1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি অফিসে নিজেরাই তালা মেরেছে : ডিএমপি কমিশনার

১৪ নভেম্বর ২০২৩

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

হরতালের দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য (ফাইল ফটো)
হরতালের দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য (ফাইল ফটো)ছবি: Munir Uz Zaman/AFP

দুর্বৃত্তদের অগ্নি সন্ত্রাসে দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আপনারা ২৮ তারিখের পর থেকে নিরাপত্তার খাতিরে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছেন এবং সেটি এখনো তালাবদ্ধ আছে। এই অবস্থায় একটি রাজনৈতিক কার্যালয় আর কত দিন বন্ধ থাকবে, যেহেতু আর কিছু দিন পরেই তফসিল ঘোষণা করা হবে-গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, '‘বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না, সেটা তারাই ভালো বলতে পারবেন। আমাদের পুলিশ সেখানে সব সময়ই থাকে, নিরাপত্তার জন্য; সেই একইভাবে পুলিশ প্রহরা আছে,'‘।

হাবিবুর রহমান আরও বলেন, '‘তারা যদি এখানে অফিস খোলে, কার্যক্রম করে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আপত্তি কখনোই ছিল না।'‘

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবিল রিজভী দ্য ডেইলি স্টারকে বলেন, '‘পুলিশই আমাদের পিয়ন ও স্টাফদের হুমকি দিয়ে বের করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে।'‘

একটি অসৎ উদ্দেশ্য নিয়ে তারা বিএনপি অফিস অবরুদ্ধ করে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, '‘পুলিশই তালা লাগিয়েছে, তাই তাদেরই খুলে দিতে হবে।'‘

কেএম/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ