1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি’র হরতাল ঘোষণা

২০ সেপ্টেম্বর ২০১১

জ্বালানি তেল ও সিএনজি’র দাম বাড়ানোর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে৷

Mirza Fakhrul Islam Alamgir
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

বিএনপি'র নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতালের ঘোষণা দেন বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি বলেন, কোনরকম আগাম ঘোষণা ছাড়াই জ্বালানি তেল এবং সিএনজি'র দাম বাড়ান হয়েছে৷ এতে দেশের মানুষ চরম সংকটে পড়েছে৷ তিনি বলেন, সরকারের গত ৩ বছরের অদক্ষতা, অযোগ্যতা আর অহংকারে দেশের পরিস্থিতি খুবই খারাপ৷ সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে৷ তাই বিএনপি বসে থাকতে পারেনা৷ তিনি  দাবি করেন, সরকারের গণবিরোধী সিদ্ধান্তের কারণে দেশে দারিদ্র্য বাড়ছে৷ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ দিশাহারা হয়ে পড়ছে৷ যানবাহনসহ সব ক্ষেত্রে ব্যয় বাড়ার কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷

হরতালের সমর্থনে কাল সারাদেশে মিছিল সমাবেশ করবে বিএনপি৷ সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের গ্রেফতারেরও নিন্দা জানান হয়৷ এদিকে সোমবার গ্রেফতার হওয়া জামায়াত নেতা মাওলানা এটিএম আজহারুল ইসলামসহ ৩ জনকে আজ আদালতে হাজির করা হয়েছে৷ আর আজ গ্রেফতার হয়েছেন জামায়াতের সমর্থক দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ৷ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, হরতাল রাজনৈতিক অধিকার৷ কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা হলে তা মেনে নেয়া হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ