1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাহরাইনের মন্ত্রীর ইসরায়েল সফর

১৮ নভেম্বর ২০২০

সেপ্টেম্বরেই মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দেয় আরব দেশ বাহরাইন৷ দুই দেশই ইরানকে মধ্যপ্রাচ্যে শান্তির প্রতি হুমকি হিসেবে মনে করে৷

ইসরায়েলে বাহরাইনের মন্ত্রী
ইসরায়েলে বাহরাইনের মন্ত্রীছবি: Israeli Foreign Ministry/AA/picture alliance

বুধবার তেল আভিভের বেন গুরিও বিমানবন্দরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দেলআতিফ আল-জায়ানিকে নিয়ে বিশেষ বিমান অবতরণ করে৷ সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি৷

ইহুদি রাষ্ট্রটিতে এটিই বাহরাইনের কোনো মন্ত্রীর প্রথম সফর৷ বাইরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ প্রকাশিত সংবাদে আল-জায়ানি এই সফরকে দুই দেশের মধ্যে ‘পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কৌশলগত শুরু’ বলে মন্তব্য করেছেন৷

তিনি বলেন, ‘‘গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে৷ এখন সময় হয়েছে গ্রহণোযোগ্য সমাধানের জন্য নতুন নীতি খোঁজার৷’’

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজি এক টুইটে এই সফরকে এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার এক নতুন যুগ বলে উল্লেখ করেছেন৷

বুধবার জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করবেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী৷

ইসরায়েলের প্রেসিডেন্ট রয়ভেন রিভলিন আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়াদ আল-নাহিয়ানকে ইসরায়েল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন৷ আল-নাহিয়ানকেই আরব আমিরাতের ‘অঘোষিত’ শাসক বলে মনে করেন অনেকে৷

সেপ্টেম্বরের ১৫ তারিখ হোয়াইট হাউজে মার্কিন মধ্যস্ততায় বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি সই হয়৷ ফিলিস্তিন ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া হবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলো এতদিন এই নীতিতেই অটল ছিল৷ তবে বাহরাইন ও আমিরাতের চুক্তির পর বেশ কিছু আরব দেশের ইসরায়েল বিষয়ে নতুন নীতি গ্রহণের আভাস পাওয়া যাচ্ছে৷

এডিকে/কেএম (এপি, এএফপি)

গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ