শুদ্ধি অভিযান শুরু হচ্ছে বিএনপিতে৷ এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ও মহানগর সহ বিভিন্ন কমিটিতে নতুন মুখ যেমন আসবে, তেমনি অনেকে পদও হারাবেন৷ এই অভিযানের মূল মাপকাঠি হবে ৫ই জানুয়ারির নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে ভূমিকা৷
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের জন্য বৈঠক করেছেন সোমবার রাতে৷ সেই বৈঠকের সূত্র ধরেই জানা গেছে দলের অনেক কিছু৷ খালেদা জিয়া বৈঠকে সরাসরি সরকারবিরোধী আন্দোলনে কার কি ভূমিকা ছিল, তা স্পষ্ট করেছেন৷ এছাড়া, ঢাকা মহানগর বিএনপি ৫ই জানুায়ারির নির্বাচনের আগে যে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে পারেনি, তাও তিনি স্পষ্ট করেছেন৷ মহানগরের নেতারা তা স্বীকার করেছেন৷ বিশেষ করে বিএনপির ‘গণতন্ত্রের অভিযাত্রা' কর্মসূচি সফল করার দায়িত্ব ছিল ঢাকা মহানগর বিএনপির ওপর৷ তারা এই কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে৷ মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা জেলে থাকায় জবাবদিহি করতে হয়েছে সদস্য সচিব আব্দুস সালামকে৷ তিনি ব্যর্থতা স্বীকার করলেও সরকারের ‘দমন-পীড়নকে' কারণ হিসেকে দাড় করানোর চেষ্টা করেছেন৷ কিন্তু গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে থাকাকে গ্রহণ করেননি খালদা জিয়া৷ জানা গেছে, খালেদা জিয়া কোনো কোনো নেতার দলের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন এদিন৷
ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুরের ছবি
দশম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের সময় ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে৷ পাঁচ জানুয়ারি বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর এবং জনপ্রতিক্রিয়ার কিছু ছবি পেয়েছে ডয়চে ভেলে৷ পাঠকের জন্য গ্যালারি আকারে সেসব ছবি প্রকাশ করা হলো৷
ছবি: STRINGER/AFP/Getty Images
আওয়ামী লীগ সমর্থকদের মারধর
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন রাজশাহীর বাগমারায় নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের পেটায় বিএনপি সমর্থকরা৷ পাঁচ জানুয়ারি ভোট গ্রহণের সময় বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন দল এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন৷
ছবি: picture-alliance/dpa
সংঘর্ষে আহতকে সহায়তা
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচন চলাকালে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে সহায়তা করছেন অন্যরা৷ নির্বাচন চলাকালে একশো’র বেশি ভোটকেন্দ্রে হামলা চালায় নির্বাচন বিরোধীরা৷ সহিংসতা এবং ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়ার কারণে ১৩৯টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন৷
ছবি: picture-alliance/AP Photo
আগুনে পোড়া ভোট কেন্দ্র
নির্বাচনের দিন চট্টগ্রামের সাতকানিয়ার আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা৷
ছবি: DW
পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাইবান্ধায় ভোট গ্রহণ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় স্লোগান দিচ্ছে নির্বাচন বর্জন করা বিরোধী দলের সমর্থকরা৷ বিরোধী দলবিহীন রবিবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল৷ তাছাড়া এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ইতোমধ্যে দেশি-বিদেশি মহলে প্রশ্ন উঠেছে৷ ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ থেকে বিরত থেকেছে৷
ছবি: Reuters
আহতকে সেবা
গাইবান্ধায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত এক ব্যক্তিকে ঘিরে রেখেছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা৷ রবিবারের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিরোধী দল বিএনপি ‘‘নির্বাচনের ফলাফল বাতিল ও ভোটের দিন সারা দেশে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে’’ সোমবার সকাল ছ’টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে৷
ছবি: Reuters
ভোটকেন্দ্রে হামলা
বগুড়ার একটি ভোটকেন্দ্রে হামলা চালায় নির্বাচন বিরোধীরা৷ এসময় তারা ভোটকেন্দ্রে রাখা ব্যালট বাক্স ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়৷ প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া৷
ছবি: STRINGER/AFP/Getty Images
ভোটকেন্দ্রের সামনে আগুন
বগুড়ার একটি ভোটকেন্দ্রের সামনে নির্বাচনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যে আগুন ধরিয়ে দেয় নির্বাচন বিরোধীরা৷
ছবি: STRINGER/AFP/Getty Images
লাঠিসোঁটা নিয়ে উচ্ছ্বাস
বগুড়ার একটি ভোটকেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালানোর পর লাঠিসোঁটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা৷ ঐতিহাসিকভাবে বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত৷
ছবি: STRINGER/AFP/Getty Images
সন্দেহভাজনকে আটক
বগুড়ায় একটি ভোটকেন্দ্রে হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করছে পুলিশ৷ নির্বাচন চলাকালে অনেক ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে নির্বাচন বিরোধীরা৷ এসময় হতাহতের ঘটনাও ঘটেছে৷
ছবি: STRINGER/AFP/Getty Images
বাদ যায়নি বাড়িও
বগুড়ার এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালায় নির্বাচন বিরোধীরা৷ হামলার পর আগুনে পোড়া অবশিষ্টের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় কিনা, তা খুঁজে দেখছেন সেই নেতার এক আত্মীয়া৷
ছবি: STRINGER/AFP/Getty Images
টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি
দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন নারায়ণগঞ্জে সড়কে টায়ার জ্বেলে অবরোধ সৃষ্টি করে জামায়াত-শিবির কর্মীরা৷
ছবি: DW
আহত ভোটার
ঢাকায় বিরোধী দলের সমর্থকদের ছোড়া হাতে তৈরি বোমার আঘাতে আহত এক ভোটার৷ ভোট গ্রহণ চলাকালে নির্বাচন বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে বোমা ফাটিয়েছে৷
ছবি: STRINGER/AFP/Getty Images
12 ছবি1 | 12
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ডয়চে ভেলেকে বলেন, আগামী মে মাসে দলের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনের আলোচনা হচ্ছে৷ তার আগে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত কমিটিগুলোর কাজের চুলচেরা বিশ্লেষণ হবে, তা-ই শুরু হয়েছে৷ বিগত আন্দোলনে কেউ ত্যাগী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন৷ আবার কেউ তা পারেননি৷ তাই কারুর পদোন্নতি হবে, কারুর হবে না৷ আবার কেউ কেউ শাস্তির মুখেও পড়তে পারেন৷ তিনি বলেন, নতুন কমিটিগুলো হবে সামনের আন্দোলন-সংগ্রামকে সফল করার লক্ষ্যকে সামনে রেখে৷ তাই যাঁদের দিয়ে আন্দোলন হবে না, স্বাভাবিক কারণে তাঁদের দায়িত্বও দেয়া হবে না৷
জানা গেছে, খালেদা জিয়া মনে করেন ঢাকার বাইরে এবার আন্দোলন ছিল যথেষ্ঠ শক্তিশালী৷ কিন্তু মূল জায়গা ঢাকায় কোনো কার্যকর আন্দোলন গড়ে তোলা যায়নি৷ জেলা এবং তৃণমূল পর্যায়ের নেতাদেরও অভিমত তাই৷ এ কারণে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের কর্মসূচি জেলা পর্যায়ের নেতাদের তোপের মুখে স্থগিত করা হয়েছে৷ তাঁদের অভিমত, ‘জেলা-উপজেলা ঠিক আছে, আগে কেন্দ্র ঠিক করতে হবে, কেন্দ্র ঠিক নাই৷' তাই খালেদা জিয়া ঢাকা মহানগর দিয়ে আলোচনা শুরু করেছেন৷ আর মহানগরকে আরো কার্যকর করতে দুই ভাগ করে দুটি কমিটি করার প্রক্রিয়া চলছে৷
এদিকে কেন্দ্রীয় অনেক নেতার ভূমিকাও এখন বিএনপিতে প্রশ্নের মুখে৷ যাঁরা শুধুই বিবৃতি দিয়েছেন, কর্মসূচি দিয়ে মাঠে নামেননি, গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে ছিলেন, তাঁরাও প্রশ্নের মুখে পড়েছেন৷ কারুর বিরুদ্ধে দুই দিকেই যোগাযোগ রাখার অভিযোগও উঠেছে৷ শামসুজ্জামান দুদু বলেন, দলের স্থায়ী কমিটিতে সব বিষয় নিয়েই আলোচনা হবে৷ সেখানে গোপন কিছু থাকবে না৷ বিভিন্ন পর্যায়ের আলোচনায় সাধারণ নেতা-কর্মীরা তাঁদের মুক্ত মতামত জানাবেন৷ ফলে যাঁর যেরকম কর্ম তিনি সেরকম ফল পাবেন৷ বিএনপি চেয়ারপার্সন এবার ত্যাগীদের গুরুত্ব দেবেন৷ কোনো পকেট কমিটি চলবে না৷