1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন মিউনিখের পর এবারে ভারতের পথে এফসি বার্সেলোনাও

২১ অক্টোবর ২০১১

ক্রিকেটের মাঠে কেরামতি দেখালেও, ফুটবলের আসরে ভারতের অবস্থা ভয়ানক দুর্বল৷ ফিফা’র ব়্যাংকিং অনুযায়ী, বিশ্বে ভারতের স্থান ১৬২৷ একশো কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশে, এটা সত্যিই খুব শ্লাঘার ব্যাপার নয়৷

Napoli Colombian defender Juna Camilo Zuniga, left, is tackled by Bayern Munich Jerome Boateng during a Champions League, group A soccer match between Napoli and Bayern Munich, in Naples, Italy, Tuesday, Oct. 18, 2011. (Foto:Francesco Pecoraro, Lapresse/AP/dapd) ITALY OUT
নাপোলির বিরুদ্ধে বায়ার্ন মিউনিখ গোলের পর আনন্দছবি: dapd

এর কারণ, লোকবল, অর্থবল বা মনোবল – যারই অভাব হোক না কেন, এবার কিন্তু দেশটিতে আন্তর্জাতিক মানের ফুটবল গড়ার কিছু উদ্যোগ দেখা যাচ্ছে৷ ভারতে ফুটবল প্রতিভা খুঁজে বার করতে এবং কিশোর-তরুণদের প্রশিক্ষণ দিতে ইতিমধ্যেই কোমর বেঁধে লেগেছে জার্মানির অন্যতম ফুটবল দল বায়ার্ন মিউনিখ৷ খেলাধুলার জিনিস-পত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘আডিডাস' ও গাড়ির কোম্পানি ‘আউডি'-র সঙ্গে সহযোগিতায়, রাজধানী নতুন দিল্লিতে বসেছে এফসি বায়ার্ন ইউথ ক্লাবের আসর৷ যেখানে ১৬ বা তার কম বয়সি ছেলেদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সুপ্ত প্রতিভা৷ দেওয়া হবে প্রশিক্ষণ৷ আর তারাই, আগামী বছরের মে মাসে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে জার্মানির মিউনিখ শহরে৷

এখানেই শেষ নয়৷ কারণ এবার, বায়ার্ন দলের পদাঙ্ক অনুসরণ করে ভারতে আসছে ইউরোপের শীর্ষ এক আন্তর্জাতিক ক্লাব এফসি বার্সেলোনা৷ ইউএএফএ চ্যাম্পিয়ন্স লিগ আর স্প্যানিশ লা লিগা'র এই চ্যাম্পিয়ন দলও ভারতের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিতে একেবারে তৈরি৷ গত বুধবার, নতুন দিল্লিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে একথাই ঘোষণা করেছে ‘কনসায়েন্ট ফুটবল' নামের একটি কোম্পানি৷ প্রসঙ্গত, এ কোম্পানির সঙ্গে এক জোট হয়েই ভারতীয় ফুটবলে তাদের অবদান রাখতে রাজি হয়েছে এফসি বার্সেলোনা৷ আর এরা, নতুন দিল্লির গুরগাঁও অঞ্চলে ফুটবল প্রশিক্ষণ শুরু করে দিয়েছে বেশ কিছু দিন যাবত৷

বার্সেলোনার তুখোড় তিন খেলোয়াড় ইনিয়েস্তা, মেসি এবং হার্নান্দেজছবি: AP/DW

ফুটবলের জগতে প্রশিক্ষক হিসেবে এফসি বার্সেলোনার ভালোই নাম-ডাক আছে৷ এফসি বার্সেলোনা দলের প্রধান খাভি মার্স বলেন, ‘‘আমরা আগামী বছরের শুরুতেই ভারতে একটা ‘সকার-ক্যাম্প' তৈরি করতে চলেছি৷ ভারতে ফুটবল নিয়ে উৎসাহ দেখে আমরা আপ্লুত৷ তাই ‘কনসায়েন্ট ফুটবল'-কে আমাদের সহযোগী হিসেবে পেয়ে আমরা সত্যিই আনন্দিত৷''

গত বছর এফসি বার্সেলোনা দল বিশ্বব্যাপী মোট ২২টি শহরে ‘সকার-ক্যাম্প'-এর আয়োজন করে এবং ৩-১৭ বছর বয়সের প্রায় ১৮ হাজার কিশোর ফুটবলারকে প্রশিক্ষণ দেয়৷ খাভি মার্স জানান, ‘‘আমরা মূলত তিন ভাগে ট্রেনিং দিয়ে থাকি৷ ‘ইন্ট্রোডাকশন' বা ভূমিকা, ‘প্রি-ট্রেনিং' বা প্রাক-শিক্ষা এবং ‘ট্রেনিং' বা পুরো মাত্রায় প্রশিক্ষণ৷

‘কনসায়েন্ট ফুটবল'-এর প্রধান আনু জেইন জানান, ‘‘এ ধরণের একটা ‘সকার-ক্যাম্প' ভালো ফুটবলার হওয়ার পথে প্রথম পদক্ষেপ৷ আমরা চাইছি, আমাদের ছেলেরা যাতে বিশ্বের এক নম্বর দলের কাছে থেকে প্রশিক্ষণ পায়৷ আশা করছি, আগামী বছর ভারতীয় কিশোররাও এমন একটা ‘ক্যাম্প' থেকে জ্ঞান আহরণ করতে পারবে, শিখতে পারবে ফুটবলের নানা কৌশল৷''

ভুলে গেলে চলবে না, এদের হাতেই এক সময় তৈরি হয়েছিলেন জেরার্ড পিক, ভিক্টর ভাল্দেস, খাভি এরনানদেস, কার্লোস পুওল, আন্দ্রেস ইনিয়েস্তা এবং লিওনেল মেসি-র মতো খেলোয়াড়৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ