1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়োমেট্রিক নিরাপত্তার দুর্বলতা

৫ জুলাই ২০১৮

আঙুলের ছাপ বা মুখচ্ছবি শনাক্ত করে কম্পিউটার বা মোবাইল ফোনে নিরাপত্তার প্রবণতা বাড়ছে৷ কিন্তু প্রতারকরা এই ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারছে৷ একদল গবেষক সেই দুর্বলতা কাটিয়ে তোলার চেষ্টা করছেন৷

Symbolbild Gesichtserkennung
ছবি: picture-alliance/picturedesk/H. Ringhofer

কম্পিউটরে নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ডের বদলে কখনো মুখচ্ছবি দেখে ব্যক্তি চেনার প্রযুক্তি প্রয়োগ করা হয়৷ কিন্তু কোনো অযাচিত ব্যক্তি মুখোশ পরে কিছু বায়োমেট্রিক সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটারের নাগাল পেতে পারে৷

এক ইউরোপীয় প্রকল্পের আওতায় বায়োমেট্রিক সিস্টেমের দুর্বলতা শনাক্ত করে সেটিকে আরও নিরাপদ করে তোলার উদ্যোগ চলছে৷ বায়োমেট্রিক্স গবেষক সেবাস্টিয়াঁ মার্সেল বলেন, ‘‘আমরা দেখলাম, যে সব বায়োমেট্রিক সিস্টেম সবচেয়ে কার্যকরভাবে কোনো ব্যক্তিকে শনাক্ত করতে পারে, সেগুলিই আবার সবচেয়ে বেশি হামলার শিকার হতে পারে৷ প্রত্যেক নতুন হামলার পর আমাদের পালটা পদক্ষেপ সৃষ্টি করতে হয়৷ বায়োমেট্রিক সিস্টেম কেন এত নাজুক, তা জানতে আরও সময় লাগবে৷’’

ডিজিটাল নিরাপত্তা নিয়ে গবেষণা

03:37

This browser does not support the video element.

মুখচ্ছবি দেখে মানুষ চেনার প্রযুক্তির ক্ষেত্রে অবিকল মুখোশ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে৷ এখনো পর্যন্ত হামলাকারীরা কোনো ব্যক্তির ছবি বা ভিডিও দেখিয়ে সেই ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে৷ কিন্তু এবার গবেষকরা সফটওয়্যাররের মাধ্যমে এমন হামলা প্রতিহত করতে পারছেন৷ গবেষক হিসেবে নেসলি এর্দোমুশ মনে করেন, ‘‘প্রথমত, চোখের পাতা ফেলার ছন্দ শনাক্ত করা হচ্ছে৷ সফটওয়্যার ব্যবহারকারীকে ঠিক সময়ে চোখের পাতা ফেলতে বলে৷ ফলে ক্যামেরার সামনে শুধু তার ছবি দেখালে চলে না৷ মোশন বা গতিবিধি শনাক্ত করেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে৷ মুখের ছাপা ছবি ও আসল মুখের নড়াচড়া এক হতে পারে না৷''

গবেষকরা ত্বকের বৈশিষ্ট্য বিশ্লেষণের এক পদ্ধতি নিয়েও কাজ করছেন৷ ফলে বায়োমেট্রিক সফটওয়্যার আসল মুখচ্ছবি ও মুখোশের মধ্যে পার্থক্য ধরতে পারবে৷

আঙুলের ছাপ কোনো ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়৷ কিন্তু গবেষকরা তার দুর্বলতাগুলি তুলে ধরছেন৷ কালিয়ারি বিশ্ববিদ্যলয়ের জানলুকা মার্সিয়ালিস বলেন, ‘‘সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যে কৃত্রিম আঙুলের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমকে বোকা বানানো সম্ভব৷ সুপারমার্কেটেই তার উপকরণ কিনতে পাওয়া যায়৷''

কাচ বা অন্য কোথাও আঙুলের ছাপ নকল করে কয়েক মিনিটের মধ্যেই তা কাজে লাগানো যায়৷ দ্রুত ও সস্তার এই প্রক্রিয়ায় চুইং গামের সাহায্যে মূল আঙুলের ছাপ নকল করা হয়৷ অনেক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আসল ও নকলের মধ্যে তফাত ধরতে পারে না৷ মার্সিয়ালিস বলেন, ‘‘আমরা সিস্টেমে রাখা এক আঙুলের ছাপ নকল করতে পারি৷ প্রায় নিখুঁতভাবে মেলাতে পারি৷''

প্রস্তাবিত সমাধানসূত্রের নাম ‘লাইভনেস অ্যাসেসমেন্ট'৷ ত্বকের বিন্যাস অত্যন্ত কৃত্রিম মনে হলে এই প্রযুক্তি আঙুলের ছাপ নাকচ করে দেবে৷ জানলুকা মার্সিয়ালিস বলেন, ‘‘আমাদের সিস্টেম দুটি বিষয় পরিমাপ করে৷ একদিকে বিন্যাসের মধ্যে মিল শনাক্ত করে৷ পর্দায় সবুজ রংয়ের অর্থ, দুই বিন্যাস মিলে যাচ্ছে৷ কিন্তু লাল রং ‘লাইভনেস অ্যাসেসমেন্ট' অত্যন্ত কম বলে ইঙ্গিত করছে৷ অর্থাৎ আঙুলের ছাপ ভালভাবে নকল করলেও কোনো প্রতারক নিরাপত্তা ভাঙতে পারবে না৷''

প্রতারকদের তুলনায় এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে বায়োমেট্রিক বিশেষজ্ঞদের বেশ বেগ পেতে হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ