1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাসে ট্রাকের ধাক্কা, রাস্তায় ঘুমন্ত ১৮ শ্রমিক মৃত

২৮ জুলাই ২০২১

বাস খারাপ হয়ে গিয়েছিল। তারা বাসের সামনে শুয়ে ঘুমাচ্ছিলেন। এমন সময় দুর্ঘটনা। মৃত ১৮ শ্রমিক।

প্রতীকী ছবি। ছবি: Getty Images/AFP

উত্তর প্রদেশের বারাবাঙ্কির ঘটনা। বিহার থেকে হরিয়ানায় ফিরছিলেন শ্রমিকরা। রাতে রাস্তায় তাদের বাস খারাপ হয়ে যায়। তখন ওই শ্রমিকরা বাসের সামনেই শুয়ে পড়েন। ভোররাতে অত্যন্ত দ্রুতগতিতে একটি ট্রাক এসে বাসটিতে পিছন থেকে ধাক্কা মারে। বাস গিয়ে পড়ে ঘমুন্ত মানুষদের উপর। ১৮ জন মারা যান।

বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বাসের তলা থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।

করোনাকালে শ্রমিকরা যখন হেঁটে বাড়ি ফিরছিলেন, তখন এই ধরনের কয়েকটি ঘটনা উত্তর প্রদেশে ঘটেছিল। সেসময় রাস্তার পাশে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিয়েছিল ট্রাক বা বাস। কিন্তু এখন করোনা পরিস্থিতি ভালো। পরিযায়ী শ্রমিকরা আবার কাজে ফিরছেন। তখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

জিএইচ/এসজি(পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ