1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাস-ট্রেনে চড়ে জার্মানিতে আসছেন অবৈধ অভিবাসীরা

২৮ জানুয়ারি ২০১৯

২০১৮ সালে জার্মানির ফেডারেল পুলিশ বাস ও ট্রেনে চড়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশের পর ১৪ হাজার অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে৷ তাঁদের অধিকাংশই পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া থেকে জার্মানিতে আসেন৷

Fernbusse
ছবি: picture-alliance/dpa/A. Dedert

সোমবার আঞ্চলিক পত্রিকা রাইনিশে পোস্ট এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে৷ সেখানে ফেডারেল পুলিশের একটি নথির বরাত দিয়ে বলা হয়, উল্লেখিত সময়ে ৮ হাজারের কিছু কম অবৈধ অভিবাসী বাসে করে জার্মানিতে প্রবেশ করেন৷ আর ৬ হাজারের কিছু বেশি মানুষ প্রবেশ করেন ট্রেনে করে৷

এসব অবৈধ অভিবাসীর অধিকাংশই আফগানিস্তান, নাইজেরিয়া, ইরাক, সিরিয়া ও তুরস্কের নাগরিক৷

অস্ট্রিয়া থেকে এসেছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ৷শুধু এই দেশটি থেকেই এসেছেন প্রায় ৬ হাজার অভিবাসনপ্রত্যাসী৷ ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্ত দিয়েও এসেছেন অনেক শরণার্থী৷ 

ফেডারেল পুলিশ শুধু অস্ট্রিয়া-জার্মানি সীমান্ত দিয়ে আসা শরণার্থীদেরই ফিরিয়ে দিয়েছে৷

এদিকে জার্মানি শেনজেন অঞ্চলের সদস্য হওয়ায় এখানকার বাস কোম্পানিগুলো যাত্রীদের পাসপোর্ট বা পরিচয়পত্র পরীক্ষা করতে পারবে না– ইউরোপীয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে) গত ডিসেম্বরে এমন রুল জারি করে৷ এতে করে অবৈধ অভিবাসী চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে৷

জার্মানি ও স্পেনের দু'টি বাস কোম্পানি সীমান্ত পার হবার সময় পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট পরীক্ষার জার্মান নিয়মের বিরুদ্ধে ইসিজে-তে নালিশ জানালে আদালত এই রুল জারি করে৷

এই রুলটি এখন জার্মানির ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টে রিভিউ করা হবে৷

আলেক্সান্ডার পিয়ারসন/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ