নেপালে বাল্যবিবাহের হার দেখে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ মানবাধিকার সংস্থাটি মনে করে, বাল্যবিবাহ রোধ করার জন্য সে দেশে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না, অনেক ক্ষেত্রে বরং এমন বিয়ে সরকারিভাবে নথিভুক্ত হচ্ছে৷
বিজ্ঞাপন
নেপালে ১৯৬৩ সাল থেকেই বাল্যবিবাহ আইনত দণ্ডনীয়৷ কিন্তু আইন করে গত ৫৩ বছরে বাল্যবিবাহ কমানো তো যায়ইনি, বরং এ ধরনের আইনবহির্ভূত বিয়ে বৃদ্ধির হার মানবাধিকার সংস্থাগুলোকে শঙ্কিত করছে৷ দক্ষিণ এশিয়ার এই দেশটির শতকরা ১৮ ভাগ মেয়েরই বয়স ১৮ হবার আগে বিয়ে হয়ে যায়৷
সম্প্রতি ‘আওয়ার টাইম টু সিং অ্যান্ড প্লে' শিরোনামে ‘হিমালয়ের দেশ' নেপালের শৈশবেই বিয়ে হয়ে যাওয়া শতাধিক মেয়ের সাক্ষাৎকারভিত্তিক এক প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ প্রতিবেদনে বলা হয়, সরকারের যথেষ্ট উদ্যোগের অভাব এবং সাম্প্রতিক ভূমিকম্পের কারণে দেশটিতে বাল্যবিবাহ বাড়ছে৷
নেপাল সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, নির্ধারিত বয়সের আগে কেউ যাতে বিয়ে না করে, তা নিশ্চিত করতে যথেষ্ট কড়াকড়ি আরোপ করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে৷ নারী, শিশু ও সমাজকল্যাণ অধিদপ্তরের ড. কিরন রূপাখেতি বলেন, ‘‘এই প্রথমবারের মতো সাংবিধানিকভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়েছে৷''
সম্প্রতি প্রণয়ন করা এক আইনে বলা হয়েছে, কোনো নারী বা পুরুষ বয়স আঠারো হওয়ার আগে বিয়ে করলে সেই বিয়ে অবৈধ বলে গণ্য হবে৷ এমন বিয়ের শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার নেপালি টাকা জরিমানা৷
Child marriages: A Nepalese drama
01:41
কিন্তু নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নেপালে বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রণয়ন করা হলেও তার চর্চা হয়না, বরং, এমন বিয়েকে ‘সামাজিক বাস্তবতা' মেনে সরকারিভাবে তা নথিভুক্তও করা হয়৷ একই কারণে পুলিশও এমন বিয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়না৷ তাই নেপালে বাল্যবিবাহ কমছে না৷
এসিবি/এসবি (এএফপি, এপি)
আপনার কী মনে হয়? কেন বাল্যবিবাহ কমাতে পারছে না নেপাল? লিখুন নীচের ঘরে৷
বাংলাদেশে বাল্যবিবাহের যে ছবি আলোড়ন তুলেছে
বাংলাদেশে বাল্যবিবাহ এখনো এক বড় সমস্যা৷ দেশটিতে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে আঠারো বছর বয়স পার হওয়ার আগেই৷ বার্তা সংস্থা গ্যাটি ইমেজেস-এর এক ফটোগ্রাফার তাঁর ক্যামেরায় ধারণ করছেন এমনই একটি বাল্যবিবাহের কিছু ছবি৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের বিয়ে
নওশিন আক্তারের বয়স ১৫ বছর৷ বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে৷ বিয়ের দিনও সে ছুটে বেড়াচ্ছিল পড়শিদের বাড়ি বাড়ি৷ সেখান থেকেই ধরে এনে বিয়ের পিড়িতে বসানো হয় তাকে৷ তার বিয়ের, আইনি দৃষ্টিতে যা অবৈধ, কিছু ছবি থাকলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/A. Joyce
বিয়ে বাড়িতে উৎসব
আগস্টের ২০ তারিখে বিয়ে হয় নওশিনের৷ নিজে বিয়ের অর্থ সে তেমন না বুঝলেও, পাড়াপড়শির এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না৷ বিয়ের দিন উৎসবের এই ছবি জানান দিচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়স নিয়ে তাঁদের কোনো ভাবনা নেই৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের গোসল
বিয়ের দিন প্রকাশ্যেই গোসল করানো হয় নওশিন আক্তারকে৷ বাল্যবিবাহের জন্য তাকে প্রস্তুত করার অংশ এই গোসল৷ অনেকের সঙ্গে এএফপি-র আলোকচিত্রিও দেখেছেন সেই আচার৷
ছবি: Getty Images/A. Joyce
বিউটি পার্লারে নওশিন
বিয়ের জন্য সাজাতে নওশিনকে নেয়া হয়েছে বিউটি পার্লারে৷ বাংলাদেশের আনাচেকানাচে এ রকম পার্লারের সংখ্যা অনেক৷ ছবিতে কাপড় পরার সময় অপর এক নারীকে দেখছে নওশিন৷
ছবি: Getty Images/A. Joyce
কনের মেকআপ
বিয়ের সাজে সাজানো হচ্ছে নওশিনকে৷ বাংলাদেশে কনেকে বেশ রংচংয়ে মেকআপে সাজানো হয়৷ অনেক সময় চেহারার রং ফর্সা করার চেষ্টা করা হয় জোর করে, যা অনেকসময় দেখতে কিছুটা দৃষ্টিকটু হলেও ঐতিহাসিকভাবে চলে আসছে৷
ছবি: Getty Images/A. Joyce
গহনা ছাড়া কি বিয়ে হয়?
কনে নওশিনকে গহনা পড়িয়ে দিচ্ছেন তার আত্মীয়রা৷ বাংলাদেশে বিয়েতে সোনার গহনা এক অপরিহার্য উপাদান৷ কনের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, সোনাদানা ছাড়া বিয়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে একরকম ভাবাই যায় না৷
ছবি: Getty Images/A. Joyce
জোর করে বিছানায় নেয়া হচ্ছে নওশিনকে
নওশিনকে তার এক আত্মীয় জোর করে টেনে নিয়ে যাচ্ছেন একটি বিছানায়, যেখানে তার ছবি তোলা হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ভিডিও-র জন্য ‘পোজ’
ভিডিও-র জন্য পোজ দিচ্ছে নওশিন আক্তার৷ তার বিয়ের মুহূর্তগুলো এভাবেই ক্যামেরাবন্দি করেছেন ভাড়া করা আলোকচিত্রিরা৷
ছবি: Getty Images/A. Joyce
৩২ বছর বয়সি বর
নওশিনের বরের নাম মোহাম্মদ হাসামুর রহমান, বয়স ৩২ বছর৷ বিয়ের সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন রহমান৷ এএফপি-র একজন বিদেশি আলোকচিত্রি সেই বিয়েতে উপস্থিত হতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি গিয়ে বিয়েটি বন্ধ করতে৷
ছবি: Getty Images/A. Joyce
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নওশিন
বিয়ে শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে ১৫ বছর বয়সি নওশিন৷ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তুলে দিচ্ছেন৷ বাংলাদেশে বাল্যবিবাহের এ সব ছবি গোটা বিশ্বের আলোড়ন তুলেছে৷