1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি এলে বিচার হবে

৮ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার পলাতক ১৩ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত৷ পলাতকরা কি ধরা পড়বে? কার্যত কি বিচার হবে? ফেসবুকে অনেকেই এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ তবে কেউ কেউ বেশ আশাবাদী৷

Opfer des Rapid Action Battalion (RAB) in Bangladesh
শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিছবি: DW

গতবছর ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ তিন দিন পর তাঁদের লাশ পাওয়া যায় শীতলক্ষ্যা নদীতে৷ নজরুলের স্ত্রী ও চন্দন সরকারের জামাতা মামলা করেন৷ গত ৮ই এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুই কাউন্সিলর নূর হোসেন ও ব়্যাব-এর তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷

অভিযোগ-পত্রে এজাহারভুক্ত ১৬ জনের নাম বাদ দেওয়ার সুপারিশও করেন তিনি৷ নিহত সাতজনের লাশ উদ্ধারের পরই নজরুলের শ্বশুর অভিযোগ করেছিলেন, সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন ব়্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ দেশব্যাপী আলোচনার ঝড় বয়ে যায়৷

আলোচনা-সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে৷ এক পর্যায়ে তখনকার মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার জামাতা তারেক সাইদ ও অন্য দুই ব়্যাব কর্মকর্তা আরিফ ও রানাকে গ্রেপ্তার করা হয়৷ ৩৫ জন আসামির মধ্যে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হলেও, ব়্যাব-এর ৮ সদস্যসহ ১৩ জন এখনো পলাতক৷ প্রধান আসামি নূর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে গিয়েছিলেন৷ সেখানেই তাকে আটক করে কারাবন্দি করা হয়৷ মঙ্গলবার নূর হোসেনসহ ঐ ১৩ জনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের ফেসবুক পাতা অনুসারণকারীদের খবরটি জানিয়ে এ বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছিল৷ নানা ধরণের মন্তব্য এসেছে৷ শফিকুর রহমান দুলালের দৃঢ় বিশ্বাস, ‘‘তারেক সাইদ আবশ্যই বেঁচে যাবে, বেশি হলে কয়েক বছরের জেল হবে৷''

মজিবুর রহমান মনে করেন, ‘‘মুল পরিকল্পনাকারীদের অনেকেই ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল!''

মাসুদ রানা যেন খুব একটা অবাক নন৷ নিহত এবং হত্যার পরিকল্পনাকারী – দুই পক্ষেই যে নারায়ণগঞ্চ আওয়ামী লীগের নেতারা রয়েছেন, এ বিষয়টির দিকে ইঙ্গিত করে তাঁর মন্তব্য, ‘‘যে পানির সাপ সে পানির মাছ৷''

ডিডাব্লিউ-র বাংলা বিভাগের ফেসবুকে প্রশ্ন করা হয়েছিল, ‘‘ব়্যাব-এর ৮ সদস্যসহ ১৩ জন পলাতক কি ধরা পড়বে? বিচার হবে তাদের? পাঠক, আপনার কী মনে হয়?'' এর জবাবে মঞ্জুরুল হক মনজু বলেছেন, ‘‘না৷''

তবে রাহী অর্ণব, মনে করেন, ‘‘অবশ্যই বিচার হবে৷''

এছাড়া বিচার যে হবে এ বিষয়ে মাহফুজ আহমেদও একরকম নিশ্চিত৷ তবে তাঁর ধারণা, ‘‘বিএনপি আসলে বিচার হবে৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ