1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে

৫ মার্চ ২০২৩

তিন ঘণ্টা চেষ্টার পর কক্সবাজারের উখিয়ায় বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷

এই আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
এই আগুনে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ছবি: Mahmud Hossain Opu/AP/picture alliance

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে লাগা আগুন বিকেল সোয়া ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে৷ তাদের সাতটি ইউনিট কাজ করেছে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, অগ্নিকাণ্ডে রোহিঙ্গা শিবিরের কী সংখ্যক বসতঘর পুড়েছে তার কোনো হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি৷

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে৷ মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বসতঘরে ছড়িয়ে যায়

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আগুন একসময় আশপাশের ১০ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও ছড়িয়ে পড়ে৷

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, স্বেচ্ছাসেবীরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন৷ এ আগুনে অন্তত ৫০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম৷

তবে প্রথম আলো জানিয়েছে, পুড়ে যাওয়া ঘরবাড়ির মধ্যে অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র, রোহিঙ্গা শিশুদের পাঠদানের লার্নিং সেন্টার ও ত্রাণ বিতরণ কেন্দ্র রয়েছে৷

আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ৷ তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কামিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, এ ঘটনায় ১৪-১৫ বছর বয়সি এক রোহিঙ্গা কিশোরকে দেশলাইসহ আটক করা হয়েছে৷ এই কিশোরকে ঘরে আগুন দিতে দেখেছেন অনেকে৷ তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে জানা যাবে, এটি পরিকল্পিত বা নাশকতামূলক অগ্নিকাণ্ড কি না

২০২২ সালের ছবিঘর

এডিকে/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ