1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালাক কবে পুরো ফর্মে ফিরবেন জানিনা: হাইনকেস

৭ সেপ্টেম্বর ২০১০

মিশায়েল বালাকের ‘ফর্ম’ নিয়ে লিভারকুজেন কোচ ইয়ুপ হাইনকেস খানিকটা হতাশার সুর শোনালেন৷ গোড়ালির চোট সেরে কবে যে বালাক পুরো ‘ফর্মে’ ফিরবে, তা জানেননা হাইনকেস৷

লিভারকুজেনের জার্সি গায়ে বালাকছবি: AP

এই চোটের কারণে বিশ্বকাপ খেলতে পারেননি বালাক৷ একই কারণে ইউরো ২০১২-র বাছাইপর্বের প্রথম দুই ম্যাচেও জার্মান দলে জায়গা হয়নি তাঁর৷ অবশ্য বালাককে ছাড়াই গত শুক্রবার ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে জয় পায় জার্মান তরুণরা৷ মঙ্গলবার কোলনে আজারবাইজানের বিরুদ্ধে খেলবে স্বাগতিকরা৷ সেখানেও দর্শক বালাক৷

জার্মান জাতীয় দলের কোচ কিন্তু জানিয়ে রেখেছেন, অধিনায়ক থাকছেন বালাকই৷ তবে, সে দায়িত্ব ফিরে পাবার আগে পুরোপুরি ফর্মে ফিরতে হবে তাঁকে৷ সমস্যা সেখানেই, গোড়ালির চোট কাটিয়ে বুন্ডেসলিগায় দুই ম্যাচ খেলেছেন বালাক৷ তাঁর খেলা দেখে ফুটবল বোদ্ধাদের মত, এখনো পুরোপুরি ফিট নন তিনি৷

বালাকের বর্তমান ক্লাব বেয়ার লিভারকুজেন কোচও আছেন এই বোদ্ধাদের দলে৷ রবিবার তিনি জানালেন, আমি ঠিক বলতে পারছিনা, কখন বালাক আমার দলের শক্তি হিসেবে দেখা দেবে৷

সংবাদমাধ্যমগুলো বেশ চাপে ফেলছে বালাককেছবি: AP

ফ্রাঙ্কফুর্ট আলগেমাইনে সাইটুংকে দেয়া সাক্ষাৎকারে হাইনকেস বলেন, প্রথমে বালাককে পুরোপুরি চোট কাটিয়ে উঠতে হবে, তারপর দেখা যাক কী হয়৷

এদিকে, এই মাসের শেষে ৩৪-এ পা দেবেন বালাক৷ একেতো বয়স বাড়ছে, অন্যদিকে গোড়ালির চোট, সঙ্গে জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে মানসিক যাতনা- সব মিলিয়ে বেশ দুঃসময় অতিবাহিত করছেন মধ্যমাঠের এই তারকা৷ বুন্ডেসলিগায় প্রথম দুই ম্যাচেও তাঁকে জ্বলে উঠতে দেখা যায়নি৷ বরং বালাক দলে থাকা সত্ত্বেও মোয়েনশেনগ্লাডবাখের কাছে ছয় গোল খেয়েছে লিভারকুজেন৷

সর্বশেষ গুঞ্জন হচ্ছে, জাতীয় দল থেকে অবসর নিতে পারেন বালাক৷ সোমবার তিনি নীরবে ঘুরেও এসেছেন জাতীয় দলের শিবির থেকে৷ দেখা করেছেন কোচ ইওয়াখিম ল্যোভের সঙ্গে৷ আর তারপরই ল্যোভের মন্তব্য, আমি আশা করছি বালাক অবসরে যাবেনা৷ কেন সে এটা করবে?

উল্লেখ্য, আগামী মাসে ইউরো ২০১২ বাছাইপর্বের আরো দুই ম্যাচ খেলবে জার্মান জাতীয় দল৷ সেখানে অধিনায়ক বালাককে মাঠে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ