1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি ছাড়াই নির্বাচন?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ অক্টোবর ২০১৩

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না এলে তাদের বাদ দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি৷ তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এ ছাড়া কোনো পথ নেই৷

Activists gather in front of the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকায় পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সাংবিধানিক সংকটের কারণে যাতে কোনো অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করতে না পারে, এ জন্য যথা সময়েই নির্বাচন হবে৷ সরকার কোনো অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আসতে দিতে পারেনা৷ তাই বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন যথা সময়েই হবে৷

তিনি আরও বলেন, সংলাপের জন্য বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আমন্ত্রণ জানিয়েছেন, তা এখনো উন্মুক্ত আছে৷ বিরোধী দলীয় নেত্রী যখন চাইবেন তখনই সংলাপ হতে পারে৷ আর নির্বাচনকালীন সর্বদলীয় অন্তর্বর্তী সরকারে কারা থাকছেন, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেই ঠিক করা হবে বলে জানান তিনি৷

পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনিছবি: AP

এর জবাবে বিএনপি-র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডয়চে ভেলেকে বলেন, ‘‘নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে৷ কোনো দলীয় বা সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন হবেনা৷ প্রধানমন্ত্রী টেলিফোনে বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলে একটি নাটক করেছেন৷ তাঁরা আসলে সংলাপ চান না৷ আর সংলাপ হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার নিয়ে৷ এ নিয়ে সংলাপে সব সময় রাজি আছে বিএনপি৷''

তিনি বলেন, সরকার আগে থেকেই বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের ষড়যন্ত্র করছে৷ কারণ তারা জানে নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে৷ তাই তারা নির্বাচন কমিশন তাদের লোক দিয়ে সাজিয়েছে৷ তিনি আরও বলেন, ডা. দীপু মনিসহ সরকারের বেশ কিছু মন্ত্রী, এমপি এবং এবং নেতা আছেন, যাঁরা আগামী নির্বাচনে চরম পরাজয়ের মুখোমুখি হবেন৷ ‘‘তারাই সরকারকে এখন দ্রুত একতরফা নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছে৷ তারা চায় না দেশে নিরপেক্ষ কোনো নির্বাচন হোক আর বিএনপি নির্বাচনে অংশ নিক৷''

ব্যারিস্টার খোকন বলেন, সরকারের এই একতরফা নির্বাচনের ষড়যন্ত্র সফল হবে না৷ বিরোধী দল এ ধরনের নির্বাচন প্রতিহত করবে৷ আর দেশের মানুষ এ ধরনের নির্বাচন মানবেনা এবং আন্তর্জাতিকভাবেও গ্রহণযোগ্য হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ