1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাল্য বিয়ে এখনো চ্যালেঞ্জ জার্মানিতে

২৫ সেপ্টেম্বর ২০১৯

বাল্যবিয়ে প্রতিরোধে দুই বছর আগে জার্মানিতে একটি আইন কার্যকর হলেও তা বেশি কাজে আসেছ না বলে এক গবেষণায় উঠে এসেছে৷

Symbolbild- Kinderehe - Protestaktion
ছবি: Imago/C. Ditsch

নারী অধিকার গোষ্ঠী টেরে ডেস ফেমেস-এর গবেষণায় বলা হয়েছে, ''ওই আইন কার্যকরের পর থেকে প্রতি সপ্তাহেই জার্মানিতে বাল্যবিয়ে হচ্ছে৷ এই আইনের কার্যকারিতা নগণ্য৷''

বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করতে ২০১৭ সারের ২২ জুলাই এ সংক্রান্ত আইন কার্যকর করে জার্মানি৷ নতুন আইনে বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয় ১৮ বছর৷

পরিসংখ্যান তুলে টেরে ডেস ফেমেসের গবেষণায় বলা হয়েছে, এই আইনটি কার্যকর হওয়ার পর সারা দেশে কমপক্ষে ৮১৩টি বাল্যবিবাহ নিবন্ধিত হলেও এর মধ্যে মাত্র ১০টি বাতিল করা হয়েছে৷ এই আইন অনুযায়ী, কম বয়সের কারো বিয়ে দেয়া হলে আপনাআপনি বাতিল হয়ে যাওয়ার কথা৷

টেরে ডেস ফেমেসের বিশেষজ্ঞ মনিকা মিশেল বলেন, ‘‘পরিসংখ্যানগুলো সংকলন করা খুব কঠিন ছিল৷ আমরা বিশ্বাস করি, পরিসংখ্যানগুলোর চেয়ে বাল্যবিবাহের আসল সংখ্যা আরো অনেক বেশি৷ আমাদের ধারণা হলো, প্রতি সপ্তাহান্তেই জার্মানিজুড়ে বাল্যবিবাহ হচ্ছে৷''

এসআই/এসিবি (কার্স্টেন কিনিপ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ