1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস্কিং হাঙর

৩ নভেম্বর ২০১৫

ব্রিটেনের আশেপাশে ও উত্তর সাগরে প্রতিবছর জুনের শুরুতে অন্যতম এক রহস্যময় প্রাণীর দেখা পাওয়া যায়৷ নাম তার বাস্কিং হাঙর৷ বিরাট আকারের এই প্রাণীটি সম্পর্কে এখন পর্যন্ত খুব কম তথ্যই জানা গেছে৷

Weisser Hai
ছবি: picture alliance/WILDLIFE

আন্ডারওয়াটার ক্যামেরাম্যান ফ্লোরিয়ান গ্র্যানার ও মেরিন বায়োলজিস্ট নাটালি টেশে-রিচার্ডি চলতি বছর জুনে বাস্কিং হাঙরের খোঁজ করেন৷

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিশ হলো এই বাস্কিং হাঙর৷ বিরাট আকারের এই মাছটি ধীরগতিতে চলে, আর অন্যদের সঙ্গ পছন্দ করে৷

আকারে বিশাল হলেও হাঙর কিন্তু ক্ষতিকারক নয়৷ মানুষের উপস্থিতি নিয়েও ভাবিত নয় তারা৷ খাবারের সন্ধানে হাঙর সাগরবুকে উঠে আসে৷ ফলে সহজেই মৎস্যশিকারীদের হামলার মুখে পড়ে তারা৷

এই হাঙর বড় হাঁ করে তার খাবার প্ল্যাংকটন ধরে৷ বড় মুখ নিয়ে সাঁতার কেটে হাঙর প্রতি ঘণ্টায় প্রায় দুই হাজার টন পানি ফিল্টার করে ছোট ছোট প্রাণী ধরতে পারে৷

খাবারের সন্ধানে বাস্কিং হাঙর সাগরের একটি বড় অংশে ঘুরে বেড়ায়৷ ধীরগতিতে আয়েশ করে ঘুরে বেড়ায় তারা৷ মানুষ ছাড়াও হাঙরের আরও কিছু শত্রু আছে৷

এখন পর্যন্ত, এই অদ্ভুত মাছ ও তার চলাফেরা সম্পর্কে অল্পকিছু জানা গেছে৷ তবে অতি সম্প্রতি জানা গেছে, শীতের সময় তাদের দেখা না পাওয়ার কারণ, তারা ঐ সময়টায় নাকি সাগরের গভীরে চলে যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ