1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নে চাপের মুখে গুয়ার্দিওলা

১৪ সেপ্টেম্বর ২০১৩

গত মৌসুমে তিনটি সাফল্যের ষোলকলা পূর্ণ করেছে বায়ার্ন মিউনিখ৷ নতুন কোচ পেপ গুয়ার্দিওলার ওপর তা যে বাড়তি চাপ তৈরি করবে সেটা কে না জানতো! নতুন মৌসুমের শুরুতে সত্যিই কর্মকর্তাদের চাপের মুখে পড়েছেন গুয়ার্দওলা৷

Fußball Testspiele Uli Hoeneß Cup FC Bayern München - FC Barcelona am 24.07.2013 in der Allianz Arena in München (Bayern). Pep Guardiola, Trainer von München gestikuliert am Spielfeldrand. Foto: Marc Müller/dpa pixel
ছবি: picture-alliance/dpa

চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা আর জার্মান কাপ – এই তিন আসরের চূড়ান্ত সাফল্যে গত মৌসুমে ‘ট্রেবল' জয়ের উল্লাসে ভাসে বায়ার্ন মিউনিখ৷ সে অবস্থাতেই ইয়ুপ হাইনকেস-এর বিদায় এবং কোচ হিসেবে পেপ গুয়ার্দিওলার আগমন৷ পূর্বসূরিকে এক মৌসুমের সাফল্যে ছাড়িয়ে যাওয়া তো অসম্ভব, তাই বলে সমান সাফল্যের আশা করতে দোষ কোথায়! সে আশা নিয়েই বার্সেলোনার অনেক সাফল্যের নেপথ্যের নায়ক গুয়ার্দিওলার দিকে তাকিয়ে আছে বায়ার্ন৷

কিন্তু এবার বুন্ডেসলিগায় শুরুটা ভালো হয়নি জার্মান ফুটবলের সফলতম ক্লাবটির৷ বুন্ডেসলিগায় এ মুহূর্তে তারা দ্বিতীয় স্থানে৷ সবার ওপরে বোরুসিয়া ডর্টমুন্ড৷ শনিবার নিজেদের মাঠেই হানোফার ৯৬-এর মুখোমুখি হবে বায়ার্ন৷ তারপর আগামী তিন সপ্তাহ ধরে চলবে বুন্ডেসলিগা, জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ৷ কোথাও প্রতিপক্ষ রাশিয়ার সিএসকে মস্কো, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, কোথাও বা জার্মানির বায়ার লেভারকুজেন, কিংবা শালকে৷ হাল্কাভাবে নেয়ার মতো ম্যাচ নেই একটাও৷ কয়েক দিন আগে বুন্ডেসলিগায় ফ্রাইবুর্গের বিপক্ষের ম্যাচটিকে সেভাবেই নিয়েছিলেন গুয়ার্দিওলা৷ নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন বিশ্রামের সুযোগ৷ পরিণাম ১-১ ড্র এবং পয়েন্ট খোয়ানো৷ শনিবার হানোফারের মুখোমুখি হবার আগে তাই বায়ার্নকর্তারা সতর্ক৷

ম্যাচের আগে কোচ গুয়ার্দিওলাকেও সতর্কতাবার্তা শুনিয়েছেন তাঁরা৷ গত মৌসুমের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে ক্লাব প্রেসিডেন্ট উলি হ্যোনেস জার্মানির দৈনিক বিল্ড-কে বলেছেন, ‘‘এখন আমাদের পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে৷'' চেয়ারম্যান কার্লহাইনৎস রুমেনিগে বলেছেন, ব্যর্থতার কারণ হিসেবে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই৷ বায়ার্নের ডিরেক্টর অফ স্পোর্ট মাটিয়াস সামার মনে করেন, ফ্রাইবুর্গের বিপক্ষে খেলোয়াড় নির্বাচনে দুশ্চিন্তা বাড়ানোর মতো ঝুঁকি নিয়েছেন গুয়ার্দিওলা৷ এ পরিস্থিতিতে বায়ার্ন মিউনিখের সব কর্মকর্তার এক কথা – ট্রেবল জয়ের সাফল্য ধরে রাখতে চাইলে কোনো রকমের ঝুঁকি নেয়া বা চেষ্টার ত্রুটি করা চলবে না৷

এসিবি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ