সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিলে বাল্টিক অঞ্চলে রাশিয়া পরমাণু অস্ত্র মোতায়েন করবে বলে জানিয়ে দেওয়া হলো।
বিজ্ঞাপন
ফিনল্যান্ডের সঙ্গে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে রাশিয়ার। ফলে ফিনল্যান্ডের রাজনৈতিক কৌশল এবং কূটনীতি রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সেই ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্য হতে চেয়েছে। বিষয়টি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
সীমান্তবর্তী কোনো দেশকেই ন্যাটোর সদস্য হতে দিতে চায় না রাশিয়া। বাল্টিক অঞ্চলও রাশিয়ার কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্পূর্ণ জায়গা। সে কারণেই বাল্টিক সাগর অঞ্চলে শক্তিসাম্য বজায় রাখা হয়েছে। ওই অঞ্চলে কোনোরকম পরমাণু অস্ত্র মোতায়েন করে রাখা যাবে না বলে ইউরোপের সঙ্গে চুক্তিবদ্ধ রাশিয়া। রাশিয়া জানিয়েছে, ফিনল্যান্ড এবং সুইডেন যদি অ্যামেরিকার নেতৃত্বাধীন ন্যাটোতে যুক্ত হয়, তাহলে বাল্টিক সাগরে শক্তিসাম্যের নীতি তারা আর মানবে না। সেখানে পরমাণু অস্ত্র মজুত করতে তারা বাধ্য হবে।
বিভিন্ন দেশের অর্থনীতিতে ইউক্রেনে রুশ হামলার প্রভাব
ইউক্রেনে রাশিয়ার হামলার পর বেশিরভাগ দেশে খাবার এবং ভোজ্য তেলের দাম বেড়েছে৷ বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে অনেক দেশে৷ একটা হামলা সারা বিশ্বের অর্থনীতিতে কীভাবে প্রভাব বিস্তার করছে, দেখুন ছবিঘরে৷
ছবি: Dong Jianghui/dpa/XinHua/picture alliance
জিনিসপত্রের দাম মারাত্মক বেশি
রুশ হামলার ফলে জার্মানির মানুষরা খুব ভুগছেন৷ জিনিসপত্রের দাম আচমকা অনেকটা বেড়ে গেছে৷ ১৯৮১ সালের পর চলতি বছরের মার্চে এত বেশি পরিমাণে মূল্যবৃদ্ধির সাক্ষী রইলো জার্মানি৷ দেশটি এখনো রাশিয়ার গ্যাস এবং তেলের উপর অনেকটাই নির্ভরশীল৷
ছবি: Moritz Frankenberg/dpa/picture alliance
প্রভাব পড়েছে সুদূর কেনিয়ায়
নাইরোবির একটি পেট্রল পাম্পের ছবি৷ সারি বেঁধে গাড়ি দাঁড়িয়ে রয়েছে৷ জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে সারা বিশ্বজুড়ে৷ খাবারের দাম বেড়েছে, খাবারের জোগানও কমেছে৷ কেনিয়ায় জাতিসংঘের দূত মার্টিন কিমানি নিরাপত্তা পরিষদের বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
ছবি: SIMON MAINA/AFP via Getty Images
তুরস্কে কে সরবরাহ করবে?
বিশ্বে বৃহত্তম গম উৎপাদনকারী দেশ রাশিয়া৷ রাশিয়া থেকে আমদানি নিষিদ্ধ করায় অনেক দেশে রুটির দাম বেড়ে গেছে৷ তুরস্কে সরবরাহে ঘাটতি দেখা গিয়েছে৷ ইউক্রেন সারা বিশ্বে প্রথম পাঁচটি গম উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে, কিন্তু যুদ্ধের ফলে কৃষ্ণসাগর সংলগ্ন বন্দর দিয়ে শস্য আমদানি করা তাদের পক্ষে প্রায় অসম্ভব৷
ছবি: Burak Kara/Getty Images
ইরাকে বাড়ছে দাম
ছবিতে দেখা যাচ্ছে, বাগদাদের জামিলা মার্কেটে এক কর্মী বস্তা বস্তা আটা সাজিয়ে রাখছেন৷ ইউক্রেনে রুশ হামলার পর ইরাকের বাজারে গমের দাম আকাশছোঁয়া৷ সারা পৃথিবীর গম ব্যবসার প্রায় ৩০ শতাংশই রাশিয়া এবং ইউক্রেনের দখলে৷ ইরাক এই যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে৷ তবে পুটিনের সমর্থনে পোস্টারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যুদ্ধের প্রভাবে জ্বালানি এবং বিদ্যুতের দামেও প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে৷
ছবি: Ameer Al Mohammedaw/dpa/picture alliance
লিমায় প্রতিবাদ
সম্প্রতি পেরুর রাজধানী লিমায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়েছে৷ খাবারের দাম বৃদ্ধির কারণে বিক্ষোভ দেখান তারা৷ ইউক্রেনে রাশিয়ার হামলার পরই খাবারের দাম অনেকটা বেড়ে গিয়েছে৷
ছবি: ERNESTO BENAVIDES/AFP via Getty Images
শ্রীলঙ্কায় জরুরি অবস্থা
চরম অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা৷ দুই সপ্তাহের ব্যবধানে পেট্রোল, ডিজেলের মূল্য ২৫ শতাংশ বেড়ে যায় দেশটিতে৷ বিদ্যুৎ সরবরাহে ঘাটতি, হাসপাতালে অপ্রতুল ওষুধ– সবমিলিয়ে রাজধানী কলম্বোয় রাষ্ট্রপতির দপ্তরের সামনে প্রতিবাদে অংশ নেন অসংখ্য মানুষ৷ জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট৷ এই পরিস্থিতিতে ভারত ও চীনের কাছে আর্থিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা৷
ছবি: Pradeep Dambarage/Zumapress/picture alliance
প্রভাব পড়েছে স্কটল্যান্ডেও
যুদ্ধের ফলে খাবার এবং তেলের দাম বেড়েছে স্কটল্যান্ডেও৷ ব্রিটেনজুড়েও শ্রমিক সংগঠনগুলি দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে৷ ব্রেক্সিটের ফলে এমনিতেই ব্রিটেনে থাকা-খাওয়ার খরচ অনেকটা বেড়ে গিয়েছিল৷ ইউক্রেনে রুশ হামলার ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে৷
ছবি: Jeff J Mitchell/Getty Images
মাছের দাম কেমন?
নিজেদের জাতীয় খাবার নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছে যুক্তরাজ্য৷ পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৩৮ কোটি ‘ফিস অ্যান্ড চিপস’ খায় ব্রিটিশরা৷ কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের এই টালমাটাল পরিস্থিতির ফলে জোগানে টান পড়েছে৷ কঠোর নিষেধাজ্ঞার ফলে রাশিয়া থেকে মাছ, ভোজ্য তেল, জ্বালানি ইত্যাদি আসছে না, ফলে সবকিছুর দামই বাড়ছে৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ৷এখন তা আরো বেড়েছে৷
ছবি: ADRIAN DENNIS/AFP via Getty Images
নাইজেরিয়ার পরিস্থিতি
নাইজেরিয়ার ইফাবো এলাকার একজন বিক্রেতা বস্তায় আটা ভরছেন৷ দীর্ঘদিন ধরে আমদানি করা খাদ্যের উপর নির্ভরতা কমাতে চাইছে আফ্রিকার দেশটি৷ অন্য ক্ষেত্রেও অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নেয়া হচ্ছে৷ ইউক্রেন রুশ যুদ্ধের ফলে কি নাইজেরিয়ার সুবিধা হবে? নাইজেরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি সম্প্রতি দেশের সবচেয়ে বড় সার কারখানা খুলেছেন৷ তিনি প্রচুর ক্রেতা পাবেন বলেই মনে করছেন৷
ছবি: PIUS UTOMI EKPEI/AFP via Getty Images
9 ছবি1 | 9
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের অত্যন্ত ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ এ কথা জানিয়েছেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টও ছিলেন তিনি।
মেদভেদেভের বক্তব্য, পশ্চিমা দেশগুলি ইউক্রেন সংকট তৈরি করেছে। এখন তারা রাশিয়ার সীমান্তে অন্য দেশগুলিতেও উত্তেজনা তৈরি করতে চাইছে। ফিনল্যান্ড বা সুইডেন ন্যাটোর সদস্য হলে পশ্চিমা বাহিনী রাশিয়ার সীমান্তে পৌঁছে যাবে। রাশিয়া কখনোই তা হতে দিতে পারবে না। সেক্ষেত্রে তাদের বাল্টিক অঞ্চলে পরমাণু ্স্ত্র মজুত করতেই হবে।
রাশিয়া কি পশ্চিম সীমান্তে সেনা এবং অস্ত্রের সংখ্যা আগের চেয়ে বাড়িছে? রাশিয়া প্রশাসনের মুখপাত্রকে একথা জিজ্ঞেস করেছিল সংবাদমাধ্যম। তিনি জানিয়েছেন, পুটিন পশ্চিম সীমান্তে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু সেখানে পরমাণু অস্ত্র মজুত করা হয়েছে কি না, সে কথা স্পষ্ট করে তিনি জানাননি।
বিশেষজ্ঞদের বক্তব্য, ইউক্রেনের ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে বরাবরই আপত্তি ছিল রাশিয়ার। যে কারণে ফিনল্যান্ডকে রাশিয়া ন্যাটোর সদস্য হতে দিতে চায় না, ইউক্রেনকেও ঠিক সে কারণেই তারা ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না। বর্তমান পরিস্থিতির জন্য এই বিষয়টি অন্যতম। ফলে আজ ইউক্রেনকে কেন্দ্র করে যা হচ্ছে, ভবিষ্যতে ফিনল্যান্ড সুইডেনকে ঘিরেও তেমনই সংকট তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।