1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্সা লাগামছাড়া, মেসির হ্যাটট্রিক...

১৪ সেপ্টেম্বর ২০১৬

চ্যাম্পিয়নস লিগের প্রথম দিনের খেলায় বায়ার্ন মিউনিখ রস্টভ-কে হারিয়েছে ৫-০ গোলে; চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে একটানা তেরো নম্বর জয় - একটা রেকর্ড! ওদিকে বার্সেলোনা সেলটিক গ্লাসগো-কে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে;

Fußball UEFA Champions League FC Barcelona - Celtic Glasgow
ছবি: Reuters/A. Gea

বার্সার জন্য সেটাও রেকর্ড৷ মেসি প্রথম দু'টি গোল করেন তিন মিনিট আর ২৭ মিনিটের মাথায়; হাফটাইমের পর নেইমারের গোল ৫০ মিনিটে, ইনিয়েস্তার ৫৯ মিনিটে, আর মেসির হ্যাটট্রিক পূর্ণ হয় ৬০ মিনিটের মাথায় ৷ চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর ষষ্ঠ হ্যাটট্রিক৷ কে একজন বাদ গেল না? ও হ্যাঁ, সুয়ারেজ, যিনি এ-মরশুমে এই প্রথমবার গোড়া থেকেই মাঠে ছিলেন৷ তিনি ৭৫ আর ৮৮ মিনিটে ম্যাচের শেষ দুটি গোল করে বার্সার ৭ গোলের উৎসবটা শেষ করেন৷

অ্যাটাকিং লাইনে তিন মহারথী থাকার অর্থ যে কী, এফসি বার্সেলোনার জনসংযোগ বিভাগের মস্তানরা সেটা ভালো করেই জানেন৷ গিফ ব্যবহার করে তা তাঁরা স্পষ্ট করে দিয়েছেন৷

মেসির প্রথম গোলের পরেই বার্সার গোলরক্ষক মার্ক-অন্দ্রে টের স্টেগেন-এর ভুলে সেলটিক একটা পেনাল্টি পেয়েছিল, কিন্তু টের স্টেগেন নিজেই সেটা বাঁচিয়ে ভুলটা শুধরে দেন৷ কাজেই শেষমেশ স্কোর যা দাঁড়ায়, তা চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপে বার্সেলোনার সর্বোচ্চ জয়৷

‘পাড়ায় পেলে দেখে নেব...'

এফ সি বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে একাদিক্রমে ১৩ বার জিতল, যা কিনা সর্বকালের একটা রেকর্ড! অবশ্য অ্যালিয়ান্স অ্যারেনায় বায়ার্নকে হারানো সিংহের খাঁচায় সিংহকে পরাস্ত করার মতোই৷ বায়ার্ন সাপোর্টাররা আবার নিজেদের মাঠে নিজেদের দলকে সিংহবিক্রমে সাপোর্ট করে থাকেন৷ কাজেই প্রতিপক্ষ সাবোধান!

তবে বায়ার্নের নতুন ‘ডিসকভারি', যিনি হয়তো ভবিষ্যতে ‘স্টার' হয়ে উঠবেন, তিনি হলেন ২১-বছর-বয়সি ইওশুয়া কিমিশ৷ এফ সি রস্টভ-কে ৫-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন, তার মধ্যে দু'টি গোল ছিল কিমিশের৷ সময়টা ভালোই যাচ্ছে তাঁর৷ প্রথমে নরওয়ের বিরুদ্ধে তাঁর প্রথম ইন্টারন্যাশনাল গোল; তারপর শালকের বিরুদ্ধে প্রথম বুন্ডেসলিগা গোল; এবার প্রথম ও দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ গোল৷ দেখে বায়ার্ন তথা জার্মান জাতীয় একাদশের সাবেক তারকা লোথার মাটেউস টুইট করতে বাধ্য হয়েছেন: ‘‘তরুণ কিমিশের জন্য একটি দারুণ সন্ধ্যা!''

পেপ গুয়ার্দিওলা যাবার পর বায়ার্নের নতুন কোচ কার্লো আনচেলোত্তির সূচনাটা দেখার মতো৷ একটি টুইটে তাঁর দায়িত্বে বায়ার্নের প্রথম পাঁচটি খেলার ফলাফল তুলে ধরা হয়েছে: প্রতিটি খেলা জিতেছে বায়ার্ন এবং কোনো ম্যাচে কোনো গোল খায়নি৷

মঙ্গলবার সন্ধ্যায় পাঁরি সঁ জার্মেই ১-১ গোলে ড্র করেছে আর্সেনালের সঙ্গে৷ অপরদিকে গতবারের ফাইনালিস্ট আটলেটিকো মাদ্রিদ পিএসভি আইন্ডহোফেনকে হারিয়েছে ১-০ গোলে৷ ওদিকে প্রবল বৃষ্টিতে মাঠ ভেসে যাওয়ার কারণে পেপ গুয়ার্দিওলার নতুন ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে জার্মানির বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখের খেলাটি শুরুই হতে পারেনি৷ খেলাটি হবে বুধবার, অর্থাৎ আজ সন্ধ্যায়৷

এসি/এসিবি (ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ