1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির কর্মসূচি

৭ মার্চ ২০১২

বিএনপি ১২ই মার্চের কর্মসূচির মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন সরকারের মন্ত্রীরা৷ আর বিএনপি নেতারা দাবি করেছেন, সরকারি দলের লোকেরাই ওই দিন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছে৷

ছবি: Reuters

১২ই মার্চ বিএনপি'র ‘চলো চলো, ঢাকা চলো' কর্মসূচি৷ সারা দেশ থেকে ঢাকায় ওইদিন লোক সমাগম করে মহাসমাবেশ করবেন তারা৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, ওই দিন নাশকতার পরিকল্পনার খবর আছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে৷ আর সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়া শুরু করেছে৷ তিনি বলেন, কোনভাবেই দেশে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে দেয়া হবেনা৷

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ১২ই মার্চ ঢাকায় জঙ্গিদের দিয়ে নাশকতা করা হবে বলে তাদের কাছে খবর আছে৷ কিন্তু বিএনপি'র সেই পরিকল্পনা সফল হতে দেয়া হবেনা৷

এর জবাবে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ৷ এর আগেও সরকার গণমিছিলে নাশকতার কথা বলেছিল৷ কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে৷ তিনি সরকারে কাছে তাদের কর্মসূচি পালনে সহায়তা চেয়েছেন৷

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারি দলের লোকজনই বিএনপি'র কর্মসূচি পণ্ড করতে সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করছে৷ তিনি বলেন, কোন মাস্তানি সহ্য করা হবেনা৷

এদিকে আজ ঢাকায় ৭ই মার্চ উপলক্ষে গণব়্যালির কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল৷ এই ব়্যালির সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ