1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সেলোনায় শিশুদের নিরাপদে স্কুলে পাঠাতে অভিনব ব্যবস্থা

৪ মার্চ ২০২২

বড় শহরে পথেঘাটে শিশুদের বিপদ কম নয়৷ স্কুলের পথে দুর্ঘটনা এড়াতে বার্সেলোনা শহরে অভিনব এক উদ্যোগ জনপ্রিয় হচ্ছে৷ পৌর কর্তৃপক্ষও এক সার্বিক সমাধানসূত্রের লক্ষ্যে কাজ করছে৷

ছবি: DW

লিয়াম গ্রান্টের কাছে সকালটি স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ শুক্রবার স্কুলে যাবার সময়ে আর সাইকেলে মায়ের পেছনে বসতে হবে না৷ অন্য অনেক শিশুর মতো চার বছর বয়সি লিয়ামও ‘বিসিবাস’ ব্যবহার করতে পারবে৷ বার্সেলোনা শহরে ছোট শিশুদের স্কুলে যাবার এমন ব্যবস্থা করা হয়েছে৷ লিয়ামের মা সেলিয়া বলেন, যে শিশুরা এটা খুব ভালোবাসে৷ স্বাধীনতার অনুভূতি পায়৷ তাদের কাছে এটা নতুন অভিজ্ঞতা৷

এ যেন পথ চলতি পার্টি! গানবাজনা, শিশুদের জন্য হাততালি৷ গোটা পথটা তাদের নিজস্ব হয়ে যায়৷ হাজার হাজার গাড়ি না থাকায় তাদের ভয়ের কারণ দূর হয়৷ সেটা তাদের মোটেই পছন্দ নয়৷

প্রতি শুক্রবার এক ঘণ্টার জন্য স্কুলের এই পথ গাড়ির জন্য নিষিদ্ধ থাকে৷ ফলে শিশুরা বিনা বিপদে সাইকেল চালাতে পারে৷ পরিবর্তনকামী কিছু বাবা-মায়ের উদ্যোগেই ‘বিসিবাস’ প্রকল্প শুরু হয়েছে৷ রদরিগো গোমেস তাঁদেরই একজন৷ তিনি বলেন, ‘‘এই পথ এবং ভবিষ্যতে শহরের অন্যান্য সড়কে শান্তি আনাই হলো আইডিয়া৷ সাইকেলের জন্য আলাদা পথ আছে বটে৷ কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে সেই ট্র্যাকে একেবারে সোজা সাইকেল  চালানো কঠিন৷ তাছাড়া সেই পথে অনেক স্কুটারও চলে, অনেকে বেশ দ্রুত গতিতে চালান৷ সেটা ছোটদের জন্য প্রায়ই বিপজ্জনক৷’’

শিশুদের স্কুল যাওয়া নিরাপদ করতে অভিনব উদ্যোগ

03:35

This browser does not support the video element.

স্থানীয় জনপ্রতিনিধি পাউ গনাসলেস এই উদ্যোগে সহায়তা করছেন৷ তিনি ‘বিসিবাস’-এর আরও একটি রুটের ব্যবস্থা করেছেন৷ তিনি বলেন, ‘‘ছোট ছেলেমেয়েদের জন্য শহরে বৈরি পরিবেশ বিরাজ করছে৷ এভাবে সাইকেলে চড়ে শিশুদের স্কুলে যাবার জায়গা করছি৷’’

পরিবারগুলি পুলিশের সাহায্য ছাড়াই পথে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে তাঁর আশা৷ কার্বন নির্গমন কমাতে বাবা-মায়েরাও ভবিষ্যতে রাজপথে আরও কম গাড়ি দেখতে চান৷ তবে শিশুদের নিরাপত্তা তাঁদের কাছে বেশি জরুরি৷ বার্সেলোনা পৌর কর্তৃপক্ষ শহরে সাইকেলের পথ বাড়াচ্ছে ও উন্নত করছে৷ বায়ু দূষণ কমানো তাদের জন্যও জরুরি৷

তবে পৌর কর্তৃপক্ষকে সব পক্ষের স্বার্থের কথা ভাবতে হয়৷ পথচারী ও গাড়ি চালকদেরও উপেক্ষা করলে চলে না৷ বার্সেলোনার ডেপুটি মেয়র লাইয়া বোনেট বলেন, ‘‘বাসা থেকে স্কুলের পথে এখন পায়ে হেঁটে যেতে কোনো সমস্যা নেই৷ শিশুদের জন্য সাইকেলও একটি বিকল্প৷ সে কারণে আমরা স্কুলের আশেপাশের পরিবেশের উন্নতি করছি এবং সাইকেলের পথের সম্প্রসারণ করছি৷’’

আরও পরিবার-বান্ধব এবং প্রশস্ত সাইকেলের পথ তৈরি হচ্ছে বটে, কিন্তু একটা সমস্যা রয়ে গেছে৷ বিসিবাস প্রকল্পের সহ উদ্যোক্তা রোসা সুরিনাচ বলেন, ‘‘পরিকল্পনা সঠিক দিশা নিলেও এবং পৌর কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও ফল পেতে বেশ সময় লাগছে৷’’

ততদিন পর্যন্ত সাইকেল পার্টি চলতে থাকবে৷ শুক্রবারের এই আয়োজনে শিশুদের সংখ্যাও বেড়ে চলেছে৷ ‘বিসিবাস’ সত্যি বেশ জনপ্রিয় হচ্ছে৷

নিকোল রিস/এসবি

২০১৯ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ