1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি-আওয়ামী লীগ

৫ ফেব্রুয়ারি ২০১২

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে বিএনপির কেউ ঢাকা শহরেই প্রবেশ করতে পারবে না৷ জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন আইন প্রতিমন্ত্রীকে ঢাকা ছাড়া করার ঘোষণা দিয়েছেন৷

Barrister Shafiq Ahmed is the Law minister of Bangladesh Government
আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

বাংলাদেশের রাজনীতিতে পাল্টা-পাল্টি কর্মসূচি এখন হুমকি পাল্টা হুমকির রূপ নিয়েছে৷ শনিবার ঢাকায় সভা-সেমিনার আর পথসভার রাজনীতি উত্তাপ ছড়িয়েছে৷ আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলছেন, ১২ই মার্চ বিরোধী দল বিএনপি ‘চলো চলো ঢাকা চলো' কর্মসূচির মাধ্যমে ঢাকা দখলের ঘোষণা দিয়েছে৷ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এই কর্মসূচি হলেও তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তিনি বলেন, আওয়ামী লীগও এমন কর্মসূচি দেবে যে বিএনিপর নেতা-কর্মীরা ঢাকা শহরে ঢুকতেই পারবে না৷

একই অনুষ্ঠানে আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধাপরাধের বিচার করতে হবে৷

অন্যদিকে ঢাকায় এক পথসভায় আইন প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারূক বলেছেন, তাঁকে ১২ই মার্চের আগেই ঢাকা ছাড়া করা হবে৷ তিনি আইন প্রতিমন্ত্রীকে প্রতিরোধেরও ঘোষণা দেন৷

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তাদের আন্দোলন যুদ্ধপরাধের বিচার বন্ধে - এই অপপ্রচার চালিয়ে লাভ নেই৷ তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার হাত বদল করতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে৷ নয়তো গণঅভ্যুত্থানে সরকারের পতন ছাড়া কোন বিকল্প থাকবে না৷

রাজধানীতে একই ধরনের পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং বিএনপির সিনিয়র নেতা এম কে আনোয়ার৷

প্রতিবেদন: হারুন উর রশী স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ