1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসায় অগ্নিকাণ্ডের ঝুঁকি কিন্তু কম নয়!

২৮ জুন ২০২১

সামান্য ভুল হলেই বাসায় অগ্নিকাণ্ড ঘটতে পারে৷ দমকলকর্মীরা এমন অনেক উদাহরণ দেখাতে পারেন৷ অথচ কিছু মৌলিক বিষয় সম্পর্কে সচেতন থাকলে এমন অঘটন এড়ানো সম্ভব৷ এমনই কিছু ভুলত্রুটির দিকে নজর দেওয়া যাক৷

Deutschland Grubenunglück Teutschenthal
ফাইল ফটোছবি: Reuters/M. Gaul

ভালো প্রাতরাশে রুটি, কফি, চিজ ইত্যাদি অনেক কিছুই রয়েছে৷ কিন্তু ডিম ছাড়া ষোলকলা পূর্ণ হয় কি? হয়তো মাইক্রোওয়েভে গরম করলেই দ্রুত ডিম সিদ্ধ হয়ে যাবে৷ কিন্তু মাইক্রোওয়েভ যন্ত্রের মধ্যে ডিম ফেটে যাওয়ায় বোঝা গেল যে, কাজটা করা মোটেই উচিত হয়নি৷ কিন্তু আসলে কী ঘটলো?

মাইক্রোওয়েভের বিকিরন ডিমের মধ্যে পানির অণুগুলিকে গরম করে৷ ফলে পানির সম্প্রসারণ তথা বাষ্পীভবন ঘটে৷ তখন ডিমের খোলস ফেটে যায়৷ তখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের অবস্থার কথা আর না বলাই ভালো৷ কিন্তু সংসারে অন্যান্য বিপদের তুলনায় সেই বিস্ফোরণ তেমন মারাত্মক কিছু নয়৷

রান্নার তেল, ডিওডোরেন্ট ও হেয়ার স্প্রে কিন্তু মারাত্মক আগুনে ইন্ধন জোগাতে পারে৷ মোবাইল ফোন বা ই-সিগাপেটের লিথিয়াম ব্যাটারিও কম বিপজ্জনক নয়৷ কিন্তু প্রশ্ন হলো, এগুলি কেন এত বিপজ্জনক?

কাসেল শহরের অগ্নি নির্বাপক বিশেষজ্ঞরা সেই কারণগুলি বুঝিয়ে বললেন এবং হাতেনাতে কিছু উদাহরণও দেখালেন৷ দমকল কর্মী হিসেবে এ বিষয়ে টোমাস স্মিড, টোমাস ম্যুলার ও ইয়েন্স ক্রুমবাইনের অভিজ্ঞতা কম নয়৷

ডেমনস্ট্রেশনের জন্য আগে ভারি এক যন্ত্র নিয়ে আসতে হবে৷ কড়া নিরাপত্তার মধ্যে আগে সবকিছু বেশ লণ্ডভণ্ড করতে হবে৷ অগ্নি নির্বাপক বিশেষজ্ঞ হিসেবে টোমাস স্মিড জানালেন, ‘‘এখানে প্রোপেলেন্ট রয়েছে৷ আমরা এবার সেটি গরম করবো৷ সম্প্রসারিত হয়ে ক্যানটি ফেটে যাবে৷''

সে কারণে ডিওডোরেন্ট স্প্রে খাঁচার মধ্যে রাখতে হচ্ছে৷ এমনটা না করলে ধাতুর টুকরোগুলি চারিদিকে ছিটকে পড়বে৷

গ্যাসের শিখা আধারটিকে গরম করছে৷ নিরাপত্তার খাতিরে কমপক্ষে চার মিটার দূরত্ব বজায় রাখতে হবে৷ গ্যাসের চাপে ধাতুর আধারটিতে বিস্ফোরণ ঘটলো৷ গরম হলে যে কোনো প্রোপেলেন্ট ভরা স্প্রে-র ক্যান এভাবে ফেটে যেতে পারে৷ টোমাস বলেন, ‘‘সব স্প্রে ক্যাননের উপর সতর্ককতাবাণীতে লেখা থাকে যে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম হতে দেবেন না৷ গ্রীষ্মে গাড়ির মধ্যে তাপমাত্রা দ্রুত ৬০ থেকে ৭০ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে৷ তখন এমন বিস্ফোরণ ঘটতে পারে৷''

ক্যাম্পিং-এর জন্য উপযুক্ত গ্যাস সিলিন্ডারের পুরোটাই দাহ্য প্রোপেলেন্ট ভরা থাকে৷ চরম বিপদের আশঙ্কায় সেটি নিয়ে আজ কোনো পরীক্ষা করা হবে না৷ টোমাস স্মিড মনে করিয়ে দেন, ‘‘কোনো ভবনের মধ্যে গ্যাস বিস্ফোরণ ঘটলে মারাত্মক ক্ষতি হতে পারে৷ সেটা অবশ্যই নির্গত গ্যাসের পরিমাণের উপর নির্ভর করে৷ সবার আগে অবশ্যই জানালা-দরজা নষ্ট হয়ে যায়৷ গ্যাস আরও ঘনিভূত হলে বা গ্যাসের পরিমাণ বেশি হলে বাইরের দেওয়াল, এমনকি গোটা বাড়িই ধ্বংস হয়ে যেতে পারে৷''

বাসায় বিপদের আরেকটি সূত্র হলো রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি৷ খেলনা, মোবাইল ফোন ও ই-বাইকে এই ব্যাটারি ব্যবহার করা হয়৷ দীর্ঘস্থায়ী চার্জের সুবিধার পাশাপাশি অত্যন্ত দাহ্য হওয়ায় এমন ব্যাটারির মধ্যে বড় এক ঝুঁকিও লুকিয়ে রয়েছে৷

ব্যাটারির প্লাস ও মাইনাস প্রান্তের মাঝে পাতলা এক প্লাস্টিকের স্তর রয়েছে৷ সেটি নষ্ট হয়ে গেলে শর্ট সার্কিট ঘটতে পারে৷

ভানেসা লাস্পে/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ