1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস্কিং হাঙর

৩ নভেম্বর ২০১৫

ব্রিটেনের আশেপাশে ও উত্তর সাগরে প্রতিবছর জুনের শুরুতে অন্যতম এক রহস্যময় প্রাণীর দেখা পাওয়া যায়৷ নাম তার বাস্কিং হাঙর৷ বিরাট আকারের এই প্রাণীটি সম্পর্কে এখন পর্যন্ত খুব কম তথ্যই জানা গেছে৷

Weisser Hai
ছবি: picture alliance/WILDLIFE

আন্ডারওয়াটার ক্যামেরাম্যান ফ্লোরিয়ান গ্র্যানার ও মেরিন বায়োলজিস্ট নাটালি টেশে-রিচার্ডি চলতি বছর জুনে বাস্কিং হাঙরের খোঁজ করেন৷

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিশ হলো এই বাস্কিং হাঙর৷ বিরাট আকারের এই মাছটি ধীরগতিতে চলে, আর অন্যদের সঙ্গ পছন্দ করে৷

আকারে বিশাল হলেও হাঙর কিন্তু ক্ষতিকারক নয়৷ মানুষের উপস্থিতি নিয়েও ভাবিত নয় তারা৷ খাবারের সন্ধানে হাঙর সাগরবুকে উঠে আসে৷ ফলে সহজেই মৎস্যশিকারীদের হামলার মুখে পড়ে তারা৷

এই হাঙর বড় হাঁ করে তার খাবার প্ল্যাংকটন ধরে৷ বড় মুখ নিয়ে সাঁতার কেটে হাঙর প্রতি ঘণ্টায় প্রায় দুই হাজার টন পানি ফিল্টার করে ছোট ছোট প্রাণী ধরতে পারে৷

খাবারের সন্ধানে বাস্কিং হাঙর সাগরের একটি বড় অংশে ঘুরে বেড়ায়৷ ধীরগতিতে আয়েশ করে ঘুরে বেড়ায় তারা৷ মানুষ ছাড়াও হাঙরের আরও কিছু শত্রু আছে৷

এখন পর্যন্ত, এই অদ্ভুত মাছ ও তার চলাফেরা সম্পর্কে অল্পকিছু জানা গেছে৷ তবে অতি সম্প্রতি জানা গেছে, শীতের সময় তাদের দেখা না পাওয়ার কারণ, তারা ঐ সময়টায় নাকি সাগরের গভীরে চলে যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ