1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ছে ঘৃণা ছড়ানো, তাই ‘এক্স’ ছাড়ল বর্ণবাদবিরোধী সংস্থা

১৫ অক্টোবর ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে বেরিয়ে এলো জার্মানিতে বর্ণবিদ্বেষবিরোধী সরকারি সংগঠন৷ এক্স ইলন মাস্কের নিয়ন্ত্রণে আসার পর থেকে এই যোগাযোগমাধ্যমে বেড়েছে হেট স্পিচ বা ঘৃণা ছড়ানো মন্তব্য, জানায় তারা৷

জার্মান বর্ণবিদ্বেষবিরোধী সংস্থা ফেডারেল অ্যান্টি-ডিসক্রিমিনেশন এজেন্সি বা এফএডিএ বুধবার জানিয়েছে যে এক্স-এ সাম্প্রতিক সময়ে হেট স্পিচ ‘ব্যাপকভাবে' বেড়েছে৷
ইলন মাস্কের এক্স এর বিরুদ্ধে নানা অভিযোগ বাড়ছে (ফাইল ফটো)ছবি: Angga Budhiyanto/ZUMA Wire/IMAGO

জার্মান বর্ণবিদ্বেষবিরোধী সংস্থা ফেডারেল অ্যান্টি-ডিসক্রিমিনেশন এজেন্সি বা এফএডিএ বুধবার জানিয়েছে যে এক্স-এ সাম্প্রতিক সময়ে হেট স্পিচ ‘ব্যাপকভাবে' বেড়েছে৷

বিশেষ করে টেসলার প্রধান ইলন মাস্ক সাবেক টুইটার বা এক্সের মালিকানা পাবার পর থেকে লক্ষণীয়ভাবে বেড়েছে এই মাধ্যমে বিদ্বেষপূর্ণ, ঘৃণা ছড়ায় এমন মন্তব্য৷

আরো যা বলছে এফএডিএ

বুধবার একটি বিবৃতি দিয়ে এফএডিএ জানায় যে বিশেষ করে লিঙ্গরূপান্তরকামী ও সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষের প্রচার দেখা যাচ্ছে এক্সে৷ সাথে, এই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্লা দিয়ে বাড়ছে বর্ণবাদী, ইহুদিবিদ্বেষী ও অন্যান্য সমাজবিরোধী আচরণ, জানায় তারা৷ 

তাদের মতে, ‘‘এক্স আর আগের মতো নিরাপদ পরিবেশ দিচ্ছে না৷''

এজেন্সির কমিশনার ফেরদা আটামান বলেন যে অন্যান্য দেশের সরকার ও সরকারি সংস্থাদের ভেবে দেখা উচিত, তারা এমন একটা প্ল্যাটফর্মে থাকতে চান কি না, যা ‘গুজব ছড়াবার ময়দানে' পরিণত হয়েছে৷

প্ল্যাটফর্মটিকে নিরাপদ করতে এই খাতে আরো বিনিয়োগ দরকার, বলেন আটামান৷ কিন্তু সেটা জনতার করের কতটা সঠিক ব্যবহার হবে, সে বিষয়ে সন্দিহান তিনি৷

বাড়ছে গুজব ছড়ানোর প্রবণতা

শনিবার হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনার আক্রমণ শুরু হবার পর থেকেই স্যোশাল মিডিয়া ভরে ওঠে ভুয়া খবর, গুজব ও নকল ছবিতে৷

জার্মান রাজনীতিকরা এখন পর্যন্ত এক্স ছেড়ে বেরিয়ে আসার পক্ষে নন, কারণ এই প্ল্যাটফর্ম যত দ্রুত মানুষের কাছে নিয়ে যেতে পারে, তার বিকল্প এখনও নেই৷ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, যেমন অর্থ, স্বরাষ্ট্র বা পররাষ্ট্র, তাদের এক্স বা টুইটার হ্যান্ডেল চালু রেখেছে৷ খোদ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বা জার্মান সরকারেরও রয়েছে আলাদা এক্স হ্যান্ডেল৷

মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়ন জানায় যে, তারা সহিংসতাকে আশকারা দেয় এমন কন্টেন্টের পাশাপাশি ভুয়া খবর নিয়ে ইলন মাস্ককে সতর্ক করেছে

ইইউ'র ইন্টারনাল মার্কেট চিফ থিয়েরি ব্রেটন এক্সকে একটি চিঠিতে ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের' সাথে যোগাযোগ করে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেবার কথা বলেন৷

এক্স জানায়, এই সব বিষয়ে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে ও পদক্ষেপ নিয়েছে৷

এসএস/এআই (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ