1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করা ভাইরাল ভিডিও

২২ নভেম্বর ২০১৮

কিডস রাইটস ফাউন্ডেশন ২০১৮ সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের চূড়ান্ত তালিকায় ছিলেন বাংলাদেশের মনি বেগম, যিনি বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করছেন৷ বিজয়ী না হলেও মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি৷

Bangladesch Kinderheirat
ছবি: Getty Images/A. Joyce

২০ নভেম্বর কিডস রাইট ফাউন্ডেশন এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করেন৷ সেখানে প্রথম তিনজনের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৭ বছরের বাংলাদেশি মনি বেগম৷ তিনি বাল্যবিবাহের হাত থেকে ২০০ টিরও বেশি মেয়েকে উদ্ধার করেছেন৷ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রামে তাঁর বসবাস৷

 

তাঁর বয়স যখন ১২ বছর তখন বড় বোনকে স্বামীর হাতে নির্যাতিত হতে দেখেছিলেন তিনি৷ তাঁর বোনের বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে৷ ঠিক সেসময় তাঁর এক বান্ধবীর বিয়ে ঠিক হয়, যা তিনি আটকে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন৷ কিন্তু সেই ব্যর্থতা তাঁকে আরও সাহসী করে তোলে৷ ২০১৪ সালে তিনি বাল্যবিবাহ বন্ধে একটি ক্লাব গঠন করেন৷ আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের উৎসাহ ও সাহস দিতে শুরু করেন, যাতে তারা নিজেরাই প্রতিবাদ শুরু করে৷ বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৭০৷

১৬ নভেম্বর কিডস রাইটস তাদের পাতায় মনি বেগমের ভিডিও পোস্ট করে৷ এখন পর্যন্ত প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে এটি৷ ৩১৯ বার শেয়ার হয়েছে৷ সবাই মনি বেগমকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ