বাদানুবাদ নয়, হাতাহাতি নয়, কেবল হাতে তালির মতো সাধারণ একটা কাজের সম্মিলিত আওয়াজ হয়ে উঠে পারে প্রতিবাদের ভাষা৷ প্রত্যেকের সচেতন প্রতিবাদ রুখে দিতে পারে বাল্যবিয়ের মতো সামাজিক এক রোগ৷
বিজ্ঞাপন
বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তোলো তালে তালে, এ শ্লোগান নিয়ে ইউনিসেফ বাংলাদেশ বাল্যবিয়ে রুখতে ইংরেজিতে #রেইজদ্যবিট৪ইসিএম নামে একটি হ্যাশট্যাগ ক্যাম্পেন চালু করেছে৷ এর আওতায় ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে৷
এর মধ্যে একটিতে দেখা যায়, মাথা নীচু করে বসে আছে কনে৷ কাজী সাহেব ঠোঁটে লেগে থাকা পানের পিক মুছতে মুছতে জানতে চাইছেন, পাত্রীর বয়স কত? বাবা কাঁচুমাচু হয়ে বলছেন, আঠারোই লেখেন৷ তবে মেয়ের বয়স নিয়ে কাজীর মনে সংশয় জাগে আর তারপর তিনি উঠে দাঁড়িয়ে তালি দিতে শুরু করেন৷ পরে তার সঙ্গে যোগ হয় আরো অনেকের প্রতিবাদ৷ গত ৮ অক্টোবর ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করা হয়৷ এরই মধ্যে ভিডিওটি শেয়ার হয়েছে ৩,৬৬৩ বার, দেখা হয়েছে প্রায় ৭ লাখ ২৪ হাজার বার৷ ইউনিসেফ বাংলাদেশের এই ক্যাম্পেনকে স্বাগত জানিয়ে এসেছে অসংখ্য কমেন্ট৷ অনেকে তুলে ধরেছেন, আইনের নানা ফাঁকফোকরের কথাও৷ সাইফুল ইসলাম সাইফ লিখেছেন, ‘‘জন্মনিবন্ধন তো ১০০ টাকা দিলেই পাওয়া যায়৷ জন্মনিবন্ধন প্রক্রিয়াটি আরো কঠিন এবং আধুনিক করতে হবে৷ ফরমে বাবা মা উভয়ের এনআইডি নম্বর থাকতে হবে৷'' আশিকুর রহমান শুভ লিখেছেন, ‘‘সরকারের উচিত ৫ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত সকল বাংলা বইয়ে ‘বাল্যবিবাহের কুফল' নামে কিছু গল্প লেখা, যাতে করে ছেলেমেয়েরা ছোট্টবেলা থেকে বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতন হতে পারে৷'' অবশ্য অনেকে মতামত দিয়েছেন, বিয়ের বয়স নিয়ে মাথা না ঘামিয়ে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেয়া উচিত৷
বাল্যবিয়ে রুখতে একটি হেল্পলাইনে (১০৯) কল দিয়ে তথ্য দিতে বিজ্ঞাপনে বলা হয়েছে৷ জিয়াউল হক লিখেছেন, ‘‘আজাইরা, ১০৯-এ কল দিলে কিছুই হয়না৷ খালি খালি বিজ্ঞাপন৷''
বাংলাদেশে বাল্যবিবাহের যে ছবি আলোড়ন তুলেছে
বাংলাদেশে বাল্যবিবাহ এখনো এক বড় সমস্যা৷ দেশটিতে ৬৫ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে আঠারো বছর বয়স পার হওয়ার আগেই৷ বার্তা সংস্থা গ্যাটি ইমেজেস-এর এক ফটোগ্রাফার তাঁর ক্যামেরায় ধারণ করছেন এমনই একটি বাল্যবিবাহের কিছু ছবি৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের বিয়ে
নওশিন আক্তারের বয়স ১৫ বছর৷ বাবার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জে৷ বিয়ের দিনও সে ছুটে বেড়াচ্ছিল পড়শিদের বাড়ি বাড়ি৷ সেখান থেকেই ধরে এনে বিয়ের পিড়িতে বসানো হয় তাকে৷ তার বিয়ের, আইনি দৃষ্টিতে যা অবৈধ, কিছু ছবি থাকলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/A. Joyce
বিয়ে বাড়িতে উৎসব
আগস্টের ২০ তারিখে বিয়ে হয় নওশিনের৷ নিজে বিয়ের অর্থ সে তেমন না বুঝলেও, পাড়াপড়শির এই বিয়ে নিয়ে আগ্রহের কমতি ছিল না৷ বিয়ের দিন উৎসবের এই ছবি জানান দিচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কিশোরের বয়স নিয়ে তাঁদের কোনো ভাবনা নেই৷
ছবি: Getty Images/A. Joyce
নওশিনের গোসল
বিয়ের দিন প্রকাশ্যেই গোসল করানো হয় নওশিন আক্তারকে৷ বাল্যবিবাহের জন্য তাকে প্রস্তুত করার অংশ এই গোসল৷ অনেকের সঙ্গে এএফপি-র আলোকচিত্রিও দেখেছেন সেই আচার৷
ছবি: Getty Images/A. Joyce
বিউটি পার্লারে নওশিন
বিয়ের জন্য সাজাতে নওশিনকে নেয়া হয়েছে বিউটি পার্লারে৷ বাংলাদেশের আনাচেকানাচে এ রকম পার্লারের সংখ্যা অনেক৷ ছবিতে কাপড় পরার সময় অপর এক নারীকে দেখছে নওশিন৷
ছবি: Getty Images/A. Joyce
কনের মেকআপ
বিয়ের সাজে সাজানো হচ্ছে নওশিনকে৷ বাংলাদেশে কনেকে বেশ রংচংয়ে মেকআপে সাজানো হয়৷ অনেক সময় চেহারার রং ফর্সা করার চেষ্টা করা হয় জোর করে, যা অনেকসময় দেখতে কিছুটা দৃষ্টিকটু হলেও ঐতিহাসিকভাবে চলে আসছে৷
ছবি: Getty Images/A. Joyce
গহনা ছাড়া কি বিয়ে হয়?
কনে নওশিনকে গহনা পড়িয়ে দিচ্ছেন তার আত্মীয়রা৷ বাংলাদেশে বিয়েতে সোনার গহনা এক অপরিহার্য উপাদান৷ কনের পরিবারের আর্থিক অবস্থা যেমনই হোক, সোনাদানা ছাড়া বিয়ে, বিশেষ করে গ্রামাঞ্চলে একরকম ভাবাই যায় না৷
ছবি: Getty Images/A. Joyce
জোর করে বিছানায় নেয়া হচ্ছে নওশিনকে
নওশিনকে তার এক আত্মীয় জোর করে টেনে নিয়ে যাচ্ছেন একটি বিছানায়, যেখানে তার ছবি তোলা হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ভিডিও-র জন্য ‘পোজ’
ভিডিও-র জন্য পোজ দিচ্ছে নওশিন আক্তার৷ তার বিয়ের মুহূর্তগুলো এভাবেই ক্যামেরাবন্দি করেছেন ভাড়া করা আলোকচিত্রিরা৷
ছবি: Getty Images/A. Joyce
৩২ বছর বয়সি বর
নওশিনের বরের নাম মোহাম্মদ হাসামুর রহমান, বয়স ৩২ বছর৷ বিয়ের সন্ধ্যায় অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন রহমান৷ এএফপি-র একজন বিদেশি আলোকচিত্রি সেই বিয়েতে উপস্থিত হতে পারলেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারেনি গিয়ে বিয়েটি বন্ধ করতে৷
ছবি: Getty Images/A. Joyce
শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নওশিন
বিয়ে শেষে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে ১৫ বছর বয়সি নওশিন৷ পরিবারের সদস্যরা তাকে গাড়িতে তুলে দিচ্ছেন৷ বাংলাদেশে বাল্যবিবাহের এ সব ছবি গোটা বিশ্বের আলোড়ন তুলেছে৷
ছবি: Getty Images/A. Joyce
10 ছবি1 | 10
ক্যাম্পেনের অংশ হিসেবে ইউনিসেফ বাংলাদেশ আরো দুটি ভিডিও প্রকাশ করেছে৷ ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি৷ ১৮ বছর বয়স হওয়ার আগেই বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়৷
অনেকেই ভিডিওগুলো শেয়ার করে এর পক্ষে নিজেদের অবস্থান জানিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সামিল হচ্ছেন৷ তবে ভিডিওগুলোর নীচে লেখা অনেক মন্তব্য ইঙ্গিত দেয়, বাল্যবিয়ের অভিশাপ সম্পর্কে প্রান্তিক পর্যায়ে সচেতনতা তৈরি না হলে এ থেকে খুব সহজে মুক্তি মিলবে না বাংলাদেশের কিশোরীদের৷ যদিও ফারহান পারভেজের মতো অনেকের আশা, ‘‘হাততালিগুলো আপনাকে জাগাবেই!!!''