1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে এইচআরডাব্লিউর উদ্বেগ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৭ নভেম্বর ২০২৩

নির্বাচনের আগে ‘সহিংস দমন-পীড়ন’ চলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ৷ বিএনপির প্রায় ১০ হাজার কর্মীকে গ্রেপ্তার করে তাদের বড় অংশের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবি করেছে এইচআরডাব্লিউ৷

বিএনাপির সমাবেশের সময় ঢাকার পল্টনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা
এইচআরডাব্লিউ দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, গণগ্রেপ্তার, গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত থাকার প্রমাণ তারা পেয়েছে ছবি: Mortuza Rashed/DW

সংগঠনটির এশিয়া বিষয়ক সিনিয়র গবেষক জুলিয়া ব্রেকনার বিবৃতিতে বলেছেন, ‘‘যখন সরকার স্বাধীন মতপ্রকাশ বন্ধ করে দেয়, নির্বিচার গ্রেপ্তার, গুম, হয়রানি, ভয় দেখানোর মাধ্যমে বিরোধী, সমালোচক ও অধিকারকর্মীদের পদ্ধতিগতভাবে অকার্যকর করে দেয়, তখন একটি অবাধ নির্বাচন অসম্ভব৷” বর্তমানে সক্ষমতার দ্বিগুণেরও বেশি আসামি কারাগারে রয়েছে বলে দাবি করে এইচআরডাব্লিউ৷
বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মৃধা বলেন, ‘‘৫ নভেম্বর বিকেলে অবরোধ সমর্থনে মিছিল শেষ করে আমি আমার ঢাকার পরিবাগের বাসার পাশে ‘সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে’ বসে আড্ডা দিচ্ছিলাম ৷ আমার সঙ্গে আমার এক বড় ভাইও ছিলেন৷ তখন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের লোকজন এসে আমাকে খোঁজাখুঁজি করে৷ আমি বুঝতে পেরে সেখান থেকে চলে যাই৷ তারা আমাকে না পেয়ে আমার চাচাতো ভাই তরিকুল ইসলাম সজীব মৃধাকে ধরে নিয়ে যায়৷ তারা তাকে নির্যাতন করে ও শাহবাগ থানা পুলিশে তুলে দেয়৷ পরে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়৷ সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে৷”

তিনি আরো বলেন, ‘‘নেতা-কর্মীদের গ্রেপ্তার তো করাই হচ্ছে, তাদের না পেলে তাদের আত্মীয়-স্বজনকে আটক করা হচ্ছে৷ আমি গ্রেপ্তার এড়াতে এখন আত্মগোপনে আছি৷”

আমাকে না পেয়ে আমার চাচাতো ভাইকে ধরে নিয়ে যায়: জুয়েল মৃধা

This browser does not support the audio element.

ভোলার ছাত্রদল নেতা মো. হাবিুবর রহমানকে ৪ নভেম্বর রাতে তাদের পৌরসভার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়৷ তার ভাই মোহাম্মদ হাসান বলেন, ‘‘ভোর রাত ৪টার দিকে পুলিশ কোনো ওয়ারেন্ট বা মামলা ছাড়াই তাকে নিয়ে যায়৷ পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরাও ছিল৷ আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না৷ এখন গায়েবি মামলায় তাকে আসামি দেখানো হয়েছে৷ জামিনের আবেদন করে তার জামিন করাতে পারছি না৷”

ভোলার চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল এমরান বলেন, ‘‘আমি এখন বাসায় নেই৷ বাসায় থাকতে পারি না৷ আমি শুধু নয় যারা বিএনপির সাধারণ সমর্থক, যারা বিএনপিকে ভোট দেয়, তারাও পলাতক অবস্থায় আছেন৷ তারা ভয়ে রাস্তাঘাটে বের হতে পারছেন না৷ কারণ, পুলিশ একাধিক গায়েবি মামলা দিয়ে রেখেছে৷ কাউকে ধরতে পারলেই তাদের ওই মামলায় আসামি করে কারাগারে পাঠিয়ে দিচ্ছে৷ তারা বাসায় থাকতে পারছেন না ৷ পুলিশ বার বার গিয়ে আমাদের বাড়ি-ঘরে হয়রানি করছে৷ সঙ্গে আওয়ামী লীগের লোকজনও যাচ্ছে৷”

তিনি অভিযোগ করেন, ‘‘গায়েবি মামলার কারণে আমাদের চর ফ্যাশনে বিএনপির নেতা-কর্মীরা বাইরেই বের হতে পারছে না৷ তারা পালিয়ে বেড়াচ্ছেন৷ অথচ তাদের নামে গাড়ি পোড়ানোর মামলা দেয়া হচ্ছে৷ আওয়ামী লীগ নিজেরাই গাড়ি পুড়িয়ে আমাদের নামে মামলা দিচ্ছে৷”

এইচআরডাব্লিউ বলছে, সাধারণ নির্বাচনের আগে প্রতিযোগিতা দূর করতে বিরোধী দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ও সহিংস দমন-পীড়ন শুরু হয়েছে এবং ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিন থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তার হওয়া অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মী৷ তাদের একটি বড় অংশের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে৷ বিএনপির দেয়া তথ্যের ভিত্তিতে এইচআরডাব্লিউ দাবি করে, দলটির প্রায় ৫০ লাখ সদস্যের অর্ধেকই বর্তমানে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বিচারের সম্মুখীন৷

বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন?

59:47

This browser does not support the video element.

বিএনপির এক কর্মী তাদের জনিয়েছেন, ‘‘উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত কাউকে ছাড়া হচ্ছে না, সবাইকেই গ্রেপ্তার করা হচ্ছে৷'‘
আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উল্লেখ করে সংস্থাটি জানায়, বাংলাদেশে বিরোধী দলকে দমন এবং সাধারণ নির্বাচনের আগে প্রতিযোগিতা দূর করার জন্য বিরোধী রাজনীতিকদের গণগ্রেপ্তার করা হচ্ছে৷

এটাকে ‘সহিংস স্বৈরাচারী দমন-পীড়ন’ উল্লেখ করে এইচআরডাব্লিউ জানায়, অক্টোবরে বিক্ষোভ কর্মসূচি বেড়ে যাওয়ার পর থেকে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে, যার মধ্যে দুই পুলিশ কর্মকর্তাও রয়েছেন৷ আহত হয়েছেন পাঁচ হাজার ৫০০'র বেশ মানুষ৷
হিউম্যান রাইটস ওয়াচের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবরের সহিংসতার পর বিএনপি ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হরতালের ডাক দেয়৷ হরতাল চলাকালে এবং হরতালের পরে পুলিশ, বিরোধী দল ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়৷ যদিও সব পক্ষেই সহিংসতা হয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে৷
বাংলাদেশের কর্তৃপক্ষ বিরোধীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টির' জন্য দায়ী করেছে৷ তারা অপরাধস্থল (ক্রাইম সিন) হিসেবে বর্ণনা করে বিএনপির কার্যালয়গুলো সিলগালা করেছে৷

তাদের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের সিনিয়র নেতারা বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলাকে উৎসাহিত করে প্রকাশ্য বিবৃতি দিয়ে চলমান সহিংসতাকে উসকে দিয়েছেন৷ সব পক্ষের সহিংসতার ঘটনা পুলিশের তদন্ত করা উচিত৷ কিন্তু তারা যখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান চালায়, তখন তাদের নিরপেক্ষতা ও আইনের শাসন সমুন্নত রাখার সক্ষমতা ক্ষুন্ন হয়৷ আওয়ামী লীগের নেতা-কর্মীরা চলমান সহিংসতায় দায়মুক্তি ভোগ করছে৷ কিন্তু বিরোধী দলের সদস্যরা ব্যাপকভাবে, প্রায়ই নির্বিচার গ্রেপ্তারের শিকার হচ্ছেন৷

সংস্থাটি দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, যথেচ্ছা গণগ্রেপ্তার, গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী থাকার প্রমাণ হাতে পেয়েছে৷

সরকার দেশে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে: ফারুক ফয়সাল

This browser does not support the audio element.

এইচআরডাব্লিউ বলছে, বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ৷ বাংলাদেশের মোট বার্ষিক রপ্তানি পাঁচ হাজার ৫০০ কোটি ডলারের ৮৫ শতাংশই এই খাত থেকে আসে৷ অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশের কারখানাগুলো থেকে পোশাক কিনে থাকে৷ কূটনীতিক অংশীদারদের বিষয়টি পরিষ্কার করা দরকার যে এ ধরনের দমন-পীড়ন অর্থনৈতিক সহযোগিতাকে বিপদে ফেলতে পারে৷”

বিএনপি রবিবার জানায়, অক্টোবর থেকে শুরু করে তাদের অন্তত ১৬ হাজার ৬২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃতদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরল ইসলাম আলমগীরসহ দলটির অসংখ্য শীর্ষ নেতা আছেন৷ প্রসিকিউটর ও আইনজীবীরা জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিএনপির অন্তত ৫২৬ জন নেতা-কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের অধিকাংশের অনুপস্থিতিতে সাজা দেয়া হয়েছে৷ দলটির দাবি, বেশিরভাগই অভিযোগই ‘সাজানো‘৷

প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ধরনের সহিংস অপরাধের জন্য গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেয়া হয়েছে৷ একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার এবং ভিডিও ও পুলিশের প্রতিবেদন বিশ্লেষণ করে এইচআরডাব্লিউ তাদের প্রতিবেদনটি তৈরি করেছে বলে দাবি করেছে৷

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচ যা বলেছে, তা সঠিক মনে করি৷ সরকার হঠাৎ বিরোধী দলের বিরুদ্ধে এমন আচরণ শুরু করেছে যাতে বিরোধী দল নির্বাচনে না আসে তার ব্যবস্থা করছে৷ যেভাবে মানুষ আটকাচ্ছে, জেলখানায় নিচ্ছে তাতে এই সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা চলে যাচ্ছে৷”

তিনি আরো মনে করেন, ‘‘এই সরকার দেশে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷ মানুষ যদি নিরাপত্তা না পায়, তাহলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে৷”

এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশ সদর দপ্তরের বক্তব্য জানা যায়নি৷ তবে কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্তি পুলিশ কমিশনার হারুন অর রশীদ দাবি করেছিলেন, ‘‘পুলিশ রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করছে না৷ যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা এবং ওয়ারেন্ট আছে, তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে৷”

২০২১ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ