1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র অভিযোগ

৬ ফেব্রুয়ারি ২০১২

প্রধান বিরোধী দল বিএনপি'র গণ মিছিল কর্মসূচির সময় ও তার আগে ঢাকায় বাধা দেয়া এবং ঢাকার বাইরে নিহত হওয়ার ঘটনা তদন্তে নাগরিক তদন্ত কমিটি গঠন করেছে বিএনিপি৷ তাদের দাবি, পুলিশ সঠিক তদন্ত করবেনা বলেই তাদের এই উদ্যোগ৷

Bangladesh Nationalist Party (BNP) Chairperson Begum Khaleda Zia
ছবি: Reuters

এর জবাবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেছেন, প্রতিটি ঘটনারই তদন্ত করছে পুলিশ এবং প্রতিটি ঘটনা নিয়েই মামলা হয়েছে৷ আর বিএনপি'র তদন্ত কমিটির কোন আইনগত বৈধতা নেই৷

বিএনপি'র গণ মিছিল কর্মসূচিছবি: Reuters

বিএনিপির দাবি, শুধু গণমিছিলের সময় নয়, তার আগেও ঢাকা এবং ঢাকার বাইরে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন তাদের নেতা-কর্মীরা৷ আর গণমিছিলের সময় ঢাকার বাইরে তাদের দলের ৩ জনসহ ৫ নিহত হয়েছেন৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির সোমবার সংবাদ সম্মেলনে দাবি করেন, এর কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত করতে পারবেনা পুলিশ৷ তাই সু্প্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া একটি নাগরিক তদন্ত কমিটি গঠন করেছেন৷ কমিটি শিগগিরই তাদের তদন্ত শুরু করবে৷

এর জবাবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, বিএনিপি'র এই তদন্ত কমিটির কোন আইনগত ভিত্তি নেই৷ ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি ঘটনারই তদন্ত করছে পুলিশ এবং প্রতিটি ঘটনা নিয়েই মামলা হয়েছে৷ পুলিশ নিরপেক্ষভাবেই প্রতিটি ঘটনার তদন্ত করছে৷

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপিছবি: Reuters

অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দাবি করেছেন, ১২ই মার্চের ‘চলো চলো ঢাকা চল' কর্মসুচি পুলিশ ও ব়্যাবকে দিয়ে বানচালের চেষ্টা করছে সরকার৷ তিনি সরকারকারকে এই তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান৷

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম জানান, তারা এখনো বিএনিপ'র ওই কর্মসূচি সম্পর্কে ভাবছেন না৷ তারা পূর্ণাঙ্গ কর্মসুচি পাওয়ার পর তাদের নিরাপত্তা এবং কিভাবে সহযোগিতা দেয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন৷

পুলিশের দাবি, তারা স্বাধীনভাবেই কাজ করছে৷ তাদের ওপর কোন রাজনৈতিক চাপ নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ