1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির সমাবেশের আগে দূরাপাল্লার বাস কম, পুলিশের তল্লাশি

৯ ডিসেম্বর ২০২২

শুক্রবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল যেমন কমে গেছে তেমনি যাত্রীও তুলনামূলক কম৷ বিশেষ অভিযান হিসেবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার কথা জানিয়েছে পুলিশ৷

ছবি: Harun Ur Rashid Swapan/DW

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় এ অবস্থা বিরাজ করছে বলে ধারণা পরিবহন চালক ও যাত্রীদের৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের সার্জন মো. মসিউর রহমান জানান, সরকারি ছুটির দুদিনও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি আর যাত্রীর চাপ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়৷ সেখানে সকাল থেকে এ সড়কে দূরপাল্লার বাস চলাচল কম থাকায় অলস সময় কাটাচ্ছেন৷

ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুরের মাওনা, জৈনা বাজার এবং চান্দনা-চৌরাস্তা মোড় ও ভোগড়া বাইপাস এলাকায় শুক্রবার সকাল থেকে হাতে গোনা কয়েকটি দূরপাল্লার বাস চলতে দেখা গেছে৷ লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করলেও যাত্রী ছিল খুবই ‘কম'৷

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকলেও তল্লাশি অভিযান তেমন চোখে পড়েনি৷ তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের টহল গাড়ি ও সাঁজোয়া গাড়ি সাইরেন বাজিয়ে টহল দিচ্ছে৷

চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ড্রিম ল্যান্ড পরিবহনের চালক নুর মোহাম্মদ বলেন, ‘‘আমাদের মধ্যে একটা আতংক কাজ করছে৷ কখন না জানি, আমাদের গাড়ি হামলার শিকার হয়৷ তবে সকাল থেকে আমাদের বাসে কোথাও পুলিশের কোনো তল্লাশি হয়নি৷”

একই কথা জানান ওই সড়কে চলাচলকারী সৌখিন পরিবহনের চালকের সহযোগী মো. রাশেদুল ইসলাম, শ্যামলী বাংলার চালক উত্তম কুমার, মায়িশা পরিবহনের শ্রমিক মো. রেজওয়ান ও ইমাম পরিবহনের বাবলু মিয়া৷

‘‘পারিবারিক প্রয়োজনে আমাকে ঢাকা যেতে হচ্ছে৷ অন্য সময়ের চেয়ে রাস্তায় দূরপাল্লার গাড়ি ও যাত্রীর সংখ্যা খুব কম৷ আমাদের বাস অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে৷ পথে তেমন সমস্যাও নাই৷” একথা বলেন ড্রিম ল্যান্ড বাসের যাত্রী মো. আক্কাছ আলী৷

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘‘মহাসড়কে পুলিশ টহল বাড়ানো হয়েছে৷ অতিরিক্ত পুলিশ সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছেন৷ আমরা প্রয়োজন মনে করলে চেকপোস্টে তল্লাশি করছি৷ কোথাও যদি তথ্য পাই সেক্ষেত্রে তল্লাশি পরিচালনা করছি৷”

শুক্রবার সকাল থেকে মহাসড়কগুলো দূরপাল্লার গাড়ি কম বলে ট্রাফিকের এ কর্মকর্তাও জানালেন৷

মাওনা চৌরাস্তার চেকপোস্টে কর্তব্যরত শ্রীপুর থানার এসআই মো. সাদিক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ছোট বড় যানবাহনগুলোর রেজিস্ট্রেশন ও ফিটনেসসহ যাবতীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে৷

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র ও মাদক যাদে কেউ বহন করতে না পারে সেজন্য চেকপোস্টে তল্লাশি চলছে, তাছাড়া অবৈধ যানগুলোও ধরা হচ্ছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা ঘুরে দেখেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে গাড়ি ও যাত্রীদের তল্লাশি অব্যাহত আছে৷ এই পথ দিয়েই উত্তরবঙ্গের সব গাড়ি ঢাকায় প্রবেশ করে থাকে৷ সেখানে দুটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ৷

সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ ভ্যান, দূরপাল্লার বাস ও ট্রাক গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন তারা৷

এদিকে শুক্রবার যাত্রী কম থাকার কথা জানিয়েছেন উত্তরবঙ্গগামী পরিবহনের চালকরাও৷ সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের চালক জনি বলেন, ‘অদৃশ্য ভয়ে' লোকজন বাসা হতে বের হয়নি৷ যেখানে গাড়িভর্তি যাত্রী থাকে, সেখানে ১০-১২ জন যাত্রী নিয়ে চলতে হচ্ছে৷ একই কথা জানান ঢাকা-উত্তরবঙ্গগামী চলাচলকারী আলম পরিবহনের চালক আবু তাহেরও৷

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘‘গত ১ ডিসেম্বর থেকে আমাদের বিশেষ অভিযান চলছে৷ এরই ধারাবাহিকতায় মহাসড়কে গাড়িতে তল্লাশি করা হচ্ছে৷”

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ