1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন দলের কোচ বিদায় হচ্ছেন

৮ মার্চ ২০১১

এ মৌসুমের পর আর বায়ার্ন মিউনিখ দলের কোচ হিসাবে দেখা যাবে না লুইস ফান গালকে৷ বুন্ডেসলিগায় দলের অধঃপতনের জন্য দায়ী করা হচ্ছে এই কোচকে৷ আর এটাই বিদায়ের প্রধান কারণ৷

লুইস ফান গালছবি: AP

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগায় এবারে বায়ার্ন এর অবস্থান পাঁচ৷ কোচ ফান গালের হাত ধরে বায়ার্নের ছেলেরা এর আগে ঘরোয়া আসরে দুই দুইবারের শিরোপা নিজেদের করেছিলেন৷ সেরা কোচের সম্মানও এসেছিল তাঁর মাথায়৷ কথা ছিল, ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দলের কোচ হিসাবে থাকবেন তিনি৷ কিন্তু বিধি বাম৷

এবারে অনেকটা যাচ্ছেতাই খেলাই খেলছে বাভারিয়ান এই দলটি৷ জার্মানির জনপ্রিয় এই দলটির সমর্থকরা এতে মারাত্মক হতাশ৷ কেন এমনটা হচ্ছে? ক্লাব কর্মকর্তারা সেই অনুসন্ধানে গিয়ে দেখতে পেয়েছেন এতে দলের কোচ ফান গালেরই নাকি বেশি দায়৷

কিন্তু চুক্তি আছে, তাই চাইলেই তো আর ফান গালের মতো কোচকে ফেলে দেয়া যায় না৷ হাই প্রোফাইল এই কোচের থলিতে আছে সাবেক নামী খেলোয়াড়ের সুনাম, আছে ডাচ দলের ম্যানেজার হবার সম্মান, অ্যাজাক্স আমাষ্ট্রাডামের মতো দলের কোচের অভিজ্ঞতা৷ কিন্তু এবারের বুন্ডেসলিগার খেলায় বায়ার্ন মিউনিখের একের পর এক হারই তাঁর কাল হলো৷ অথচ গত বছরে ঐ ক্লাবের সাফল্যের পর বলা হয়েছিল, ‘শুরু হলো ফান গাল যুগের'৷

যাহোক, গতকাল সোমবার রাতে ক্লাব কর্তৃপক্ষ এবং কোচ ফান গালের মধ্যে দীর্ঘ এক বৈঠক অনুষ্ঠিত হলো৷ সেই বৈঠকের ফলাফল জানা গেলো দুই পক্ষের যৌথ এক বিবৃতিতে৷ যেখানে বলা হলো, এই মৌসুম শেষ হবার পরই আর দলের হাল থাকছে না কোচ ফান গালের কাছে৷ তিনি বিদায় নিচ্ছেন৷ বলা হলো, লুইস ফান গাল এখনো দলের প্রধান কোচ হিসাবেই আছেন৷ তবে মৌসুম শেষ হবার পর আর থাকবেন না৷ ২০১২ সালের যে চুক্তি শেষ হবার কথা ছিল, তাও বাতিল হলো দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই৷ খেলা বিশেষজ্ঞরা বলছেন, এক বছর আগে যে কথা বলা হয়েছিল, এবার তার অবসান হচ্ছে৷ অর্থাৎ ফান গাল যুগের সমাপ্তি হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ