচতে দেয়নি তাকে৷
ছবি: picture-alliance/Augenklick/Roth
আন্দ্রেই কিভিলেভ
পেশাদার সাইক্লিস্টদের সবাই হেলমেট পরা শুরু করেছেন কাজাখস্তানের আন্দ্রেই কিভিলেভের মৃত্যুর পর থেকে৷ ২০০৩ সালে প্যারিস-নিস রেস চলার সময পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি৷ চোট ভয়ানক হওয়ায় কোমায় চলে যা্ন৷ তাকেও আর বাঁচানো যায়নি৷ এরপরই কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহণের সময় হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়৷
ছবি: Getty Images/AFP/P. Kovarik
ভাউটার ভেলান্ডট
বেলজিয়ানের এই সাইক্লিস্ট গিরো ড’ইটালিয়ায় অংশ নেয়ার সময দেয়ালে ধাক্কা লেগে পড়ে যান৷ সেই আঘাতেই মৃত্যু৷
ছবি: picture-alliance/Augenklick/Roth
আন্টোনি ডেমোইটি
বেলজিয়ামের এই সাইক্লিস্ট পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০১৬ সালে্ সেই বছরই আরেক সাইক্লিস্টের সঙ্গে সংঘর্ষে পড়ে গিয়ে ব্যথা পান৷ মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু হয় তার৷
ছবি: picture-alliance/dpa/D.Waem
ডেভিড কানাডা
২০০৬ সারে একবার আহত হওযায শেষ হতে বসেছিল তার ক্যারিয়ার৷ ২০১৬ সালে অপেশাদারদের এক প্রতিযোগিতায় দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয স্পেনের এই সাইক্লিস্টের৷
ছবি: picture-alliance/dpa/O. Weiken
বিয়র্গ লাম্ব্রেশ্ট
মাত্র ২২ বছর বয়স ছিল তার৷ এ সপ্তাহে টুর ডি পোলনে আহত হলে হাসপাতালে নেয়া হয় তাকে৷ মারা যান সেখানেই৷