1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ)২৪ ফেব্রুয়ারি ২০১৩

৬-১ গোলে হারল ব্রেমেন৷ এটা ছিল আবার বায়ার্নের বর্ষীয়ান ট্রেনার ইয়ুপ হাইনকেস’এর - খেলোয়াড় এবং কোচ হিসেবে - বুন্ডেসলিগায় এক হাজারতম ম্যাচ৷ সে’ উপলক্ষ্যেও এই ‘গোলের তোড়া’ হতে পারে৷

ছবি: picture-alliance/dpa

বায়ার্ন যখন টালমাটাল তখন বায়ার্নের হাল ধরতে এসেছিলেন প্রবীণ হাইনকেস৷ এবং হাল যে তিনি ধরতে জানেন, এ' মরশুমে বায়ার্নের রেকর্ডই তার প্রমাণ৷ বুন্ডেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়নস লিগ, এই ত্রিমুকুট জেতার সম্ভাবনাও আছে বায়ার্নের৷ সদ্য লন্ডনে গিয়ে আর্সেনালকে হারিয়ে এলো ৩-১ গোলে৷ তার পরেই ব্রেমেনকে ধুলিসাৎ করে বুন্ডেসলিগা খেতাবের পথে ১৮ পয়েন্টের লিড৷ এ' বায়ার্নকে দেখে সত্যিই চোখ কচলাতে হয়৷

এ' সাফল্যকে যদি হাইনকেসের সাফল্য বলা যায়, তাহলে তা একটি কারণে, শনিবার সন্ধ্যায় বায়ার্ন ক্যাপ্টেন ফিলিপ লাম যে কথাটি প্রসঙ্গত উল্লেখ করেন৷ হাইনকেস কা'কে মাঠে নামাবেন, তা নিয়েই এখন প্লেয়ারদের মধ্যে এক ধরনের নিজস্ব প্রতিযোগিতা চলেছে৷ সকলেই জানে, খেলা না দেখাতে পারলে প্রথম একাদশে স্থান পাবার আশা নেই৷ হাইনকেস নাম কিংবা টাকার অঙ্কে কোনো খেলোয়াড়ের মূল্যে চমকে যাবার পাত্র নন৷ খেলা দেখাও, মাঠে নামো - এই হল তাঁর ফুটবল দর্শন৷

বায়ার্ন কোচ ইয়ুপ হাইনকেসছবি: picture-alliance/dpa

মারিও গোমেজ ব্রেমেনের বিরুদ্ধে দু'টি গোল করেছেন - কিন্তু প্রথম একাদশে তাঁর জায়গা নেই, অন্তত এযাবৎ নেই৷ এবং দু'টো গোল করার ফলেই যে তিনি পরের খেলায় গোড়া থেকেই মাঠে থাকবেন, তার কোনো গ্যারান্টিও নেই৷ মারিও সেটা নিজেও জানেন৷ ওদিকে রবেন বহুদিন ধরে চোটের কারণে মাঠে থাকার প্রায় সুযোগই পাচ্ছিলেন না৷ এবার পর পর দু'টি খেলায় নামার সুযোগ পেয়েই দু'টি খেলাতেই একটি করে গোল করেছেন৷ সবাই যেন কোচ'কে দেখাতে চাইছেন, আমাকে নামাও, আমিও লাগামছাড়া ঘোড়া৷ এই স্পিরিট কিংবা মনোবৃত্তিটা খানিকটা ইয়ুপ হাইনকেসের কারণেই বায়ার্নে এসেছে বলে অনেক পর্যবেক্ষকের ধারণা৷

বলতে কি, রবেন এবং গোমেজ, দুজনেই শনিবার খেলতে পান হাইনকেস বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টোনি ক্রোস, মারিও মানচুকিচ, থমাস ম্যুলার, ডেভিড আলাবা এবং ড্যানিয়েল ফ্যান বয়টেন'কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন বলে৷ আগামী বুধবারই জার্মান কাপের খেলায় বায়ার্ন মুখোমুখি হবে বোরুসিয়া ডর্টমুন্ডের, আগের দু'মরশুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ডর্টমুন্ড, যারা এখন লিগ তালিকায় বায়ার্নের পরে দ্বিতীয় স্থানে: তবে বায়ার্নের ৬০ পয়েন্ট আর ডর্টমুন্ডের ৪২, এই যা তফাৎ৷

বায়ার্নের ক্লাব প্রধান কার্ল-হাইনৎস রুমেনিগে'ও খেয়াল করেছেন যে, ‘‘কোচ তাঁর দলকে রোটেট করার সিদ্ধান্ত নেন৷ কিন্তু আমরা সকলেই দেখেছি, যে প্লেয়াররা দলে এসেছে তারাও মনোযোগী এবং উদ্বুদ্ধ৷ বুনিয়াদীভাবে আর্সেনালের বিরুদ্ধে খেলার সঙ্গে কোনো পার্থক্য ছিল না৷''

সেটাই হল বায়ার্নের সাফল্যের চাবিকাঠি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ