বিএনপির ঘাড়ে চামড়া নষ্টের দায়, শিল্পমন্ত্রীর সমালোচনা
১৯ আগস্ট ২০১৯
চামড়া নিয়ে অস্থিরতার প্রেক্ষাপটে রোববার ঢাকায় এই খাত সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেন শিল্পমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও ছিলেন ওই বৈঠকে।
চামড়া নষ্ট হওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে শিল্পমন্ত্রী বলেন, ‘‘বিএনপি (চামড়া) কিনে ফেলাইয়া দিছে, এ মুহূর্তে আমার আর বলার কিছু নেই৷ চামড়া শিল্পের অগ্রযাত্রা সীমিত করার জন্য আমার মনে হয় একটি চক্র কাজ করছে।
‘‘১০ হাজারের মত চামড়া নষ্ট হতে পারে৷ বিএনপি এগুলো স্টক করেছিল কি না, আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য দে হ্যাভ ইনভেস্টটেড৷ আন্দোলন সংগ্রামে যখন পারে না তখন চামড়ায় গিয়ে ধরেছে তারা, মিসগাইড করেছে, মিডিয়াকেও মিসগাইড করেছে৷''
মন্ত্রীর এই বক্তব্য প্রচারের পর থেকে ফেসবুকে সমালোচনা করেছেন অনেকে৷ গল্পের ছলে মন্ত্রীকে গরুর সঙ্গে তুলনা করতেও ছাড়েননি একজন৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক এ সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘‘অথচ ৯৬% ভোটার জানিয়ে দিয়েছিল দেশে বিএনপি নাই!''
মাহিন আবদুল্লাহ্ নামে একজন সেখানে কমেন্ট করেছেন, ‘‘বেচারা বিম্পি কোরবানির মুরদ নাই এর মধ্য চামড়া কিন্না ফালাই দিলি ৷৷''
আর ওমর ফারুখ চৌধুরী লিখেছেন, ''স্মৃতি আর ভোটের অংককে এভাবে কাজে লাগানো ঠিক না।''
ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ফেসবুকে লিখেছেন, ‘‘উগান্ডায় এক লোককে গরুর চামড়া নষ্ট করার অভিযোগে এরেস্ট করা হয়েছে।
বিচারক জিজ্ঞেস করলেন, 'তোমরা চামড়া কিনে রাস্তায় ফেলে নষ্ট করছ কেন?'
চোর কাচুমাচু করে জবাব দিল, 'কী করব স্যার? চামড়ার উপরেই রাগ মিটাই। গরুগুলোকে তো আর এনে ফেলতে পারছি না, ওগুলোকে মন্ত্রী বানিয়ে ফেলেছে। ''
আরিফ জেবতিকের এই লেখায় শাহরিয়ার মুস্তাফা তানিম নামের একজন কমেন্ট করেছেন, ‘‘মন্ত্রীর সাথে তুলনা করে, গরুর অসম্মান করা হয়েছে!!! দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানাই!!''
ইমরান চোধুরী নামের একজন চামড়া নষ্ট নিয়ে শিল্পমন্ত্রীর বক্তব্য ফেসবুকে শেয়ার করেছেন৷ সেখানে মো. মিজান নামে একজন সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘আপনারা কি করলেন তখন।''
দরপতনের কারণে এবার কোরবানির ঈদের পর মৌসুমি ব্যবসায়ীদের লাখ লাখ কাঁচা চামড়া ফেলে দেওয়ার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও সরকার বলছে, এবার সব মিলিয়ে ১০ হাজার চামড়া নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা তাদের হিসাব দিয়েছেন৷
দেশের বিভিন্ন স্থানে আড়তদারদের কাছে চামড়া বিক্রি করতে না পেরে মৌসুমি ব্যবসায়ীরা লাখ লাখ চামড়া মাটিতে পুঁতে ফেলেন কিংবা ফেলে দেন। চট্টগ্রাম, সিলেট, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত তিনশ কোটি টাকার চামড়া নষ্ট হয় বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল।
এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)