২০১৮ সালে জার্মানির ফেডারেল পুলিশ বাস ও ট্রেনে চড়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের পর ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে৷ তাঁদের অধিকাংশই পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া থেকে জার্মানিতে আসেন৷
বিজ্ঞাপন
সোমবার আঞ্চলিক পত্রিকা রাইনিশে পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে৷ সেখানে ফেডারেল পুলিশের একটি নথির বরাত দিয়ে বলা হয়, উল্লেখিত সময়ে ৮ হাজারের কিছু কম অবৈধ অভিবাসী বাসে করে জার্মানিতে প্রবেশ করেন৷ আর ৬ হাজারের কিছু বেশি মানুষ প্রবেশ করেন ট্রেনে করে৷
এসব অবৈধ অভিবাসীর অধিকাংশই আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক, সিরিয়া ও তুরস্কের নাগরিক৷
ফেডারেল পুলিশ শুধু অস্ট্রিয়া-জার্মানি সীমান্ত দিয়ে আসা শরণার্থীদেরই ফিরিয়ে দিয়েছে৷
শরণার্থীদের সহায়তায় আরেক শরণার্থী
ইমাদ আল-আরনাব নামে সিরীয় এক শরণার্থী লন্ডন শহরে গড়ে তুলেছেন রেস্তোরাঁ৷ সেই রেস্তোরাঁর আয়ের টাকা পাঠাচ্ছেন নিজ দেশের এক হাসপাতালে৷
ছবি: DW/M. Karakoulaki
লন্ডন থেকে দামেস্ক
একটি দাতব্য সংস্থার সহযোগিতায় ইমাদ লন্ডন শহরে গড়ে তোলেন ১৩টি রেস্তোরাঁ৷ রেস্তোরাঁগুলোয় তিনি দেশীয় খাবারের স্বাদ দিচ্ছেন সিরীয়দের আর আয়ের টাকার একটি অংশ দান করছেন আলেপ্পোর এক হাসপাতালে৷
ছবি: DW/M. Karakoulaki
আসল ফালাফেল
‘‘ফলাফেল তৈরি করা খুব সহজ, এতে মাত্র পাঁচ রকমের উপকরণ লাগে৷ আমি এখানকার লোকেদের আসল ফালাফেল খাওয়াতে চাই,’’ বললেন ইমাদ৷
ছবি: DW/M. Karakoulaki
শরণার্থীদের জন্য দেশী খাবার
লন্ডনের গ্রেট মার্লবোরো স্ট্রিটে ইমাদের রেস্তোরাঁর একটি ছোট্ট শাখা রয়েছে৷ সেখানে মধপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থীরা জড়ো হন দেশীয় খাবারের স্বাদ পেতে৷
ছবি: DW/M. Karakoulaki
সবার জন্য খাবার
‘‘এ রেস্তোরাঁর মাধ্যমে আমরা সবার জন্য খাবার নিশ্চিত করতে চাই,’’ বলেন ইমাদ৷ জানালেন, রেস্তোরাঁর প্রতি প্যাকেট খাবারের মূল্যের একটি অংশ দিয়ে জর্ডান ও লেবাননে থাকা শরণার্থীদের জন্য খাবার কেনা হয়৷
ছবি: DW/M. Karakoulaki
বড় দিনে বিশেষ খাবার
বড় দিন উপলক্ষে ইমাদ সিরিয়ার ঐতিহ্যবাহী খাবারের এক বিশেষ রেসিপি তৈরি করেছে নলন্ডনবাসীর জন্য৷ লন্ডনবাসীদের অনেকেই সুস্বাদু এ খাবার খেতে ভিড় জমিয়েছেন ইমাদের রেস্তোরাঁয়৷ নতুন এ রেসিপি বিক্রি হয়েছে পুরোটাই৷
ছবি: DW/M. Karakoulaki
বিখ্যাত ইমাদ
ইমাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে৷ শরণার্থীদের নিয়ে করা বৃটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস ২০১৭ পুরস্কারপ্রাপ্ত টিভি সিরিজ ‘এক্সোডাস’-এ অভিনয় করেছেন তিনি৷ সেখানে তাঁর সিরিয়া থেকে লন্ডনে আসার গল্প তুলে ধরা হয়েছে৷
ছবি: DW/M. Karakoulaki
সিরিয়া মানেই কি যুদ্ধ?
‘‘সিরিয়ার কথা বললেই মানুষ প্রথমে ভাবে যুদ্ধ আর বোমাবাজির কথা৷ কিন্তু সিরিয়ার ঐতিহ্যবাহী খাবার ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমি মানুষের এ ধারণা পাল্টে দিতে চাই,’’ বলেন ইমাদ৷
ছবি: DW/M. Karakoulaki
ফালাফেলের সুগন্ধে থেমে যায় পথচারী
রেস্তোরাঁ থেকে ছড়িয়ে পড়া ফালাফেলের সুগন্ধে থমকে দাঁড়ান অনেক পথচারী, বোঝার চেষ্টা করেন, রেস্তোরাঁটির সামনে কেন এত লম্বা লাইন৷
ছবি: DW/M. Karakoulaki
8 ছবি1 | 8
এদিকে জার্মানি শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় এখানকার বাস কোম্পানিগুলো যাত্রীদের পাসপোর্ট বা পরিচয়পত্র পরীক্ষা করতে পারবে না– ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে) গত ডিসেম্বরে এমন রুল জারি করে৷ এতে করে অবৈধ অভিবাসী চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে৷
জার্মানি ও স্পেনের দু'টি বাস কোম্পানি সীমান্ত পার হবার সময় পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট পরীক্ষার জার্মান নিয়মের বিরুদ্ধে ইসিজে-তে নালিশ জানালে আদালত এই রুল জারি করে৷
এই রুলটি এখন জার্মানির ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে রিভিউ করা হবে৷