1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসাভাড়া বাড়লেও আয় বাড়ছে না পর্তুগালে

১৩ অক্টোবর ২০২৩

ইউরোপের অপেক্ষাকৃত গরিব দেশ পর্তুগাল আজ যথেষ্ট বিনিয়োগ ও কর্মী আকর্ষণ করছে৷ কিন্তু সেই প্রবণতার কারণে সাধারণ মানুষের পক্ষে ন্যায্য মূল্যে বাসস্থান পাওয়া কঠিন হয়ে উঠছে৷

Portugal Lissabon | Demonstration gegen Portugals Wohnungskrise
বাসা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ করছেন স্থানীয়রা৷ চলতি বছরের এপ্রিল মাসে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়৷ ফাইল ফটো৷ ছবি: Armando Franca/AP Photo/picture alliance

লিসবন শহরের উপকণ্ঠে বেআইনি বসতি আবার বেড়ে উঠছে৷ বেড়ে চলা বাসাভাড়ার কারণে শহরাঞ্চলের মানুষ কতটা সমস্যার মুখে পড়ছেন, জর্জিনা শিমোয়েসের অভিজ্ঞতা তা দেখিয়ে দিচ্ছে৷

৫৮ বছর বয়সি এই নারী ৩০ বছরেরও বেশি সময় ধরে দুটি রেলপথের মাঝে বাস করেন৷ এতকাল মাসে ৩০০ ইউরো গুনতে হয়েছে৷ অদূর ভবিষ্যতেই ভাড়া বেড়ে ৫০০ ইউরো হতে পারে৷ জর্জিনা বলেন, ‘‘৭৬০ ইউরো ন্যূনতম আয় সম্বল করে বাঁচলে বাসাভাড়া খুবই বেশি মনে হয়৷ সেটা খুব কঠিন৷ গাড়ির খরচ মেটাতে আমাকে দ্বিতীয় চাকরিও করতে হয়৷ কাজে পৌঁছতে আমার গাড়ির প্রয়োজন হয়৷ দিনে ১৩ ঘণ্টা কাজ করতে হয়৷''

পর্তুগালে কী ঘটছে? এককালে ইউরোপীয় ইউনিয়নের গরিব হিসেবে পরিচিত এই দেশটির আকর্ষণ বর্তমানে আচমকা বেড়ে গেছে৷ অর্থনৈতিক ও আর্থিক সংকটের সময়ে সরকার টের পেয়েছিল যে বাইরে থেকে বিনিয়োগের প্রয়োজন রয়েছে৷ বিদেশিরা পাঁচ লাখ ইউরো বিনিয়োগ করলেই রেসিডেন্স পার্মিট পেতে পারেন৷ বিশেষ করে চীন ও ব্রাজিল থেকে অনেক বিনিয়োগকারী সেই ডাকে সাড়া দিয়েছিলেন৷ ফ্রান্সের অনেক বয়স্ক মানুষও পর্তুগালে চলে আসেন৷

কয়েক বছর ধরে পর্তুগালের প্রতি প্রযুক্তি কোম্পানিগুলিরও আগ্রহ বেড়েছে৷ কারণ সে দেশ বিশ্ববিদ্যালয়গুলিতে প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ বর্তমানে লিসবন ও পোর্টো শহরের মাঝে ডেভেলাপমেন্ট সেন্টর গড়ে উঠছে৷ এমনকি মাঝারি মাপের কোম্পানিগুলির জন্যও ব্যবসার আদর্শ পরিবেশ সৃষ্টি হচ্ছে৷ বারিক্স কোম্পানির কর্ণধার ইয়োহানেস রিচেল মনে করেন, ‘‘অন্য কোম্পানিগুলিও সেটা বুঝতে পেরেছে৷ বশ এখানে উপস্থিত৷ পর্তুগাল টেলিকমের ইনোভেশন সেন্টারে ৯০০ ইঞ্জিনিয়ার কাজ করছেন৷ এখানে এসে সেই স্বাদ না পেলে শুধু জার্মানিতে বসে সেটা প্রায় টেরই পাওয়া যায় না৷’’

ভালো কর্মী, অথচ বেতন কম৷ ফলে পর্তুগাল আকর্ষণীয় হয়ে উঠছে৷ শুধু পর্তুগাল নয়, অন্য দেশের দক্ষ কর্মীরাও আকর্ষণ বোধ করছেন৷ ব্যাপক নির্মাণের কাজ চলছে৷ লিসবন শহরে তার চিহ্ন দেখা যাচ্ছে৷ স্থপতি রেনজো পিয়ানোর ডিজাইন অনুযায়ী সেরা এলাকায় গোটা বসতি তৈরির কাজ চলছে৷

তবে প্রপার্টি এজেন্ট হিসেবে জোসে কাব্রালস্পষ্ট জানিয়ে দিলেন, কোন ধরনের গ্রাহকের জন্য এই বাসস্থান তৈরি হচ্ছে৷ তিনি বলেন, ‘‘এখানে বর্গমিটার প্রতি ৬,০০০ ইউরো থেকে দাম শুরু হচ্ছে৷ সবকিছু একেবারে নতুন৷ কয়েক বছর আগেও মানুষ মানচিত্রে এই জায়গাটি সহজে চিহ্নিত করতে পারতো না৷’’

দুই রেলপথের মাঝে থাকেন পর্তুগালের যে নারী

04:31

This browser does not support the video element.

সাধারণ মানুষের জন্য বাসস্থানের সংখ্যা অত্যন্ত কম৷ জর্জিনা নিজের পাড়ায় এক উদাহরণ তুলে ধরলেন৷ এককালে সরকার থেকে প্রান্তিক মানুষদের জন্য সেই বাসস্থান ধার্য করা হতো৷

সরকারও নড়েচড়ে বসেছে৷ এয়ারবিএনবি-র জন্য নতুন করে আর কোনো ফ্ল্যাটের অনুমতি দেওয়া হচ্ছে না৷ সেইসঙ্গে অনেক পাবলিক বিল্ডিং বাসস্থানে রূপান্তরিত করা হচ্ছে৷ বেসরকারি মালিকানার ভবন খালি থাকলে সেগুলি ভাড়া দেওয়া বাধ্যতামূলক করছে সরকার৷

পর্তুগালের যে সব মানুষ ন্যায্য মূল্যের বাসস্থানের জন্য সংগ্রাম চালাচ্ছেন, তাঁদের মনে অবশ্য তেমন প্রত্যাশা নেই৷ হাবিতা সংগঠনের আন্তোনিয়ো গোরি মনে করেন, আবার লোক দেখানো কিছু করা হচ্ছে৷ তাঁর মতে, সেটাই এই সরকারের বৈশিষ্ট্য৷

লিসবনের প্রতিবেশী শহর ওয়েইরাশের মেয়র ইসালতিনো মোরাইশও এমন উদ্যোগ সম্পর্কে সন্দিহান৷ তিনি বলেন, ‘‘নিজস্ব জমিতে সরকারি উদ্যোগে বাসস্থান নির্মাণের প্রয়োজন রয়েছে৷ প্রয়োজনে এমনকি মালিকানা কেড়ে নিতে হবে৷ জাতীয় কৃষি রিজার্ভ থেকে জমি বার করে সেখানে নির্মাণ করা আরো গুরুত্বপূর্ণ৷ সরকারি উদ্যোগে আরো বাসস্থানের ব্যবস্থা না করলে আমরা সমস্যার সমাধান করতে পারবো না৷''

ওয়েরিয়াশ শহরে এমন বাসস্থান নির্মাণ করা হচ্ছে৷ পর্তুগালের সরকারের পরিকল্পনা কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়৷ তবে কিছু একটা যে করতে হবে, এজেন্ট হিসেবে কাব্রালও সেটা টের পাচ্ছেন৷ তাঁর মতে, সামাজিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেটা হারালে বিনিয়োগের কিছু অংশও পর্তুগাল হারাবে৷

শুধু সুন্দর ভাবমূর্তি মানুষের জন্য আর যথেষ্ট নয়৷ মাসে ১,৪০০ ইউরো গড় আয়ের এই দেশে মাত্র তিন শতাংশ বাসস্থান সরকারি উদ্যোগে ন্যায্য মূল্যে ধার্য করা হয়, যা ইউরোপীয় ইউনিয়নের গড়ের মাত্র এক তৃতীয়াংশ৷

মার্কুস ব্যোনিশ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ