1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি দিবস

২২ মার্চ ২০১২

বিশ্ব পানি দিবস বৃহস্পতিবার৷ সবার কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে বিশ্বব্যাপী৷ একদিকে বিশ্বে যেমন জনসংখ্যা বাড়ছে, তেমনি অন্যদিকে কমছে পানির সরবরাহ৷

ছবি: picture alliance / dpa

বর্তমানে আমাদের পৃথিবীতে সাত বিলিয়ন মানুষের বাস৷ আরো দুই বিলিয়ন মানুষ এই বিশাল জনস্রোতে যোগ দেবে ২০৫০ সাল নাগাদ৷ পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন গড়ে ২ থেকে ৪ লিটার পানি পান করে৷ তবে আমরা প্রতিদিন যে পরিমাণ পানি পান করি তার বেশিরভাগ অংশই খাদ্যের সঙ্গে সম্পৃক্ত৷ যেমন পশু পালন এবং খামারের কাজ মিলিয়ে প্রতি এক কেজি গরুর মাংস উৎপাদন করতে খরচ হচ্ছে ১৫,০০০ লিটার পানি, অপর দিকে এক কেজি গম উৎপাদনে খরচ হয় ১,৫০০ লিটার পানি৷ জাতিসংঘের পানি বিষয়ক ক্যাম্পেইন'এর ওয়েবসাইটে এধরনের বেশ কিছু তথ্য যোগ করা হয়েছে৷

কৃষিকাজে প্রয়োজন পানিরছবি: IDRC

পৃথিবীতে বর্তমানে যখন দীর্ঘ মেয়াদী খাদ্যাভাব রয়েছে এবং যেখানে পানির সংকট ক্রমশ দানা বাঁধছে, সেখানে এই ইস্যুটিকে আর ‘অন্যের সমস্যা' হিসেবে আখ্যা দিয়ে পাড় পাওয়ার সুযোগ নেই৷ জাতিসংঘের ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে মানিয়ে নিতে সবার জন্য পুষ্টিকর খাদ্য যেমন নিশ্চিত করতে হবে, তেমনি পানির অপচয় প্রতিরোধেও উদ্যোগী হতে হবে৷ স্বাভাবিকভাবেই জাতিসংঘ চাইছে বিশেষ কিছু উদ্যোগের বাস্তবায়ন, যা পরিস্থিতি বদলাতে পারে৷ আর এই লক্ষ্য পুরণে সকলের সহযোগিতা একান্ত কাম্য৷ এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং টেকসই খাদ্যাভাস, একইসঙ্গে কম পানি খরচায় তৈরি পণ্য ব্যবহার৷

বর্তমানে খাদ্যের যে অপচয় করা হয় তাও রোধ করতে হবে ব্যাপক হারে৷ এই মুহূর্তে বিশ্বে যে পরিমাণ খাদ্য উৎপন্ন হয় তার ৩০ শতাংশই অপচয় হচ্ছে৷ এই পরিস্থিতির পরিবর্তন জরুরি৷ তাই বিশ্বব্যাপী সুপেয় পানি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে একটি বৈশ্বিক পানি ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পক্ষে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রসোঁয়া ফিঁয়৷

সুপেয় পানির অধিকার চাইছবি: AP

মার্সেইয়ে সদ্য সমাপ্ত পানি সম্মেলনে তিনি বলেন, ‘‘একটি বৈশ্বিক পানি ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ এটি হবে বৈশ্বিক পরিবেশ সংরক্ষণ ব্যবস্থার একটি অংশ৷ এটিকে অবশ্যই অনেক বেশি শক্তিশালী এবং প্রাঞ্জল হতে হবে৷''

অবশ্য ফরাসি প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের বিরোধিতাও করেছেন কেউ কেউ৷ এদেরই একজন ম্যাগি হোয়াইট৷ নব্বইটি বেসরকারি উন্নয়ন সংস্থার জোট বাটারফ্লাই এফেক্ট'এর এই মুখপাত্র মনে করেন, সংকট নিরসনে আঞ্চলিক উদ্যোগ বেশি প্রয়োজন৷ তিনি বলেন, ‘‘সত্যিকার অর্থে আমাদের আসলে আরেকটি বড় বৈশ্বিক কাঠামোর প্রয়োজন নেই৷ আমাদের যেটা প্রয়োজন সেটি হচ্ছে আঞ্চলিক এবং জাতীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা৷ কেননা, সিদ্ধান্তগুলো আঞ্চলিক পর্যায়েই নেওয়া হয়৷ আর্থিক সাহায্যও এই পর্যায়ের মাধ্যমেই যাচ্ছে৷ সুতরাং আমাদেরকে কাজ করতে হবে আঞ্চলিক নেতাদের সঙ্গে৷ তাই আরেকটি মূল বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা সম্ভবত সঠিক সমাধান নয়৷''

উল্লেখ্য, বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে বিশেষ বাণী দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ এছাড়া দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতে একাধিক সেমিনার এবং শোভাযাত্রার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ