বিএনপি ও সমমনা দলগুলোর কালো পতাকা মিছিল
২৫ আগস্ট ২০২৩একই সময়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয় দলের নেতা-কর্মীরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা দুটি ভিন্ন ভিন্ন মিছিল বের করে।
মিছিল শুরুর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মির্জা আব্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য দেন। মিছিলটি নয়াপল্টন থেকে বের হয়ে ঢাকার দয়াগঞ্জে গিয়ে শেষ হয়।
তবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকায় বিএনপির এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপর মিছিলটি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শ্যামলীর রিং রোডের ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে বছিলায় শেষ হয়।
এর আগে জুলাই ও আগস্টের বিভিন্ন সময় ঢাকায় মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
পাশাপাশি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাাভিনিউয়ে আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কর্তৃক "বিএনপি ও জামায়াতের সন্ত্রাস,জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের” বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসএইচ / এসিবি (দ্য ডেইলি স্টার)