1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসিরিয়া

বাশার আল আসাদ রাশিয়ায়, বলছে মিডিয়া রিপোর্ট

৯ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে মিডিয়া রিপোর্ট জানিয়েছে। সিরিয়ায় আইএস ঘাঁটিতে মার্কিন হামলা।

বাশার আল আসাদের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে।
৫০ বছর ধরে ক্ষমতায় থাকার পর সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। ছবি: Delil Souleiman/AFP

রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম ক্রেমলিনের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়া আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এই ঘোষণা করেনি। রাশিয়ার সরকারি মিডিয়া জানিয়েছে, আসাদ ও তার পরিবার এখন রাশিয়ায় থাকবেন।

আসাদ যতদিন সিরিয়ায় ক্ষমতা দখল করেছিলেন, ততদিন রাশিয়া ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু দেশ। সিরিয়া ছাড়ার পর আসাদ সপরিবারে এখন রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বলে রিপোর্টে জানানো হয়েছে।

আইএস ঘাঁটিতে মার্কিন হামলা

মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে তাদের বাহিনী মধ্য সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করেছে। দাবি করা হয়েছে একেবারে নির্দিষ্ট লক্ষ্যে তারা আঘাত হেনেছে।

সেন্ট্রাল কম্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে আইএস নেতা, সদস্য এবং সহযোগীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের লক্ষ্য সিরিয়ায় আইএস-কে নিশ্চিহ্ন করা।

সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে তারা দ্বিমুখি লক্ষ্য নিয়ে এগোচ্ছে।  তারা চায় আইএস যেন সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে প্রভাব বিস্তার না করতে পারে এবং তারা যেন সিরিয়া থেকে অন্য কোন জায়গায় আক্রমণ করতে না পারে।

আসাদ পালিয়ে রাশিয়ার আশ্রয় নিয়েছেন বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে।ছবি: Omar Haj Kadour/AFP

সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে অন্তত ৭৫ টি টার্গেটে তাদের এফ ১৫ এ ১০ ও বি ৫২ যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়েছে।

এই আক্রমণের ফলে কেউ হতাহত হয়েছেন কিনা তা সেন্ট্রাল কম্যান্ড জানায়নি। তারা বলেছে আইএস যাতে নিজেদের শক্তি বাড়িয়ে নিতে না পারে তার জন্য তারা এই আক্রমণ করেছে।

এইচটিএস বিদ্রোহীরা এগোচ্ছে

তুরস্কের সহযোগী এইচটিএস বিদ্রোহীরা মানবিজ শহর দখল করার জন্য এগোচ্ছে বলে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস জানিয়েছে।। এই অঞ্চলে কুর্দদের সঙ্গে এইচটিএস বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। এই সংঘর্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে অবজারবেটারি জানিয়েছে। এর মধ্যে ১৭ জন মানবিজের সেনা এবং নয়জন বিদ্রোহী।

অবজারভেটারি জানিয়েছে, তুরস্কের মদতপুষ্ট বিদ্রোহীরা মানবিজের ৮০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ