1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিএনপির সামনে ভোটে না যেয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা দেখি না’

১০ নভেম্বর ২০২৩

‘‘বিএনপির সামনে এই মুহূর্তে ভোটে না যেয়ে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আমি দেখি না’’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী৷

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

এই রাজনীতিবিদ সঙ্গে যোগ করেন, ‘‘বিএনপির সামনে একমাত্র বিকল্প হচ্ছে চরম একটা আন্দোলন করে সরকারকে বাধ্য করা একটা অল্টারনেটিভ কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা অপেক্ষা করা অ্যামেরিকা কী করবে। এছাড়া কী বিকল্প আছে।”  

ইউটিউবে ‘‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’’ টকশোতে ‘‘বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন?’’ বিষয়ক আলোচনায় অতিথি হিসেবে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী৷

‘‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপি কিসের ভিত্তিতে নির্বাচনে আসবে?’’ অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মুহিউদ্দীন জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘‘বিএনপির সামনে নির্বাচনে আসা ছাড়া আর কোন বিকল্প নেই৷ অংশগ্রহনমূলক একটি নির্বাচন এখন দেশ, জাতি, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সবার জন্য দরকার৷’’

‘‘২৮ অক্টোবরের পর বিএনপি দুর্বল হয়েছে নাকি শক্তিশালী হয়েছে?’’ এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার খোকন বলেন, ‘‘আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হয়েছে৷ আমাদের আন্দোলন সঠিক পথে আছে৷’’

প্রধান বিচারপতির বাসায় কে বা কারা হামলা করলো বলে পাল্টা প্রশ্ন করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ৷ ২৮ অক্টোবরের মহাসমাবেশকে ঘিরে যা কিছু হয়েছে তাকে ন্যাক্কারজনক ঘটনা বলে আমরা এর বিচার চেয়েছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন৷

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের সাথে জাতীয় পার্টির বর্তমানে সম্পর্কের অবস্থা প্রসঙ্গে ব্যারিস্টার শামীম বলেন, ‘‘ভারতের সাথে জাতীয় পার্টির একটি ভালো সম্পর্ক আছে৷ সেটি অস্বীকার করার কিছু নেই৷’’

দিল্লীতে ভারত-যুক্তরাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে ভাবনা প্রসঙ্গে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘আমরা একটি কর্মী নির্ভর দল৷ আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি৷ বাইরের কোন শক্তির উপরে নির্ভর করিনা৷’’

বিএনপি নেতা কর্মীদের হামলার পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘‘এই সরকারের আচরণ জঙ্গি আচরণ৷ তারা কোন প্রতিপক্ষ রাখতে চায় না৷’’

এসএইচ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ