1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন মিউনিখ (জার্মানে বলে ম্যুনশেন)

আব্দুল্লাহ আল-ফারূক১৯ আগস্ট ২০০৯

রেকর্ড লীগ চাম্পিয়ন বায়ার্ন মিউনিখে নতুন ট্রেনার, ৭জন নতুন খেলোয়াড়৷ গত মরশুমে শিরোপা না পাওয়ার যন্ত্রণা রয়ে গেছে৷ প্রথম তিন দিনের ম্যাচের পর তার স্থান ১৪৷ পয়েন্ট মাত্র ২৷ বায়ার্নের এরকম সূচনা অপ্রত্যাশিত৷

লুইস ফান গালছবি: AP

গত মরশুমের শেষ পর্বে বায়ার্ন মিউনিখ তার বহুল আলোচিত কোচ ইউর্গেন ক্লিন্সমানকে বরখাস্ত করে৷ স্বল্প সময়ের জন্য নিযুক্ত হন ইউপ হেইংকেস৷ বায়ার্ন নতুন মরশুমের জন্য কোচ হিসেবে খ্যাতিমান ডাচ কোচ লুইস ফান গাল-এর নাম ঘোষণা করে৷ কিন্তু নতুন কোচ-এর অধীনে বায়ার্নের শুরুটা ভাল হয়নি৷

বিশেষ করে এবারকার লীগের তৃতীয় দিনের খেলায় সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশনে উঠে আসা ক্লাব মাইনৎস-এর কাছে ১:২ গোলে বায়ার্নের পরাজয় বিস্ময়কর৷ বোঝা যাচ্ছে, নতুন কোচের কৌশল এখনও মাঠে দানা বাঁধেনি৷ তাই ডিফেন্ডার ফিলিপ লাম ধৈর্য ধরতে বলেছেন৷ তবে অসন্তোষ-যে বাড়ছে তাতে কোন সন্দেহ নেই৷ ক্লাব কর্মকর্তা কার্ল হাইনৎস রুমেনিগে ক্ষোভ প্রকাশ করে বলেন, তিন তিনটা ম্যাচ থেকে দুই পয়েন্ট অসন্তোষজনক এক পরিস্থিতি বইকি৷

চলতি মরশুমে বায়ার্নে নতুন এসেছেন :

মারিও গোমেস, এসেছেন ভিএফবি স্টুটগার্ট থেকে, সাড়ে তিন কোটি ইউরো ট্রান্সফার ফি-তে;

ইভিকা ওলিচ, এসেছেন হামবুর্গ থেকে;

আনাতলি টিমোশচুক, এসেছেন জেনিথ সেন্ট পিটার্সবার্গ থেকে, ট্রান্সফার ফি এক কোটি দশ লক্ষ ইউরো;

ডানিয়েল প্রানজিচ, এসেছেন ৭৭ লক্ষ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে;

এডসন ব্রাফহাইড, এসেছেন এফসি টোয়েন্টি এসেডে ক্লাব থেকে, ২০ লক্ষ ইউরো ট্রান্সফার ফি-তে;

আলেকজান্ডার বাউমইওহান, এসেছেন বোরুসিয়া ম্যোয়েনসেনগ্লাডবাখ থেকে;

আন্দ্রেয়াস গ্যোয়ের্লিৎস, এসেছেন কার্লসরুহার এস সি ক্লাব থেকে৷

ফ্রাংক রিবেরি, লুকা টোনি, মার্ক ফান বমেল, হামিত আল্টিনটপ, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, মিরোস্লাভ ক্লোজে - এরা রয়ে গেছেন ক্লাবে৷

চলতি মরশুমে বায়ার্ন থেকে বিদায় নিয়েছেন:

লুকাস পডোলস্কি, ফিরে গেছেন তাঁর আগের ক্লাব এফসি কোলনে, ১কোটি ইউরো ট্রান্সফার ফি-তে;

মাটস হুমেলস, গেছেন বোরুসিয়া ডর্টমুন্ডে, ৪২ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে;

জে রবার্টো, গেছেন হামবুর্গার এসভি-তে৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ