1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি এখন যা করতে পারে

আরাফাতুল ইসলাম১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশের রাজনীতিতে ক্রমশ এক বিরক্তকর দলে পরিণত হচ্ছে বিএনপি৷ তারা আন্দোলনের ডাক দিয়ে পিছু হটা একটা দল, যারা কিনা আপাতদৃষ্টিতে জনগণের কাছ থেকে একেবারেই বিচ্ছিন্ন৷ অথচ এই দলের রয়েছে একটি বিরাট ‘ভোটব্যাংক’৷

Bangladesh BNP Begum Khaleda Zia
ছবি: picture-alliance/dpa

২০১৪ সালে বাংলাদেশে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়৷ যদিও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হওয়ায়, সেই নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিল বিএনপি এবং তাদের সমর্থনকারী বিভিন্ন রাজনৈতিক দল৷ বিএনপি অবশ্য নির্বাচনটি বর্জন করলেও ঠেকাতে পারেনি৷ তবে সেসময় ক্ষমতাসীনদের সবচেয়ে বিপাকে ফেলেছিল জাতীয় পার্টি৷ দলটির সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি, নির্বাচনে অংশ নেয়া, না নেয়ার নাটকের ফলে, অর্থাৎ প্রার্থী সংখ্যার অপ্রতুলতার কারণে নির্বাচনে ১৫৩টি আসনে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি৷

মোট ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে ভোটাভুটি না হওয়ায় স্বাভাবিকভাবে নির্বাচনটি গুরুত্ব হারায়৷ কেননা দৃশ্যত অর্ধেকের বেশি ভোটার ভোট দেয়ার সুযোগই পায়নি৷ তাই ইউরোপীয় ইউনিয়ন এটাকে একটি ‘একতরফা নির্বাচন' বলেই চিহ্নিত করে৷

নির্বাচনের পর আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি৷ তাঁদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক যেমন ছিলেন, ছিলেন বিএনপি এবং অন্যান্য দলের সমর্থকরাও৷ যাঁরা নিজেদের দলকে নিরপেক্ষ বলে দাবি করেন, তাঁদের সঙ্গেও কথা হয়েছে৷ সবাই একটি জায়গায় একমত৷ আর তা হচ্ছে, ৫ই জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয়ার সুযোগ পায়নি৷ যদিও সংবিধানের নিয়মনীতি মেনেই নির্বাচনটি করা হয়েছে৷

বিএনপি-র যা বোঝা উচিত

জানুয়ারির ঐ নির্বাচন থেকে দু'টি বিষয় পরিষ্কার হয়েছে৷ প্রথমত, বিএনপি-র পক্ষে জোটে যেই থাকুক না কেন, আন্দোলন করে আওয়ামী লীগের কাছ থেকে কিছু আদায় করা কিংবা সরকারের পতন ঘটানো সম্ভব নয়৷ দ্বিতীয়ত, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনঢ় থেকে বিএনপি আসলে তার অনুগত ভোটারদের প্রতি অবজ্ঞা করেছে, যেটা তাদের উচিত হয়নি৷

তবে এটাও ঠিক যে, বিএনপি ঠেকাতে না পারলেও জাতীয় পার্টির কারণে নির্বাচনটি গ্রহণযোগ্যতা হারিয়েছে৷ এছাড়া ভারতসহ কিছু দেশ নিজেদের রাজনৈতিক স্বার্থে আওয়ামী লীগকে সমর্থন করায় দলটির পক্ষে ক্ষমতায় টিকে থাকা সহজ হয়েছে৷ কিন্তু একতরফা নির্বাচন জয়ের ‘খোঁটা' আওয়ামী লীগকে হজম করতে হচ্ছে৷ আর এটাই ৫ই জানুয়ারি থেকে বিএনপি এবং তার মিত্রদের একমাত্র অর্জন৷

এখন প্রশ্ন হচ্ছে, এই অর্জন বিএনপি কি কাজে লাগাতে পেরেছে? গত এক বছরে দৃশ্যত দলটি এই অর্জন দিয়ে নতুন কোনো কিছু গড়তে পারেনি৷ পারেনি এই বিষয়টিকে বড় করে জনগণের কাছে, আন্তর্জাতিক সমাজের কাছে তুলে ধরতে৷ বরং লন্ডনে অবস্থানরত দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করে নেতাকর্মীদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন৷

বিএনপি-র আচরণ এখন অনেকটা নাবিক ছাড়া নৌকার মতো মনে হচ্ছে৷ নেতাদের মুখে বার বার সরকারের পতন ঘটনোর হুংকার থাকলেও, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই৷ দলটি কারা পরিচালনা করছে তা স্পষ্ট নয়৷ স্পষ্ট নয় যুদ্ধাপরাধীদর বিচার, জামায়াতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে বিএনপি-র অবস্থান৷ ফলে দলটি ক্রমশ জনগণের কাছ থেকে, নিজেদের সমর্থকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে৷

আরাফাতুল ইসলামছবি: DW/Matthias Müller

বিএনপির শক্তি কারা?

বিএনপি-র ভবিষ্যত তাহলে কী? এই প্রশ্নের উত্তর দিতে হলে দেখতে হবে বিএনপি-র শক্তি কোথায়৷ দলটির শক্তি হচ্ছে নিরব ভোটাররা৷ এই ভোটাররা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো রাজপথ কাঁপাতে পারে না৷ তবে ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ পেলে ভোটটা ‘ধানের শীষে' ঠিকই দিতে পারে৷ এমন ভোটার অনেক৷ বিএনপি অতীতে যেসব নির্বাচনে অংশ নিয়েছে, সেগুলোর পরিসংখ্যান ঘাটলেই বিএনপি-র এই শক্তি সম্পর্কে আন্দাজ করা যেতে পারে৷

এই শক্তি কাজে লাগাতে চাইলে বিএনপি-র তাই এখন প্রয়োজন আরেকটি নির্বাচন৷ আর সেটা পেতে গেলে জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে৷ জ্বালাও, পোড়াও ছাড়া যে সব কর্মসূচিতে দলটির সমর্থকদের সম্পৃক্ত করা যায়, সেগুলো করতে হবে৷ অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-র কোনো অস্তিত্ব নেই৷ অথচ বাংলাদেশের চার কোটি মানুষ, যাঁদের মধ্যে অধিকাংশই তরুণ, এখন ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত৷ তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির শক্ত অবস্থান গড়তে হবে৷ যেসব ইস্যুতে জনগণের আগ্রহ রয়েছে, সেসব ইস্যু নিয়ে কাজ করতে হবে৷ মোট কথা, বিএনপি যে সক্রিয় আছে, সেটা হরতাল ছাড়াও জনগণকে বোঝানোর উপায় বের করতে হবে৷

একইসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে অনেকক্ষেত্রে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক সংলাপের পথ প্রশস্ত করতে হবে৷ রাজপথে হানাহানি না করে সত্যিকারের সংলাপের সদিচ্ছা নিয়ে এগিয়ে গেলে আন্তর্জাতিক অঙ্গনের, কূটনীতিকদের সহায়তা পাবে বিএনপি৷ আর সেটা করতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে, জনগণকে পাশে রেখে৷ একমাত্র তবেই তো ঘুরে দাঁড়ানো সম্ভব!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ