1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে জোরালো রাজনৈতিক মতবিরোধ

৩০ জানুয়ারি ২০১২

বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপি আর আওয়ামী লীগের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজশাহীতে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন৷ তিনি জামায়াতের কর্মী বলে দাবি করা হয়েছে৷

দুই শিবিরের রেষারেষি আবার চরম আকার ধারণ করছেছবি: AP/DW

নয়া পল্টন থেকে গণমিছিল শুরুর আগে দেয়া ভাষণে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটনো হবে৷ আর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি'র আন্দোলন সংগ্রামের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷

ঢাকায় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কারণে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনিপ'র বহুল আলোচিত গণ মিছিল একদিন পিছিয়ে আজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷ দুপুর ২টায় বিএনপি'র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল শুরুর কথা থাকলেও তা শুরু হয় বিকেল সাড়ে ৪টায়৷ নয়াল্টন থেকে কাকরাইল হয়ে মগবাজার মোড়ে গিয়ে মিছিল শেষ হয়৷ গণমিছিলে নেতৃত্ব দেন খালেদা জিয়া৷ গণমিছিল বাংলা মোটর পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রুট পরিবর্তন করে বিএনপি৷

মিছিলপূর্ব সমাবেশে খালেদা জিয়া বলেন, তার দল সামরিক অভ্যুত্থানে বিশ্বাসী নয়৷ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে৷ তিনি বলেন, সরকার নির্যাতন নিপীড়ন চালিয়ে বিরোধী দলকে দমন করতে চাইছে৷ রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে ৪ জন নিহত হওয়ার ঘটনায় তিনি সরকারকে দায়ী করেন৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে নির্বাচন হবেনা৷

অন্যদিকে রাজশাহীর শাহেব বাজার এলাকায় বিকেলে বিএনপি-জামায়াতের গণ মিছিল বের হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়৷ সংঘর্ষের সময় পুলিশ গুলি ছোঁড়ে৷ গুলিতে শরিফুল ইসলাম রেন্টু নামে একজন নিহত হয়েছেন ৷ তিনি জামায়েতের কর্মী বলে স্থানীয় জাময়াত নেতারা দাবি করেছেন৷এই ঘটনায় ডিবি'র ইন্সপেক্টর তোফাজ্জল হোসেনসহ ৫০জন আহত হয়েছেন৷

এদিকে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপির আন্দোলন সংগ্রামের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা৷ তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে৷ কিন্তু এই ষড়যন্ত্র সফল হবেনা৷ সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্মাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জিয়াউর রহমানই এদেশে হত্যারা রাজনীতি শুরু করেছিলেন৷

দেশের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতে মার্কিন রাষ্ট্রদূত ডান মজিনা সংলাপের কথা বলেছেন৷ তিনি বলেন, আলাপ আলোচানার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য