1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে ফেরা না ফেরা

১৭ মার্চ ২০১২

স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন বিরোধী দল যদি শুধু সদস্য পদ রক্ষা আর বেতন-ভাতার জন্য সংসদে যায় তা হবে দু:খজনক৷

ছবি: Mustafiz Mamun

তিনি বিরোধী দলকে সংসদে নির্বাচনকালীন সরকার নিয়ে তাদের ফর্মুলা তুলে ধরার আহ্বান জানান৷ আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, পরিবেশ সৃষ্টি করা না হলে এবারও তারা সংসদে গিয়ে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে৷

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের সদস্যসহ সব শ্রেণীর মানুষ৷ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম৷ তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সংসদে যোগ দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান৷ তবে তিনি বলেন এই যোগদান যেন বেতন-ভাতা ও সংসদ সদস্যপদ রক্ষার জন্য না হয়৷ তিনি আশা করেন বিএনপি এবার সংসদে থাকবে ৷

সৈয়দ আশরাফ বিএনপিকে সংসদে যোগ দিয়ে নির্বাচনের সময় সরকার পদ্ধতি নিয়ে তাদের ফর্মুলা উত্থাপনের আহ্বান জানান৷ তিনি বলেন আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যারই সমাধান সম্ভব৷

এদিকে ঢাকায় আলাদা একটি অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে৷ সংসদের পরিবেশ হতে হবে সহায়ক৷ এবার সংসদে গিয়ে যদি তারা সেরকম পরিবেশ না পান, তাহলে সংসদে থাকতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে৷

তিনি সরকারী দলকে খালেদা জিয়ার আল্টিমেটামের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ১০ই জুনের মধ্যে যদি সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না আনে তাহলে সরকার পতনের কর্মসূচি দেবেন তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ