1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই: প্রধানমন্ত্রী

২৭ সেপ্টেম্বর ২০১১

যুক্তরাষ্ট্র সফর শেষে বুধবার দেশের পথে রওয়ানা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ১০ দিনের সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও, তিনি অংশ নেন বিভিন্ন সেমিনারে৷ কথা বলেন বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে৷

(FILES) Picture dated 21 December 2008 shows Bangladeshi former prime minister and president of the Awami League Sheikh Hasina Wazed waving to supporters in a election campaign rally at Motijheel, Dhaka, Bangladesh. Bangladesh?s Awami League-led alliance of former premier Sheikh Hasina Wazed won a landslide victory in general elections, officials said 30 December 2008. According to the election commission, the Awami League alliance won 262 out of 299 parliamentary seats while its main rival, the Bangladesh Nationalist Party-led alliance, took only 32 seats. EPA/ABIR ABDULLAH +++(c) dpa - Report+++
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

জাতিসংঘের ভাষণে প্রধানমন্ত্রী একটি শান্তির মডেল উপস্থাপন করেন৷ এ সম্পর্কে ঢাকার এক পত্রিকার সাংবাদিক পার্থ প্রতীম ভট্টাচার্য, যিনি সফর কাভার করতে এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তিনি বলেন এই মডেলে রয়েছে ছয়টি বিষয়৷ এগুলো হলো ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, বঞ্চনার লাঘব, ঝরে পড়া মানুষকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত এবং সন্ত্রাসবাদের মূলোৎপাটন৷ পার্থ বলেন প্রধানমন্ত্রীর এই মডেলকে স্বাগত জানিয়েছেন অনেক দেশের শীর্ষনেতা৷

তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনায় বসবেন কিনা - সে ব্যাপারে, সাংবাদিকরা জানতে চাইলে প্রধানমন্ত্রী ‘না' বোধক উত্তর দেন৷ তিনি বলেন এটা করে কোনো লাভ হবেনা৷ 

১০ দিনের এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও, কথা বলেন বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেছবি: bdnews24.com

এছাড়া এই সফরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের সঙ্গে অ্যামেরিকার সম্পর্কের যে একটা টানাপোড়েন চলছিল সেটা অনেকটা দূর হয়েছে বলে মনে করেন সাংবাদিক পার্থ৷ কেননা তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন৷

এদিকে মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশের অধিকার চেয়েছেন৷ এছাড়া, বিভিন্ন খাত যেমন বিদ্যুৎখাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ