1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

৬ জানুয়ারি ২০২২

বাংলাদেশের চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় গতকাল রাতে মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ ৷

Bangladesch Wahlen Wahlkampf 2018 Nationalisten BNP
প্রতীকী ছবিছবি: DW/M. Mostafigur Rahman

নগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন৷ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধা দান, যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে নগর বিএনপির শীর্ষ নেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে বলে জানান তিনি৷ ৭৫ জন নেতা-কর্মী ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও কয়েক শ জনকে আসামি করা হয়েছে মামলায়৷

ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে এবং তাঁদেরও এ মামলায় আসামি করা হয়েছে৷ গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হবে বলে ওসি নেজাম উদ্দিন জানিয়েছেন৷

এদিকে পুলিশ সূত্র বলছে, মামলায় নগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে৷

বিএনপির নেতা-কর্মীরা গতকাল বেলা তিনটা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন৷ প্রায় ছ শ নেতা-কর্মী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয়৷ প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা-কর্মীদের একপর্যায়ে সরে যেতে বলে পুলিশ৷ নেতা-কর্মীরা এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন৷ পুলিশ তাঁদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷

এনএস/কেএম (প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ