1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: বাংলাদেশের বালুচিস্তান বিষয়ক নীতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ আগস্ট ২০১৬

ভারত সফরে হাসানুল হক ইনু বলেছেন, ‘‘বাংলাদেশ শিগগিরই আনুষ্ঠানিকভাবে বালুচিস্তান বিষয়ক নীতি ঘোষণা করবে৷'' পাকিস্তানের বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাদৃশ্য রয়েছে বলেও মন্তব্য তাঁর৷

Pakistan Quetta Sekte Gewalt
ফাইল ছবিছবি: DW/A. Ghani Kakar

এ মুহূর্তে ভারত সফরে রয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ সেখানে এক সাক্ষাৎকারে করা তাঁর বালুচিস্তান বিষয়ক মন্তব্য ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে৷ তবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন এটি নিছক তথ্যমন্ত্রীর ব্যক্তিগত মত৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত এটা তথ্যমন্ত্রীর ব্যক্তিগত মত বলেই মনে হচ্ছে৷ আর বাংলাদশের অবস্থান জানানোর জন্য তিনি সঠিক ব্যক্তি নন৷''

বুধবার ভারতের সংবাদ মাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী বালুচিস্তান ইস্যু নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘‘ঐতিহাসিকভাবে জাতিসত্তার আন্দোলনের প্রতি পাকিস্তানের অতীত রেকর্ড ভালো নয়৷ তাদের সেনা ব্যবস্থাপনা ক্রমাগত বিভিন্ন জাতিসত্তার ওপর আক্রমণ করেছে৷ তারা ১৯৭১ থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং একই নীতি অনুসরন করে বালুচদের ওপর জাতিগত নিপীড়ন চালিয়ে যাচ্ছে৷''

Imtiaz Ahmed

This browser does not support the audio element.

বালুচিস্তানের আন্দোলনকে বাংলাদেশ সমর্থন করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সাংবিধানিকভাবে বাংলাদেশ জাতিসত্তার স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করতে বাধ্য৷ বালুচিস্তানের ক্ষেত্রেও আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমাদের নীতিগত অবস্থান ঘোষণা করব৷''

বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ১৯৭১ সালে বাংলাদেশের অবস্থার সাদৃশ্য রয়েছে বলেও তথ্যমন্ত্রী মনে করেন৷ তিনি বলেন, ‘‘পাকিস্তানি কর্তৃপক্ষ এবং সেনাবাহিনী অন্যান্য জাতিসত্তা এবং ধর্মীয় সম্প্রদায়ের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে৷ ১৯৭১ সালেও এমনটাই হয়েছিল, তখনও পাকিস্তান নৃশংসভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী সংগ্রামকে দমন করতে চেয়েছিল৷''

তবে অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন এসব বিষয়ে বাংলাদেশের হয়ে কথা বলার উপযুক্ত লোক হাসানুল হক ইনু নন৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, বাংলাদেশের তথ্যমন্ত্রী বালুচিস্তানের ব্যাপারে যে কথা বলেছেন তা ব্যক্তিত এবং রাজনৈতিক৷ এটা বাংলাদেশ সরকারের কথা এখন পর্যন্ত এটা আমার মনে হয় না৷ আর বাংলাদেশ সরকারের কোনো অবস্থান থাকলেও এটা বলার জন্য তিনি সঠিক লোক নন৷ এটা বলতে পারেন পররাষ্ট্রমন্ত্রী৷''

বালুচিস্তানের ব্যাপারে বাংলাদেশের কোনো স্পষ্ট অবস্থান আছে কিনা জানতে চাইলে অধ্যাপক ইমতিয়াজ বলেন ‘‘এখানে নানা হিসেব-নিকেশ আছে৷ যদি পাকিস্তানের বালুচিস্তানের প্রসঙ্গ আসে, তাহলে ভারতের কাশ্মির বা মনিপুরের প্রশ্নও আসবে৷ এই বিষয়গুলো বেশ স্পর্শকাতর৷''

বাংলাদেশের তথ্যমন্ত্রীর দিল্লির ‘স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন'-এর এক অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তৃতা দেয়ার কথা রয়েছে৷

এ সফরে হাসানুল হক ইনু ভারতের ক্যাবিনেট মন্ত্রীদের কয়েকজনের সঙ্গেও দেখা করবেন৷ দিল্লির রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ