1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএএসএফ গ্রামীণ

২৭ মার্চ ২০১২

বিশ্বের শীর্ষস্থানীয় রাসায়নিক দ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জার্মানির বিএএসএফ৷ ড. মুহাম্মদ ইউনূসের ‘সামাজিক ব্যবসা’ তত্ত্বে আগ্রহী হয়ে তারা গ্রামীণের সঙ্গে মিলে গড়ে তুলেছে ‘বিএএসএফ গ্রামীণ লিমিটেড’ নামের একটি কোম্পানি৷

ছবি: BASF

বিএএসএফ কর্মকর্তা ইশতিয়াক নিজামি বলছেন, এই মশারির গায়ে মশা বসার কিছুক্ষণের মধ্যেই মশা মারা যাবে৷ কেননা মশারিটি তৈরির সময় তাতে একটা বিশেষ রাসায়নিক উপকরণ মেশানো হয়েছে৷ তবে এটা মানবদেহের জন্য ক্ষতিকারক নয়৷ এমনকি নবজাতক শিশুও যদি মশারিতে মুখ লাগায় তাহলেও তার কিছু হবেনা৷ নিজামি বলেন, মশারিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে অনুমোদন প্রাপ্ত৷

বিএএসএফ গ্রামীণের যৌথ উদ্যোগছবি: BASF

তিনি বলেন, সাড়ে ছয়শো থেকে সাতশো টাকায় পাওয়া যাবে মশারিটি৷ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন মশারিটি পাওয়া যায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে৷

বিএএসএফ গ্রামীণের সামাজিক ব্যবসায়ের প্রথম প্রকল্প এই মশারির বাজারজাতকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ইউনূস৷ তিনি বলেন, আশ্চর্য মশারির উৎপাদন ও বাজারজাতকরণের ফলে এখন মানুষ অল্প খরচে ডেঙ্গু ও ম্যালেরিয়া থেকে রক্ষা পাবে৷

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল, বিএএসএফ'এর এশিয়া অঞ্চলের সভাপতি সাওরি ডুবোর্গ এবং বিএএসএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারিয়া সাদিক৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ