ইউএনডিপি-র মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একধাপ এগোলেও, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় এ অবস্থান এখনো বেশ নীচে৷ জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ে এ বিষয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ড. সেলিম জাহান৷
বিজ্ঞাপন
নিউ ইয়র্কে জাতিসংঘের ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান৷ সম্প্রতি প্রকাশিত মানব উন্নয়ন সূচক ২০১৬-র নানাদিক তুলে ধরতে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন৷ মঙ্গলবার জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ে ডয়চে ভেলের মুখোমুখি হন তিনি৷
ইউএনডিপি-র মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৬-তে বাংলাদেশের অবস্থান একধাপ এগিয়েছে৷ বর্তমানে দেশটির অবস্থান ১৩৯তম৷ ১৮৮টি দেশকে অন্তর্ভুক্ত করে তৈরি এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে রয়েছে৷ বিশেষ করে শ্রীলঙ্কার অবস্থান এক্ষেত্রে ৭৭তম৷ এই বিষয়ে জাহান বলেন, ‘‘শ্রীলঙ্কা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে সেই ষাটের দশক থেকেই এগিয়ে ছিল৷ আর বাংলাদেশের মাথাপিছু আয় ভারত এবং পাকিস্তানের চেয়ে কম৷''
ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বাল্যবিবাহের বিষয়টিও আলোচনাতে আসে৷ বাংলাদেশ সম্প্রতি বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ রোধ আইন পাশ করা হয়েছে, যেখানে পরিবারের সম্মতি থাকলে এবং আদালত অনুমতি দিলে ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ে দেওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে ধর্ষণের শিকার মেয়েদের ধর্ষকের সঙ্গে বিয়েরও নিয়ম রয়েছে৷ এ প্রসঙ্গে জানতে চাইলে আইনি দিকে না গিয়ে বিষয়টির মানবিক দিক তুলে ধরেন ড. সেলিম জাহান৷ তিনি বলেন, ‘‘বাল্যবিবাহে একজন নারীর স্বাস্থ্যের বিঘ্ন ঘটতে পারে৷ তাঁর সম্ভাবনা নানা ভাবে নষ্ট হয়৷ এ রকম বিয়ের শিকার মেয়েটি হয়ত স্কুল-কলেজে শিক্ষা লাভ করলে পরবর্তী জীবনে তার যে সম্ভাবনা ছিল তার সম্পূর্ণ বিকাশ ঘটাতে পারতো৷''
‘‘এখন তার আগেই যদি তাকে সন্তানের জননী হতে হয়, সন্তান ধারন করতে হয়, তাহলে মানব উন্নয়নের পথে সেই নারীর জন্য এটি একটি প্রতিবন্ধকতা'', বলেন তিনি৷
বাংলাদেশে বাল্যবিবাহের যে ছবি আলোড়ন তুলেছে
বাংলাদেশে বাল্যবিবাহ এখনো এক বড় সমস্যা৷ দেশটিতে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে আঠারো বছর বয়স পার হওয়ার আগেই৷ বার্তা সংস্থা গ্যাটি ইমেজেস-এর এক ফটোগ্রাফার তাঁর ক্যামেরায় ধারণ করছেন এমনই একটি বাল্যবিবাহের কিছু ছবি৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের বিয়ে
নওশিন আক্তারের বয়স ১৫ বছর৷ বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে৷ বিয়ের দিনও সে ছুটে বেড়াচ্ছিল পড়শিদের বাড়ি বাড়ি৷ সেখান থেকেই ধরে এনে বিয়ের পিড়িতে বসানো হয় তাকে৷ তার বিয়ের, আইনি দৃষ্টিতে যা অবৈধ, কিছু ছবি থাকলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/A. Joyce
বিয়ে বাড়িতে উৎসব
আগস্টের ২০ তারিখে বিয়ে হয় নওশিনের৷ নিজে বিয়ের অর্থ সে তেমন না বুঝলেও, পাড়াপড়শির এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না৷ বিয়ের দিন উৎসবের এই ছবি জানান দিচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়স নিয়ে তাঁদের কোনো ভাবনা নেই৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের গোসল
বিয়ের দিন প্রকাশ্যেই গোসল করানো হয় নওশিন আক্তারকে৷ বাল্যবিবাহের জন্য তাকে প্রস্তুত করার অংশ এই গোসল৷ অনেকের সঙ্গে এএফপি-র আলোকচিত্রিও দেখেছেন সেই আচার৷
ছবি: Getty Images/A. Joyce
বিউটি পার্লারে নওশিন
বিয়ের জন্য সাজাতে নওশিনকে নেয়া হয়েছে বিউটি পার্লারে৷ বাংলাদেশের আনাচেকানাচে এ রকম পার্লারের সংখ্যা অনেক৷ ছবিতে কাপড় পরার সময় অপর এক নারীকে দেখছে নওশিন৷
ছবি: Getty Images/A. Joyce
কনের মেকআপ
বিয়ের সাজে সাজানো হচ্ছে নওশিনকে৷ বাংলাদেশে কনেকে বেশ রংচংয়ে মেকআপে সাজানো হয়৷ অনেক সময় চেহারার রং ফর্সা করার চেষ্টা করা হয় জোর করে, যা অনেকসময় দেখতে কিছুটা দৃষ্টিকটু হলেও ঐতিহাসিকভাবে চলে আসছে৷
ছবি: Getty Images/A. Joyce
গহনা ছাড়া কি বিয়ে হয়?
কনে নওশিনকে গহনা পড়িয়ে দিচ্ছেন তার আত্মীয়রা৷ বাংলাদেশে বিয়েতে সোনার গহনা এক অপরিহার্য উপাদান৷ কনের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, সোনাদানা ছাড়া বিয়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে একরকম ভাবাই যায় না৷
ছবি: Getty Images/A. Joyce
জোর করে বিছানায় নেয়া হচ্ছে নওশিনকে
নওশিনকে তার এক আত্মীয় জোর করে টেনে নিয়ে যাচ্ছেন একটি বিছানায়, যেখানে তার ছবি তোলা হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ভিডিও-র জন্য ‘পোজ’
ভিডিও-র জন্য পোজ দিচ্ছে নওশিন আক্তার৷ তার বিয়ের মুহূর্তগুলো এভাবেই ক্যামেরাবন্দি করেছেন ভাড়া করা আলোকচিত্রিরা৷
ছবি: Getty Images/A. Joyce
৩২ বছর বয়সি বর
নওশিনের বরের নাম মোহাম্মদ হাসামুর রহমান, বয়স ৩২ বছর৷ বিয়ের সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন রহমান৷ এএফপি-র একজন বিদেশি আলোকচিত্রি সেই বিয়েতে উপস্থিত হতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি গিয়ে বিয়েটি বন্ধ করতে৷
ছবি: Getty Images/A. Joyce
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নওশিন
বিয়ে শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে ১৫ বছর বয়সি নওশিন৷ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তুলে দিচ্ছেন৷ বাংলাদেশে বাল্যবিবাহের এ সব ছবি গোটা বিশ্বের আলোড়ন তুলেছে৷
ছবি: Getty Images/A. Joyce
10 ছবি1 | 10
বাংলাদেশে শিক্ষার মান নিয়ে দেশটির ৮৫ শতাংশ মানুষ সন্তুষ্ট বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে যদিও পরীক্ষানির্ভর শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা রয়েছে৷ এই প্রসঙ্গে জাহান বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের বিদ্যালয় নয়৷ এটা হচ্ছে এমন একটা বিদ্যালয় বা জায়গা যেখানে আপনার মনন, আপনার মানসের প্রসারণ ঘটবে৷ এবং একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে৷ এবং বিশ্বের একজন নাগরিক হিসেবে আপনি কী করতে পারেন, সেটা নিয়ে চিন্তাভাবনা করবেন৷''
‘‘সেই অর্থে আমি মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থায় সেরকম একটি দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যেখানে আমরা নিজেদের খুব সীমাবদ্ধভাবে দেখবো না, আমরা বিশ্বের নাগরিক হিসেবে দেখবো'', বলেন তিনি৷
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হয়৷ সেসময় দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন সেলিম জাহান৷ পুরো সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন এখানেআর নীচে লিখে জানান আপনার মতামত৷