1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়নস লিগ

১৩ এপ্রিল ২০১৩

শুক্রবার চ্যাম্পিয়নস লিগের ড্র’তে যে পেয়ারিং বেরিয়েছে, তা’তে ফুটবলমোদীদের জিভে জল এসে যাবার কথা৷ ইতিমধ্যেই কথা শোনা যাচ্ছে স্প্যানিশ ফুটবল বনাম জার্মান ফুটবলের ডুয়েল নিয়ে৷ ফার্স্ট লেগের দু’টি খেলাই আবার জার্মানিতে৷

ছবি: AFP/Getty Images

বায়ার্ন বনাম বার্সেলোনার খেলাটি হবে ২৩শে এপ্রিল, ফিরতি খেলা স্পেনে পয়লা মে৷ ডর্টমুন্ড বনাম রেয়াল'এর ফার্স্ট লেগ ২৪শে এপ্রিল এবং ফিরতি খেলা ৩০শে এপ্রিল৷

চার মরশুম আগের কথা৷ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের খেলা, মিউনিখে৷ বার্সা বায়ার্নকে হারায় ৪-০ গোলে৷ তার মধ্যে দু'টি গোল করেন - কি যেন নামটা? - ও হ্যাঁ, লিওনেল মেসি৷ বার্সার কোচ তখন ছিলেন পেপ গুয়ার্দিওলা, যিনি এই মরশুমের শেষেই বায়ার্নের দায়িত্ব নিচ্ছেন৷

নিজেদের মাঠে সে' পরাজয়ের কথা যে বায়ার্ন আজও ভোলেনি, তার প্রমাণ, এবার সেমিফাইনালের ড্র'এর পর বায়ার্নের সাম্মানিক প্রেসিডেন্ট কার্ল-হাইন্ৎস রুমেনিগে বলেছেন: ‘‘বায়ার্ন মিউনিখ যে ২০০৯ সাল যাবৎ অনেক উন্নতি করেছে এবং সেরা দলগুলোর সঙ্গে আজ তার তুলনা করা চলে, এটা হল তা প্রমাণ করার সুযোগ৷'' রুমেনিগের কাছে বায়ার্ন-বার্সেলোনা মোলাকাত এক হিসেবে বুন্ডেসলিগা আর স্প্যানিশ লিগের মধ্যে তুলনা করার একটা সুযোগও বটে৷

২০০৯ সালে বায়ার্নের মাঠে বায়ার্নকেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সাছবি: AP

ক্ল্যাশ অফ জায়েন্টস

বায়ার্নের কোচ ইয়ুপ হাইনকেস বায়ার্নে তাঁর শেষ এবং আশ্চর্যরকম সফল মরশুমেও হামবড়াই পছন্দ করেন না৷ বায়ার্ন বনাম বার্সেলোনার খেলাকে হাইনকেস বলেছেন ‘‘ক্ল্যাশ অফ জায়েন্টস'', অর্থাৎ দৈত্যের লড়াই৷ বার্সাকে তিনি বর্ণনা করেছেন এইভাবে: ‘‘(একটি) দল, যারা গত চার বছর ধরে গোটা ইউরোপকে তাদের সৃজনীমূলক ফুটবল দেখিয়ে চমকে দিয়েছে, অপরদিকে নিজেদের আধিপত্য বিস্তার করেছে...''৷ কাজেই হাইনকেস ‘‘ফুটবলের একটি জাদুকরি সন্ধ্যা'' প্রত্যাশা করছেন৷

স্পেনের প্রাক্তন গোলরক্ষক আন্ডোরি জুবিজারেটা এখন বার্সেলোনার ডাইরেক্টর অফ ফুটবল৷ তিনি বায়ার্ন ও বার্সা সম্পর্কে বলেছেন: ‘‘দু'টি দলের ফুটবল শৈলীর মধ্যে ফারাক আছে৷ আমরা যা পছন্দ করি এবং করতে পারি, সেটাই আমরা করার চেষ্টা করব: আমরা ফুটবল খেলব৷'' বার্সার তরফ থেকে এ'কথা বলা হলে সেটাও হুমকির মতো শোনায়৷

ডর্টমুন্ড বনাম রেয়াল

গ্রুপ পর্বে নিজেদের মাঠে রেয়ালকে হারিয়েছিল ডর্টমুন্ডছবি: picture-alliance/dpa

ডর্টমুন্ড বনাম রেয়ালের জুটি যদি ঠিক অতোটা তারাঝরা না হয়, তাহলে সেটাকে রেয়ালের দোষ বলা চলে না৷ ডর্টমুন্ড চলতি মরশুমটা বাদ দিলে তার আগের দু'মরশুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন৷ এ'মরশুমেও তারা দ্বিতীয় স্থানেই আছে৷ তাদের কোচ ইয়ুর্গেন ক্লপ এক আশ্চর্য ব্যক্তি ও ব্যক্তিত্ব৷ ডর্টমুন্ড ১৯৯৭ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, কিন্তু সে'যাবৎ এই প্রথম সেমিফাইনাল অবধি পৌঁছেছে৷

এবার কিন্তু গ্রুপ স্টেজে বুক ফুলিয়ে রেয়ালের মহড়া নিয়েছে ডর্টমুন্ড: মাদ্রিদে ২-২ ড্র করার পর নিজেদের মাঠে রেয়াল'কে ২-১ গোল হারিয়ে গ্রুপের শীর্ষে থেকেছে৷ ডর্টমুন্ডের প্রধান কর্মকর্তা হান্স-ইওয়াখিম ভাট্ৎস্কে কিন্তু তার সঠিক মূল্যায়ন করতে জানেন: ‘‘গ্রুপ পর্যায়ে যা ঘটেছে তার জন্য ওরা (রেয়াল) আমাদের ভয় করবে বলে আমি মনে করি না৷ তবে ওরা আমাদের শ্রদ্ধা করবে, যেমন আমরা ওদের শ্রদ্ধা করি৷''

সেটাকেই তো বলে ফুটবল৷

এপি / এসবি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ