1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাস্কেটবল কূটনীতি’

২৬ ফেব্রুয়ারি ২০১৩

উত্তর কোরিয়ার নতুন শাসক কিম জং উন নাকি কিশোর বয়স থেকেই বাস্কেটবলের ফ্যান৷ তাঁর প্রিয় দল ছিল শিকাগো বুলস৷ সেই দলের - এবং সে আমলের - শিকাগো বুলস স্টার ডেনিস রডম্যান যাচ্ছেন উত্তর কোরিয়া, বাস্কেটবল ডিপ্লোম্যাসি করতে৷

Michael Jordan #23 of the Chicago Bulls dunks the ball during a game against the Los Angeles Lakers.
ছবি: Getty Images

ডেনিস রডম্যান'কে তাঁর খেলোয়াড়ি আমলে বলা হতো ‘‘দ্য ওয়র্ম'', বা ‘‘কেঁচো''৷ গায়ে উল্কি থেকে শুরু করে ‘পিয়ার্সিং', ‘ব্যাড বয়' হিসেবে নামডাক, সবই আছে তাঁর৷ এবার ‘ভাইস' মিডিয়া কোম্পানির সঙ্গে তিনি উত্তর কোরিয়া যাচ্ছেন, তাও আবার এমন একটা সময়ে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে৷

ডেনিস রডম্যান (ডানে)ছবি: AP

রডম্যান, প্রখ্যাত হার্লেম গ্লোবট্রটারস দলের তিনজন সদস্য এবং ভাইস কোম্পানির প্রোডাকশন ক্রু'র এই যাত্রার কারণ হল, একটি টিভি শো'র জন্য ফুটেজ সংগ্রহ, যা আগামী এপ্রিলে সম্প্রচারিত হবে৷ কিন্তু ভাইস কেম্পানি ইতিমধ্যেই বলে ফেলেছে, তাদের দল উত্তর কোরিয়ায় কিছুটা বাস্কেটবল কূটনীতি করবে৷ যেমন তারা শিশুদের জন্য একটি বাস্কেটবল ক্যাম্প করবে, স্থানীয় লোকেদের সঙ্গেও একটা-দু'টো গেম খেলবে৷ এছাড়া তারা উত্তর কোরিয়ার সেরা অ্যাথলিটদের সঙ্গে একটি গেম খেলবে, কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে যে'টা দেখবেন, বলে ভাইস'এর আশা৷

মার্কিনি প্রতিনিধিদল উত্তর কোরিয়ার জাতীয় স্মৃতিসৌধগুলো পরিদর্শন করবে, একটি অ্যানিমেশন স্টুডিও দেখবে ও পিয়ংইয়ং'এর নতুন স্কেটিং পার্কটিতে যাবে৷ কিম জং উন'এর রাজনীতির সঙ্গে এই নির্ঘণ্টের যোগসূত্র আছে, কেননা প্রযুক্তি ও খেলাধুলার উন্নতি তাঁর নীতির দু'টি মুখ্য লক্ষ্য, বলে ঘোষণা করেছেন কিম জং উন৷

ডেনিস রডম্যান বাস্কেটবলের হল অফ ফেম'এ নির্বাচিত হয়েছেন৷ ডিফেন্ডিং ও রিবাউন্ড নেওয়ায় তাঁর মতো খেলোয়াড় ইতিহাসে খুব কম দেখা গেছে৷ দলের সঙ্গে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন৷ রডম্যান যখন শিকাগো বুলস'এর হয়ে খেলতেন, কিম জং উন তখন কিশোর৷ বাস্কেটবলই ছিল তাঁর সবচেয়ে প্রিয় খেলা, আর প্রিয় দল ছিল শিকাগো বুলস৷

সস্ত্রীক কিম জং উনছবি: dapd

ফুটবলের মতো অতোটা না হলেও, বাস্কেটবল উত্তর কোরিয়ায় খুবই জনপ্রিয়৷ হোটেলের পার্কিং লট কিংবা স্কুলের চত্বরে বাস্কেটবলের হুপ সাঁটা দেখতে পাওয়াটা আদৌ আশ্চর্যের নয়৷ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র হল উত্তর কোরিয়ার পয়লা নম্বর শত্রু৷ উত্তর কোরিয়ার মানুষদের মার্কিন সংস্কৃতির সঙ্গে বিশেষ পরিচয় না থাকলেও, একটি মানুষ কিংবা খেলোয়াড়কে তারা একডাকে চেনে: তিনি হলেন মাইকেল জর্ডান, নব্বই'এর দশকে যিনি শিকাগো বুলস'এর হয়ে খেলতেন রডম্যানের সতীর্থ হিসেবে৷

এসি / জেডএইচ (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ